আয়ের দারুণ পথ, এভাবে বিনিয়োগ করলেই মালামাল হবেন আপনিও! টিপস দেখুন, জেনে রাখুন

নিজস্ব প্রতিবেদনঃ ব্যাঙ্কে বা পোস্ট অফিসে তো অনেকেই টাকা রাখেন। তবে এমন আরও সুযোগ রয়েছে যেখানে আর্থিক বিনিয়োগ করলে মিলবে আরও বেশি লাভ। আপনি কি একজন ইনভেস্টর! আর্থিক বিনিয়োগ করে সুরক্ষিত থেকেই বেশি বেশি মুনাফা পেতে চান, তাহলে দেখুন PPF VS SIP. কথায় আর কীভাবে বিনিয়োগ করলে আপনি পেতে পারেন সবথেকে বেশি লাভ, দেখুন।

Better Investment in PPF VS SIP

পিপিএফ ও এসআইপিতে(PPF VS SIP) বিনিয়োগের আগে ইনভেস্টরদের প্রশ্ন থাকে যে, কোনটা বেশি লাভজনক আর কোথায় রিটার্ন বেশি মিলবে। আসুন জেনে নিই পরিসংখ্যান, কোথায় লাভ বেশি। উপার্জনের টাকা বিনিয়োগের আগে একাধিক প্রশ্ন থাকে বিনিয়োগকারীদের। যার মধ্যে অন্যতম হল টাকা বিনিয়োগে কোথায় লাভ বেশি, আর টাকা বিনিয়োগ কোথায় বেশি নিরাপদ।

টাকা বিনিয়োগের জন্য PPF আর SIP দুটোর জনপ্রিয়তাই যথেষ্ট। তবে এখানেও একটি প্রশ্ন থাকে ইনভেস্টারদের। বেশি রিটার্ন কোথায় মেলে? পিপিএফ-এ নাকি এসআইপি-তে? আসুন আজকের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পিপিএফ (PPF) আর এসআইপির (SIP)-র মধ্যে কোনটা বেশি লাভজনক তা বোঝার জন্য মূলত দুই ক্ষেত্রের বিষয়েই একটু জেনে নেওয়া দরকার। পিপিএফ(PPF)- পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করা বিনিয়োগকারীদের বিশেষ পছন্দ। কারণ এখান থেকে রিটার্ন আসে যথেষ্ট বেশি।

বিনিয়োগকারী যদি দৈনিক ২০০ টাকা করে জমা করেন, তবে মাসে তাঁর সঞ্চিত অর্থের পরিমাণ হবে ৬ হাজার টাকা। এই অর্থ যদি বিনিয়োগকারী তাঁর ষাট বছর বয়স পর্যন্ত জমাতে পারেন, তবে রিটার্নে আসবে বিরাট অঙ্কের অর্থ। পরিসংখ্যান বলছে, বিনিয়োগকারীর তহবিলে জমা পড়তে পারে ৭২ হাজার টাকা। সঙ্গে পাবেন ১,৫০,০০০ টাকার আয়কর ছাড়। বিনিয়োগকারী যদি ২০ বছর ধরে প্রতিদিন ২০০ টাকা বিনিয়োগ করেন, তবে ৩১ লক্ষ ৯৫ হাজার ৯৭৮ টাকা রিটার্ন পাবেন। কিন্তু একটানা ২৫ বছর বিনিয়োগে ইনভেস্টারের অর্থ কোটির ঘরে নাও পড়তে পারে। কিন্তু SIP-এর মাধ্যমে কি এটা সম্ভব? চলুন জেনে নিই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও দেখুন, ব্যাঙ্ক গুলিতে শনিবারের ছুটি সংক্রান্ত বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র! কবে থেকে শুরু, দেখুন

এসআইপি (SIP)- বিনিয়োগকারী যদি প্রতি মাসে ছয় হাজার টাকা একটানা ২৫ বছরের জন্য একটি মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP)-তে জমা করেন, সঙ্গে এসআইপির নিয়ম অনুসারে ১০ শতাংশ করে রিটার্ন পান, তাহলে মেয়াদপূর্তির পর তাঁর বিনিয়োগ করা অর্থের মোট মূল্য দাঁড়াবে মোট ৮০ লক্ষ ২৭ হাজার ৩৪২ টাকা। তবে বিনিয়োগকারী যদি তাঁর বিনিয়োগে ১২-১৫ শতাংশ রিটার্ন ও লাভ পান তবে তিনি প্রায় ২ কোটির তহবিল জমার সুযোগ পাবেন। কারণ ১২ শতাংশের লাভ অনুসারে ইনভেস্টারের ২৫ বছরে পরিমাণ হবে ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৮১১ টাকা। আর ৩০ বছরে এর পরিমাণ হবে ২ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৪৮৩ টাকা। এই পরিসংখ্যান থেকেই বলা যায়, পিপিএফ এর চাইতে এসআইপিতে বিনিয়োগ করলে তা বেশি লাভজনক হবে বিনিয়োগকারীর জন্য। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।