আধার আর প্যান শুনেছেন, তবে আপার কার্ড! কেন্দ্রের নতুন সংযোজন, দেখুন।

নিজস্ব প্রতিবেদনঃ আবার এক নতুন কার্ড, APAAR Card! আধার হোক বা প্যান থাকা সত্ত্বেও নতুন আরও একটি কার্ডের দরকার পড়বে এবারে। অনেকেই হয়তো এটা জানেন যে, কিছুদিন আগেই বহু ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক নথি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তবে এবারে আরও একটি নতুন কার্ডের সংযোজন হতে চলেছে। কীভাবে কি করতে হবে, কাদের জন্য এই কার্ড, এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক।

ভারতবর্ষের মানুষের কাছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে আরও অনেক রকম কার্ড রয়েছে। তবে এবারে এই APAAR Card নতুন করেই আসতে চলেছে। কেন্দ্র সরকার (Central Govt) -এর তরফ থেকে ফের এই নতুন কার্ড চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কাদের জন্য চালু হতে যাচ্ছে এই ধরণের কার্ড।

এই “আপার কার্ড” তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার যা শুধুমাত্র স্কুল পড়ুয়াদের জন্যই তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে পড়ুয়াদের এই ধরণের কার্ড তৈরি করার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে একটি কথা জানিয়ে রাখি যে, এক্ষেত্রে অভিভাবকদের মতামত নিয়েই APAAR Card তৈরি করা হবে। সেক্ষেত্রে এই কার্ড তৈরি করা বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে ABC Card কিন্তু বাধ্যতামূলক। কারণ এই কার্ড করা না থাকলে কলেজে ভর্তি সম্ভব নয়।

আগামী পুজোর ছুটির আগেই অর্থাৎ ১৮ অক্টোবর তারিখের মধ্যেই যাদের যাদের নোটিস পাঠানো হয়েছে তাদের বিদ্যালয়ের অভিভাবকদের সাথে মিটিং করে নেবার কথাও জানানো হয়েছে। এই “আপার কার্ড” করার সুবিধা গুলি একে একে দেখে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • পড়ুয়াদের শিক্ষা জীবনের শুরু থেকেই সমস্ত আপডেট ডিজিটাল ভাবে নথিভুক্ত থাকবে।
  • আধার কার্ডের থেকে অনেক তথ্য এখানে আপডেট থাকবে।
  • পড়ুয়াদের রক্তের গ্রুপ, ওজন, উচ্চতা ইত্যাদি বিষয়গুলিও এখানে আপডেট থাকবে।
  • স্কুলের U-DISE পোর্টালে এই সকল তথ্যের আপডেট থাকবে।
  • সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও এই পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন, পড়ুয়াদের জন্য নয়া স্কলারশিপ, ঘোষণা করলেন মমতা! মাসে মাসে ৫০০ টাকা।

এই APAAR Card -এর অর্থ হচ্ছে Automated Permanent Academic Account Registry, যা অপরদিকে “One Nation One Student ID” হিসেবেও পরিচিত হবে। এক্ষেত্রে পড়ুয়াদের শিক্ষা জীবনে প্রবেশের থেকে শুরু করে শেষ পর্যন্ত শিক্ষা সঙ্ক্রান্ত নানা আপডেট থাকবে। এক্ষেত্রে পড়ুয়ারা নিজেদের এই কার্ডের মাধ্যমে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে এক ক্লিকেই। এক্ষেত্রে এক স্কুল থেকে অন্য স্কুলে গেলেও আর নিজের পড়াশোনার তথ্যের জন্য ঘুরতে হবে না বারবার। এই বিষয়ে আরও জানতে নজরে রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলি। নতুন নতুন আপডেট বাংলায় পেতে হবে দেখতে থাকুন। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।