দেশজুড়ে অক্টোবরে নিয়ম বদল হচ্ছে ৭ টি বিষয়ে, অক্টোবর থেকেই চালু! দেখুন।

আগামী অক্টোবর থেকেই দেশজুড়ে অক্টোবরে নিয়ম বদল হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। সেই সকল বিষয়ে জেনে রাখা খুবই দরকার। নাহলে হয়তো আপনি পেছনে পরে যেতে পারেন। এবার অনেক ক্ষেত্রে লাগতে পারে বেশি বেশি ফাইন। কোন ক্ষেত্রে হয়তো নাও পেতে পারেন সরকারি সুবিধা। তাই সঠিক সময়ে সঠিক আপডেট পেতে দেখতে থাকুন। সারা দেশ জুড়ে যে ৭ নিয়মে আসছে বদল! রাজ্য এবং বিভিন্ন ক্ষেত্রে সারা দেশেই অক্টোবরে নিয়ম বদল হতে চলেছে। সেক্ষেত্রে ভোটার, আধার, রেশন, জন্ম সারটিফিকেট, গ্যাস, ট্যাক্স ইত্যাদি নানা ক্ষেত্রে যে যে বদল হচ্ছে তা দেখে নেয়া যাক।

দেশজুড়ে অক্টোবরে নিয়ম বদল

প্রতি মাসেই হোক বা বছরে, সময়ের সাথে সাথে সরকারি নানা নিয়মে জনগণের সুবিধার্থে আনা হয়ে থাকে নানা রকমের আপডেট। এর মধ্যে থাকে ভোটার, রেশন, গ্যাস, সরকারি নতুন প্রকল্প, গ্যাসের দাম, তেলের দাম ইত্যাদি নানা ধরণের আপডেট। অক্টোবরে নিয়ম বদল হিসেবে একে একে সব বিষয়ে যা যা বদল হতে চলেছে, সেগুলি জেনে নেয়া যাক।

রেশন কার্ড সংক্রান্ত বদল

রাজ্য সরকার হোক বা হোক কেন্দ্র সরকার, আনা হচ্ছে নানা রকমের বদল। সারা দেশ জুড়ে অক্টোবরে নিয়ম বদল এর তালিকায় প্রথমেই যে বদল সম্পর্কে বলবো, তা হচ্ছে রেশন কার্ড। এই নিয়ম সেপ্টেম্বর থেকেই ঘোষণা করা হয়েছে। পরিবার প্রধানের নাম হিসেবে রেশন কার্ডের মধ্যে উল্লেখ থাকবে কার নাম, এই নিয়ে ঝামেলার অবসান হতে চলেছে রাজ্যে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে চালু হয়ে থাকা নতুন এই নিয়মে এবার থেকে নিজের রেশন কার্ডে পরিবার প্রধানের নাম না উল্লেখ করলেও চলবে। সেক্ষেত্রে রেশন কার্ডের এই পরিবার প্রধানের নাম বদল করার জন্য আবেদন করতে পারবেন।

দুয়ারে দলিল প্রকল্প

এবারে অক্টোবরে নিয়ম বদল এর মধ্যে থাকছে দুয়ারে দলিল প্রকল্পের নতুন ভাবনা। রাজ্যের মানুষের জমি, পরচা, দলিল সংক্রান্ত বিষয়ে থাকে নানা রকমের সমস্যা। এবারে এই সমস্ত বিষয়ে সমস্ত সমস্যার সমাধান করা যাবে ঘরে বসেই। এমনই ভাবনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবারে বাড়ির দরজাতেই মিলবে সম্পত্তির দলিল। এই পরিষেবা চালু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই খবর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দুয়ারে দলিল প্রকল্প, ঘরে বসেই মিলবে দলিল, ট্যাক্স সহ সকল পরিষেবা! এভাবে আবেদন করুন।

ভোটার আধার সংক্রান্ত বদল

এবারের অক্টোবরে নিয়ম বদল এর তালিকায় থাকছে ভোটার এবং কার্ডের আপডেট। এবার থেকে আর ভোটার তালিকাতে নাম তুলতে বাধ্যতামূলক থাকছে না আধার কার্ড। নিজের কার্ডের সমস্ত রকমের সংশোধনের ক্ষেত্রেও বাধ্যতামূলক নয় আধার কার্ড। নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ভোটার কার্ডের সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডের নম্বর উল্লেখ করার ঘর তুলে দেওয়া হচ্ছে ৬ নম্বর এবং ৬বি নম্বর ফর্ম থেকেও।

সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে, আধার জালিয়াতি করার মাধ্যমে অনেকের ব্যাঙ্ক থেকেই উধাও হচ্ছে টাকা। ভোটার হিসেবে নিজেদের নাম তুলতে গিয়ে আধার এর তথ্য লিখে দিলে জালিয়াতির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছিলেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি জি নিরঞ্জন। আর এবারে বদল আনা হচ্ছে এই বিষয়ে।

ট্যাক্স ব্যবস্থার নিয়ম বদল

নতুন মাসে অক্টোবর থেকে আনা হচ্ছে এই নিয়ম বদল। সেক্ষেত্রে অক্টোবরে নিয়ম বদল এর তালিকায় থাকছে মোদী সরকারের এই বড় বদল। এক্ষেত্রে টিসিএস এর নতুন হার পয়লা অক্টোবর থেকে চালু হতে চলেছে। বিদেশী স্টক, মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টো কারেন্সি, আন্তর্জাতিক ভ্রমণ ইত্যাদি বিষয়ে নির্দিষ্ট মাত্রার বেশি লেনদেন হলেই  টিসিএস তথা Tax Collection at Source জমা করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরাসরি মুখ্যমন্ত্রী নামে চালু হল নতুন সুবিধা! ২৪ ঘণ্টায় মিলবে সমাধান, দেখুন।

সরাসরি মুখ্যমন্ত্রী

রাজ্যবাসীর জন্য এই সেপ্টেম্বরে চলে এলো দারুণ এক সুখবর! এবারে সরাসরি মুখ্যমন্ত্রী নামে নতুন ধরণের সুবিধা চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে। সারা রাজ্যের মানুষের মিলবে এই নতুন সুবিধা। রাজ্যের মানুষের কাছে …

সরাসরি মুখ্যমন্ত্রী নামে চালু হল নতুন সুবিধা! ২৪ ঘণ্টায় মিলবে সমাধান, দেখুন।বিস্তারিত দেখুন!

জন্ম সার্টিফিকেট সংক্রান্ত বদল

নতুন নিয়মে জন্ম সার্টিফিকেট সংক্রান্ত বদল আসতে চলেছে। সেক্ষেত্রে অক্টোবরে নিয়ম বদল হিসেবে এই নিয়ম সারা দেশ জুড়ে হতে চলেছে। এই বার্থ সার্টিফিকেট ব্যবহার করা যাবে বেশ কয়েকটি ক্ষেত্রে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
  • ড্রাইভিং লাইসেন্স তৈরি
  • ভোটার কার্ডের আবেদন, সংশোধন
  • আধার তৈরি
  • বিবাহ রেজিস্ট্রি
  • সরকারি চাকরী ইত্যাদি ক্ষেত্রে এই Birth Certificate ব্যবহার করা যাবে।

বিনামূল্যে LPG কানেকশনের নিয়ম বদল

সারা দেশ জুড়ে কেন্দ্রের নিয়মে ইতিমধ্যেই রান্নার LPG গ্যাসের দাম কমানো হয়েছে এক ধাক্কায় ২০০ টাকা। এর সাথে সাথেই অক্টোবরে নিয়ম বদল হিসেবে নতুন কানেকশনের ক্ষেত্রেও আনা হয়েছে নতুন চমক। ৭৫ লক্ষ মহিলাদের দেওয়া হবে বিনামূল্যে LPG কানেকশন। এক্ষেত্রে সময়সীমা নেওয়া হয়েছে আগামী ৩ বছর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন শুরু হয়েছে। সহজ উপায়ে আবেদনের পদ্ধতি জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন গুলি।

স্মার্ট ইলেক্ট্রিক মিটার বসানোর তোড়জোড় পশ্চিমবঙ্গে! খরচ কত, দেখুন।

অক্টোবরে নিয়ম বদল হিসেবে এই বিষয়গুলি আপনাদের কতটা উপকারে এলো তা আমাদের জানাতে পারেন কমেন্টে। এছাড়া প্রতিবেদন ভালো লাগলে ওপরে থাকা স্টার দিয়ে আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। সকলে সময় থাকতে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।