লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড়ো চমক! পূজোর আগেই 2 হাজার, হাসি ফুটলো মুখে।

লক্ষ্মীর ভান্ডার

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ সুখবর রয়েছে রাজ্যবাসীর জন্য। এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মিলবে ডাবল লাভ! একই সাথে অক্টোবরে মিলবে 2000 টাকা।

সরাসরি টাকা ঢুকবে ব্যাঙ্কের একাউন্টেই। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প দারুণ আনন্দের। কারণ অধিকাংশ মহিলাদের এই 500 বা 1000 টাকাই তাদের একমাত্র আয়ের উৎস। তবে লাভ পাবেন কারা, কাদের মুখে ফুটবে এই হাসি, জানতে দেখে নিন আজকের এই বিশেষ প্রতিবেদন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা

এবারে চলে এল এই দারুণ খুশীর খবর। পূজোর আগেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্কের একাউন্টে জমা পড়বে 2000 টাকা। এবার অনেকে পাবেন, 500 টাকা, 1000 টাকাও। অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার বিষয়ে রয়েছে এই আপডেট।

পশ্চিমবঙ্গের বিরাট মাপের জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তথা Lakshmir Bhandar Scheme. রাজ্য সরকার তথা WB Govt এর পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসে মাসে বিশেষ এই সুযোগ। পশ্চিমবঙ্গ সরকার বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন প্রকল্পের সূচনা করে চলেছে। এইসব প্রকল্পগুলি জনকল্যাণমুখী। ফলে সাধারণ মানুষ অনেক সুবিধা পাচ্ছেন। শোনা যাচ্ছে, এবার থেকে লক্ষীর ভান্ডারে 2 হাজার টাকা করে পাবেন আবেদনকারীরা।

লক্ষ্মীর ভান্ডার

আবার অনেকে 1 হাজার বা 1 হাজার 500 টাকা করেও পেতে পারেন। কারা পাবেন এই অতিরিক্ত টাকা? যাঁরা নতুন আবেদন করেছেন তাঁরা কি পাবেন? কিভাবে আবেদন করলে এই অতিরিক্ত টাকা পাওয়া যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পন্ন পড়তে হবে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা প্রকল্প চালু করে চলেছেন। এগুলির দৌলতে সাধারণ মানুষ বেশ উপকৃত হয়েছে। এই জনকল্যাণমুখী প্রকল্পগুলি আজ সাধারণ মানুষের কাছে একপ্রকার প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা প্রকল্পগুলির মধ্যে থেকে অন্যতম হল- কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, রুপশ্রী আর লক্ষীর ভান্ডার।

লক্ষীর ভান্ডারের সুবিধা প্রায় 18.3 মিলিয়ন মহিলারা পাচ্ছেন। এই প্রকল্পটি 2022 সাল থেকে পশ্চিমবঙ্গের মহিলারা পেয়ে আসছেন। এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ির গৃহিণীদের জন্য চালু করা হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে বহু মহিলারা এই প্রকল্পের দৌলতে লাভবান হচ্ছেন। এই সেপ্টেম্বর মাস থেকে পুনরায় চালু হয়েছে “দুয়ারে সরকার” কর্মসূচি। এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের নানারকম সমস্যার সমাধান করা হয়।

গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের সামনে এনেছেন। এই বছরও তাঁর ব্যতিক্রম নয়। এই বছর দুয়ারে ক্যাম্পের দৌলতে উপকৃত হয়েছেন প্রায় 41 লক্ষ মানুষ। আর সরাসরি পরিষেবা পেয়েছেন প্রায় 38 লক্ষ মানুষ। এছাড়াও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে 327 কোটি 12 লক্ষ টাকার। এখনও পর্যন্ত প্রায় 2 লক্ষ দুয়ারে সরকার শিবির বসেছে। আর সাধারণ মানুষের সেবা করেছে।

আপনাদের ছোট করে বলে রাখি, দুয়ারে সরকার ক্যাম্পের কোন্ প্রকল্পে কতজন মানুষ সাহায্য পেয়েছেন- লক্ষ্মীর ভান্ডার এর জন্য সাহায্য পেয়েছেন 11 লাখ মানুষ। বিধবা ভাতার জন্য সাহায্য পেয়েছেন প্রায় 2 লাখ মানুষ। আর খাদ্য সাথীর ক্ষেত্রে সুবিধা পেয়েছেন প্রায় 2 লাখ মানুষ। স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন 5 লাখ মানুষ এবং কন্যাশ্রী প্রকল্পের সাহায্য পেয়েছেন প্রায় 2 লাখ মানুষ। কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পেয়েছেন প্রায় 2 লাখ মানুষ এবং ঐক্যশ্রী প্রকল্পের সাহায্য পেয়েছেন প্রায় 3 লাখ মানুষ।

এতদিন জেনারেল ক্যাটাগরির মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে পেতেন। আর Sc, ST ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পেতেন 1 হাজার টাকা।‌ তবে এবার থেকে 1 হাজার অথবা 2 হাজার টাকা করে তাঁরা পেতে পারেন। আসলে এতদিন বিধবা ভাতার জন্য আবেদন করলে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যেত না। অর্থাৎ একসাথে লক্ষীর ভান্ডার আর বিধবা ভাতার টাকা পাওয়া যেত না। কিন্তু এবার এই নিয়মে বদল ঘটতে চলেছে।‌

কোনো বিধবা মহিলা চাইলেই এই 2 টি প্রকল্পে আবেদন করতে পারবেন। আর এই 2 টি প্রকল্পের আওতায় সরাসরি তাঁদের ব্যাঙ্ক‌ অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকা ঢুকেও যাবে। সাধারণ ক্যাটাগরির বিধবা মহিলারা 500 টাকা করে লক্ষীর ভান্ডার প্রকল্পের থেকে পাবেন। আর 1 হাজার টাকা করে বিধবা ভাতা থেকে পাবেন। মোট মিলিয়ে তাঁরা প্রতি মাসে এই 2 টি প্রকল্প থেকে 1 হাজার 500 টাকা করে পাবেন। কিন্তু 2 হাজার টাকা করে কারা পাবেন?

দুর্গা পূজোর আগেই ৩ দিনের স্কুল ছুটি! লিস্ট দেখুন।

আপনাদের জানিয়ে রাখি SC, ST ক্যাটাগরির বিধবা মহিলারা লক্ষীর ভান্ডারের আওতায় 1 হাজার টাকা করে প্রতি মাসে পাবেন। আর বিধবা ভাতার আওতায় তাঁরা প্রতি মাসে আরও 1 হাজার টাকা করে পাবেন। অর্থাৎ এই 2 টি প্রকল্প মিলিয়ে তাঁরা প্রতি মাসে মোট 2 হাজার টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

লক্ষ্মীর ভান্ডার

লক্ষীর ভান্ডার ও বিধবা ভাতা প্রকল্পে আবেদন করার পদ্ধতি :-

দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই 2 টি প্রকল্পের ফর্ম নেওয়া যাবে। এরপর সঠিক তথ্য সহ পূরণ করে জমা করে দিলেই তাঁরা প্রতি মাসে টাকা পেয়ে যাবেন। অফলাইন প্রক্রিয়াতেই আবেদন করা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তবে ফর্ম ফিলাপ করার সময়ে খুবই সতর্কতার সাথে Form পূরণ করবেন। কারণ ভুল হয়ে গেলে আপনাকেই সেই সমস্যার মধ্যে পড়তে হবে।

ঘরে বসেই মিলবে দলিল, ট্যাক্স সহ সকল পরিষেবা! এভাবে আবেদন করুন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও আরও অন্যান্য সরকারি বা বেসরকারি প্রকল্প প্রকল্প সম্পর্কে জানতে আমাদের প্রতিবেদন গুলি দেখতে থাকুন। আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। সকলে এবারে দুর্গা পূজা কাটান খুব ভালো করে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিবেদন পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল