নিজস্ব প্রতিবেদনঃ ব্লু আধার কার্ড (Blue Aadhaar) চালু করল কেন্দ্রীয় সরকার। মূলত পাঁচ বছরের নিচে থাকা শিশুদের জন্য এই আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এই আধার কার্ডের মাধ্যমে মিলবে বেশ কিছু সুবিধা।
ভারতীয় নাগরিকদের ডিজিটাল পরিচয়পত্র হিসেবে UIDAI পরিচালিত আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, চাকরীক্ষেত্র থেকে সরকারি সুযোগ সুবিধা সমস্ত ক্ষেত্রেই আধার কার্ড ছাড়া অচল মানুষ। নানান সরকারি ও বেসরকারি পরিষেবা পাওয়া ও প্রয়োজনীয় ডকুমেন্ট স্বরূপ আধার কার্ড সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আধার কার্ডের গঠন সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা রয়েছে জনসাধারণের।
কিন্তু জানেন কী সম্প্রতি এক নতুন ধরণের আধার কার্ড চালু করেছে সরকার? এই নতুন আধার কার্ডের নাম ‘ব্লু আধার কার্ড’। কাদের জন্য এই আধার কার্ড? কী কী সুবিধা মিলবে এতে? একনজরে (Brief Details) জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
ভারতে প্রচলিত আধার কার্ডটির ধরণ তিনরঙা জাতীয় পতাকার মতো। এই আধার কার্ড ব্যবহার করে থাকি আমরা। কিন্তু এবার এক নতুন ধরণের আধার কার্ড প্রচলন করেছে সরকার। এই আধার কার্ডের রঙ নীল বা ‘ব্লু’। এই পাঁচ বছরের নিচে থাকা শিশুদের জন্য এই আধার কার্ডকে (Blue Aadhaar) আবশ্যক করা হয়েছে। বেশি বয়সীদের সঙ্গে শিশুদের আধার কার্ডের ধরণ বেশ কিছুটা আলাদা রাখা হয়েছে।
ব্লু আধার কার্ড (Blue Aadhaar) কেন আর কীভাবে বানাতে হয়
ব্লু-আধার কার্ড তৈরি করবেন কিভাবে?
শিশুদের ব্লু-আধার কার্ড নির্মাণের জন্য অনলাইনে UIDAI-এ একটি অ্যাপয়েনমেন্ট বুকিং করতে হবে। তারপর নির্দিষ্ট দিনে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার কার্ডের জন্য আবেদন জানাতে হবে। আধার কার্ড নির্মাণের জন্য শিশুর ফিঙ্গার প্রিন্টের পরিবর্তে ব্যবহার করা হবে বাবা মায়ের ফিঙ্গার প্রিন্ট। শিশুর পাঁচ বছর বয়স হয়ে গেলে শিশুর ফিঙ্গার প্রিন্টের সংযুক্ত করে নতুনভাবে আধার কার্ড বানিয়ে নিতে হবে।
আরও পড়ুন, কার্ড ভেরিফাই করতে বাড়িতেই যাবেন আধার অফিসার, নিয়ম দেখুন
Blue Aadhar Card এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
1) জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট,
2) পিতামাতার আধার কার্ড,
3) ঠিকানার প্রমাণপত্র,
4) স্কুল আইডি (যদি শিশু স্কুলে ভর্তি হয়)।
কী কী সুবিধা মিলবে?
ব্লু আধার কার্ডের মাধ্যমে শিশু স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এই আধার কার্ডের মাধ্যমে প্রয়োজনে মেডিক্যাল ফেসিলিটি পাওয়া যাবে। তাছাড়া এই ব্লু-আধার কার্ড শিশুর একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন