ফিক্সড ডিপোজিটে টাকা রাখবেন? জেনে নিন কিভাবে মিলবে দ্বিগুণ টাকা

নিজস্ব প্রতিবেদনঃ Fixed Deposit নিয়ে দারুণ খবর! ফিক্সড ডিপোজিট করে টাকা জমাতে চান? তার আগে জেনে নিন কোন ব্যাঙ্কে টাকা FD করলে পেতে পারেন দ্বিগুণ রিটার্ন।পরিশ্রমের অর্থ বিনিয়োগ করে দ্বিগুণ রিটার্ন পেতে কে না চান! একাধিক বিকল্প থাকলেও ব্যাঙ্কে টাকা রাখার ক্ষেত্রে এখনও মানুষের নির্ভরযোগ্যতা কাজ করে। সেক্ষেত্রে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা FD অ্যাকাউন্টের মাধ্যমে টাকার বিনিয়োগ করেন গ্রাহক। তবে এই FD অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই জেনে রাখা দরকার ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট। কারণ ব্যাংক ভিন্ন হওয়ার পাশাপাশি ইন্টারেস্ট রেটও বদলে যায়। আজকের এই প্রতিবেদনে আপনার জন্য ফিক্সড ডিপোজিটে অর্থ জমানোর সুলুক সন্ধান।

ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) জন্য কোন ব্যাঙ্কে টাকা রাখা সবচেয়ে লাভজনক? জেনে নিন দেশের অধিকাংশ ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের উপর সুদ কমিয়েছে। তাই সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি নানান ক্ষেত্রে টাকা জমা রাখছেন সাধারণ মানুষ। সরকারি ও বেসরকারি ব্যাংকের FD অ্যাকাউন্টের নিয়মাবলী আলাদা। পার্থক্য রয়েছে ইন্টারেস্ট রেটেও। তবে সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, সমস্ত ব্যাঙ্কের মধ্যে ছোট ফিনান্স ব্যাংকগুলিতে এফডি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট সবচেয়ে বেশি। এর মধ্যে পড়ছে প্রাইভেট সেক্টর ব্যাংক, DCB ব্যাংকগুলি।

এছাড়া জনপ্রিয় বেসরকারি ব্যাংক যেমন, HDFC ও ICICI-এর মতো ব্যাংকগুলিতেও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে ভালো ইন্টারেস্ট রিটার্ন দেয়। স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হারও যথেষ্ট ভালো। দেশের প্রবীণ নাগরিকরা এই ব্যাংকগুলিতে টাকা বিনিয়োগ করে প্রায় ৭ থেকে ৯ শতাংশ হারে সুদ পেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক সেরা পাঁচ ব্যাঙ্কের তালিকা ও সেখানকার ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট।

1. ICICI BANK:
আইসিআইসিআই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 3.50% থেকে 7.65%। আর সাধারণ মানুষদের জন্য ইন্টারেস্ট রেট 3% থেকে 7.1%।
2. HDFC BANK:
এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট 3% থেকে 7.20%। সেখানে সিনিয়র সিটিজেনদের এফডি অ্যাকাউন্টে HDFC ব্যাংক দিচ্ছে 3.5% থেকে 7.75% হারে সুদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

3. State Bank of India:
দেশের জনপ্রিয় স্টেট ব্যাংকে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 3.5% থেকে 7.6%। সেখানে অন্যান্য গ্রাহকদের জন্য ইন্টারেস্ট রেট 3% থেকে 7.10%।
4. DCB BANK:
DCB ব্যাঙ্কে গ্রাহকদের এফডি অ্যাকাউন্টে 3.75 থেকে 7.9 শতাংশ হারে সুদ দেয়। আর প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 4.25 থেকে 8.50 শতাংশ।
5. IDFC BANK: 
আইডিফসি ব্যাঙ্কে গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 3.50% থেকে 7.75 শতাংশ। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন 4 শতাংশ থেকে 8.25 শতাংশ ইন্টারেস্ট রেট।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।