একাধিক নিয়ম বদল মার্চে, দেখে রাখুন একে একে!

Rules Changed in March

নিজস্ব প্রতিবেদনঃ প্রতি মাসেই বদল আসে একাধিক নিয়মে (Rules Changed in March)। মার্চেও তার কোন রকম ব্যাতিক্রম ঘটে নি। জিএসটি থেকে শুরু করে ফার্স্ট ট্যাগ কে ওয়াই সি, বদল হয়েছে একাধিক নিয়মে। মার্চই হচ্ছে ২০২৩-২০২৪ আর্থিক বছরের শেষ মাস। তাই বিষয়গুলি একে একে দেখে নেয়া যাক।

6 Rules Changed in March 2024

(১) ব্যবসায়ীদের জিএসটি সংক্রান্ত নয়া নিয়ম জারি (Rules Changed in March)। সেক্ষেত্রে কোন ব্যবসায়ী যদি ৫ কোটি টাকার বেশি টার্ন ওভার তৈরি করে, তাহলে তাদের বিটুবি লেনদেন এর জন্য প্রথমে ই-ইনভয়েস অন্তরভুক্ত করতে হবে। এরপরেই ই-ওয়ে বিল বানানো যাবে।

(২) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে গ্রাহকদের পাঠানো হচ্ছে ই-মেইল। সেক্ষেত্রে এসবিআই ক্রেডিট কার্ড এর ক্ষেত্রে আনা হচ্ছে নিয়ম বদল। এবার থেকে ন্যূনতম দিনের বিলের হিসেব করার পদ্ধতি বদল করা হবে। এই নিয়ে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন দেখে নেবার অনুরোধ রইল।

(৩) এনএইচএআই (NHAI) এর তরফ থেকে ফার্স্ট ট্যাগ এর কেওয়াইসি (KYC Update) এর শেষ সীমা বারিয়েছে আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত। এবার থেকে এই আপডেট করা বাধ্যতামূলক। নাহলে ব্যবহার করতে পারবেন না এই সুবিধা।

(৪) পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়ে করা আরবিআই এর দেওয়া সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁরা যেন নির্দিষ্ট তারিখের মধ্যেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকেন।

(৫) এই মার্চ মাসে রাজ্যের ব্যাঙ্ক গুলিতে ছুটি থাকছে গত ফেব্রুয়ারী মাস থেকে একটু বেশি। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে ১৪ দিন ছুটি থাকতে চলেছে ব্যাঙ্ক। রাজ্যে কি শিবরাত্রি, গুড ফ্রাইডে আর দোল উপলক্ষ্যে থাকবে ব্যাঙ্ক ছুটি! বিস্তারিত পড়ে দেখুন প্রতিবেদন। লিঙ্ক নিচে।

আরও দেখুন, মার্চে রাজ্যের ব্যাঙ্কে শিবরাত্রি, গুড ফ্রাইডে আর দোলে ছুটি নাকি খোলা! দেখুন

গ্যাসের দাম ও সরকারি কর্মীদের ডিএ বদল

(৬) গ্যাসের দাম বেড়ে গেল মার্চে। সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম একই থাকলেও বানিজ্যিক গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ২৪ টাকা। আজকের দিনে কোলকাতায় বানিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১৯ কেজি সিলিন্ডারে ১৯১১ টাকা যা গত ফেব্রুয়ারী মাসে ছিল ১৮৮৭ টাকা।

(৭) পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য নবান্ন থেকে প্রকাশিত হয়েছে মেমোরেন্ডাম। সেক্ষেত্রে কাদের মিলবে বর্ধিত হারে ডিএ! সবাই পাবেন কিনা, নিচের লিঙ্কে গিয়ে পড়ে নিতে পারেন।

আরও পড়ুন, রাজ্যের সরকারি কর্মীদের ডিএ, ফের জারি হল নবান্নের বিজ্ঞপ্তি! দেখুন

এমন ধরণের নানা গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। প্রতিবেদন সম্পর্কে মতামত জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Kolkata.

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপজয়েন করুন
আমাদের ফেসবুক পেজফলো করুন
google নিউজে ফলো করুনফলো করুন

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল