নিজস্ব প্রতিবেদনঃ প্রকৃতির নানা খেলা, কখনো ঠান্ডা আবার কখনো প্রখর রৌদ্র, অত্যধিক গরম। এর মাঝেই কখনো বা চলে আসে কোন এক মহামারী। তবে স্বাভাবিক ভাবে গরমের প্রছন্ড দাবদাহে প্রতি বছরই যেন বিদ্যালয়ে গরমের ছুটির তালিকা অলিখিতভাবেই প্রসারিত হয়। এছাড়া থাকে অনেক পালনীয় ছুটি। এমন নানা বিষয় গুলি বদল করে এক নতুন ধরণের ছুটির তালিকার (WB School Holiday List 2024) কথা জানিয়ে দাবীপত্র পাঠালো শিক্ষক সংগঠন। তবে সেক্ষেত্রে এই নতুন দাবীতে কতটা উপকৃত হবেন পড়ুয়ারা! কী কী বলা হয়েছে সেই দাবীতে, জানতে দেখুন আজকের এই প্রতিবেদন।
ইতিমধ্যেই রাজ্যের সরকারি কর্মীদের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। তবে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনো কোন ছুটির সম্ভাব্য তালিকা প্রকাশিত হয় নি। এর আগেই বিভিন্ন যুক্তি সহকারে পঠন পাঠনের কোন রকমের ক্ষতি সাধন না করে বেশ কিছু দাবী জানালো শিক্ষক সংগঠন। দাবী জানিয়েছে, “অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” (WBPGTA) নামক শিক্ষক সংগঠন। দাবী জানিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা কমিশনার এবং রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে। তাদের দাবীতে যা যা বলা হয়েছে তা একবার চোখ বুলিয়া নেয়া যাক।
Demand of School Holidays extension in New Holiday List 2024
প্রতি বছরই যখন আকস্মিক ছুটির প্রয়োজন পড়ে অত্যধিক গরমের কারণে, সেহেতু আগে থেকেই এই গরমের ছুটিকে তালিকাভুক্ত (WB School Holiday List 2024) করে দিলে পঠন পাঠন, সিলেবাস, পরীক্ষা এই গোটা বিষয়টি আরও বেশি সুসংগঠিত করে তোলা সম্ভব। এবারে তাদের দাবীতে ৯০ দিনের ছুটির কথা উঠে এসেছে। অনেক আগে অবশ্য ৮৫ বা ৯০ দিনের ছুটির তালিকা ছিল রাজ্যের স্কুল গুলি জন্য। কিন্তু ধীরে ধীরে লিস্টে তা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে লিস্টেড স্কুল হলিডে এর খাতায় সারা বছরে মাত্র ৬৫ দিনের ছুটি। তবে গরমের ছুটি যুক্ত করলে তা বেড়ে যায় অনেকটাই।
অপরদিকে আবার কেন্দ্রের নিয়ম, “Right to Education Act” অনুসারে বছরে ১০০০ ঘন্টা স্কুলের পঠন পাঠন চালু করার সাথে সাথেই প্রতি শনিবার ছুটির দাবী জানিয়েছেন তারা। তাঁর কারণ হিসেবে বলা হচ্ছ যে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকা অফিস যেমন – শিক্ষা দপ্তর, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ডিআই, এডিআই, এসআই, এআই এর অফিস গুলি শনিবারে ছুটি থাকে। এছাড়া বিভিন্ন ছুটি হিসেবে প্রজাতন্ত্র দিবস, নেতাজীর জন্মদিন পালন, স্বাধীনতা দিবস গুলিতে ছুটি না দিয়ে সার্বজনীয় পালনীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবী জানানো হয়েছে। কারণ দিন গুলিতে স্কুলে স্কুলে পড়ুয়াদের সংখ্যা থাকে অনেক কম।
শিক্ষা দপ্তরের কাছে পেশ করা দাবী গুলি দেখুন
শিক্ষা দপ্তরে কাছে WB School Holiday List 2024 এর ক্ষেত্রে সংশোধনের নিমিত্তে যে যে দাবী গুলি পেশ করা হয়েছে –
১) অত্যধিক গরমের কারণে বার্ষিক ছুটি ৬৫ থেকে বাড়িয়ে একবারে ৯০ দিন করে দেয়া হোক।
২) বিভিন্ন পালনীয় দিন গুলি লিস্টে ছুটি থাকলেও আবার পালনীয় করার কথা বলা হয়ে থাকে। এই দিন গুলিকে সার্বজনীন পালনীয় করে দেয়া।
৩)শিক্ষার সাথে যুক্ত অফিস গুলির মতোই শনিবার ছুটির দাবি।
৪) সাম্প্রতিক RTE Act অনুসারে ১০০০ ঘন্টার বেশি এডুকেশন এর সময় (Education Hour) রাখতে হবে। স্কুলের ছুটির সময় ৪ টা করার কথাও বলা হয়েছে।
আগামী বছর তথা ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা “(Vide Memo No 6112-F(P2)” অনুসারে, রাজ্যের সরকারি কর্মীদের ছুটি হিসেব করলে দেখা যায় যে, আগামী ২০২৪ সালে সরকারি অফিস গুলি ছুটি থাকবে (৪৩+৫২)= ৯৫ দিন। অপরদিকে বিদ্যালয় গুলিতে ছুটি থাকছে (৬৫-০৩)= ৬২ দিন। অর্থাৎ তুলনামূলক কম ছুটি পান রাজ্যের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা। কিন্তু জনমানসে এর ধারণা ঠিক উল্টো। কারণ অনেকেই মুখেই শোনা যায় যে, “স্কুলে শুধু ছুটি আর ছুটি”! অনেকে মনে করেন যে ছাত্র, শিক্ষক-শিক্ষিকারা সরকারি কর্মীদের থেকে অনেক বেশি ছুটি উপভোগ করে।
আরও পড়ুন, নতুন নিয়মে এবারের মাধ্যমিক! প্রশ্নপত্র ফাঁস আটকাতে পদক্ষেপ নিল WBBSE
তাঁদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ২০২৪ সালের স্কুল ছুটির তালিকাতে স্কুলে স্কুলে ৯০ দিনের ছুটি এবং এর সাথে ৫২ টি রবিবার ছুটি দেওয়া হোক। এতে মোট কার্যদিবস ১৮৪ দিন। এছাড়া স্কুলের পঠনপাঠনকাল হচ্ছে সকাল ১০ টা ৪০ মিনিট থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়কে কমিয়ে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত করার দাবী করেছে সংগঠন। হিসেবে দেখা যায় যে, এই নিয়মে চললেও ১০০০ ঘন্টার বদলে ১০৫৮ ঘন্টা হচ্ছে পঠন পাঠন। এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। শিক্ষা, সার্ভিস রুল, স্কুল কলেজ ইত্যাদি বিষয়ে আপডেট পেতে সঙ্গে থাকুন, যুক্ত থাকুন WhatsApp গ্রুপে। ধন্যবাদ।
Written by Joy Halder.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন