BSNL Recharge 397: মোবাইল রিচার্জে দারুণ অফার! 30 দিন মিলবে ফ্রি ভ্যালিডিটি, দেখুন।

এবারে BSNL গ্রাহকদের জন্য চালু হল দারুণ সুযোগ! আপনি যদি হয়ে থাকেন BSNL -এর একজন গ্রাহক, তাহলে এবারে BSNL Rechage 397 -অফারে মিলছে 30 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি। এই অগ্নিমূল্য বাজারে এই অফার যেন এক উপরি পাওনা। দেশে চলতে থাকা জিও, এয়ারটেল হোক বা হোক VI, এমন সস্তা অফার একমাত্র ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL বরাবরই দিয়ে থাকে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে জেনে নেয়া যাক।

দিন দিন মোবাইলের রিচার্জের দাম বেড়েই চলেছে। আর বর্তমানে অপরিহার্য হয়ে গেছে এই মোবাইল নাম্বার। কারণ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের নানা স্কলারশিপ এর টাকা লেনদেন হয় ব্যাঙ্কে। আর ব্যাঙ্কের ক্ষেত্রে OTP জরুরী। অপরদিকে আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদিতেও অতি জরুরী এই মোবাইল নাম্বার। তাই অনেকেরই দরকার পড়ে না বেশি বেশি ইন্টারনেট ব্যবহারের। তাদের শুধুমাত্র BSNL Recharge 397 করলেই সব কাজ মিটে যাবে।

মোবাইলে BSNL Recharge 397 -এর সুবিধা

এই BSNL Recharge 397 প্ল্যানের সাহায্যে আনলিমিটেড ভয়েস কল করা যাবে স্থানীয়, STD অথবা রোমিং কলে। এর সাথে সাথে রিচার্জের পর থেকে 30 দিনের জন্য 2GB/দিনে করা যাবে ইন্টারনেট। এরপর থেকে 40 কেবিপিএস-এর গতি কমিয়ে আনা হবে। প্রতিদিন 100 টি করে SMS পাঠানো থেকে শুরু করে প্রথম 30 দিনের জন্য লোকধুন সামগ্রী এবং বিনামূল্যে PRBT ব্যবহার করা যাবে।

সমস্ত বিনামূল্যের শুধুমাত্র প্রথম 30 দিনের জন্য বৈধ। প্ল্যানের স্বাভাবিক মেয়াদ 150 দিন। তবে যদি আগামী 14 সেপ্টেম্বর তারিখের আগে রিচার্জ করা হয়, তবে পাওয়া যাবে অতিরিক্ত আরও 30 দিনের জন্য অতিরিক্ত ভ্যালিডিটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL -এর বাম্পার অফার, শেষ তারিখ 14 সেপ্টেম্বর, 2023

এই BSNL Recharge 397 প্ল্যান দিনে যদি কোন BSNL গ্রাহক আগামী 14 সেপ্টেম্বর তারিখের মধ্যে নিজের মোবাইলে রিচার্জ করে নেন, তাহলে তিনি এই প্যানের সমস্ত সুবিধা তো পাবেনই। এর সাথে সাথে অতিরিক্ত ফ্রি সুবিধা হিসেবে মিলবে আরও 30 দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবার অসাধারণ সুবিধা। তাহলে আর দেরী না করে আজই রিচার্জ করে নিন এই BSNL Recharge 397 প্ল্যান। তবে প্রয়োজনে আপনি BSNL এর কাস্টমার কেয়ার এর সাথে প্ল্যান সম্বন্ধে জেনে নিতে পারেন।

এই প্ল্যান দিয়ে রিচার্জ করার পর 30 দিন হয়ে গেলে Incoming Call এর সুবিধা থাকবে। তবে Outgoing Call করতে গেলে আপনাকে আলাদা করে মেন ব্যালেন্স নিতে হবে। সেক্ষেত্রে কয়েকটি রিচার্জ প্যাক দেওয়া হল। এর সাথে সাথে Call Rate কমাতেও কয়েকটি প্ল্যানের বিষয়ে বলা হচ্ছে। এগুলি আপনার বিশেষ কাজে লাগতে পারে।

Full Talk Time রিচার্জ প্ল্যান

যদি আপনি এই BSNL Recharge 397 প্ল্যান ব্যবহার করেন, তাহলে আপনার প্রথম 30 দিন ফ্রি সুবিধা পাবার পর যদি কলিং করার দরকার পড়ে, তাহলে আপনাকে একটি Talk Time রিচার্জ করে নিতে হবে। সেক্ষেত্রে 220 টাকার রিচার্জ করলে পাবেন 220 টাকার ফুল টকটাইম। এছাড়াও আপনি অল্প রিচার্জ করার দরকার হলে 10 টাকাও রিচার্জ করতে পারেন। সেক্ষেত্রে মিলবে 7.47 টাকার Talk Time.

BSNL এর বেস্ট রেট কাটার প্ল্যান
এর সাথে সাথে 30 দিন পেরিয়ে যাবার পর যদি আপনি এর সাথে 48 টাকা দিয়ে রিচার্জ করেন, তাহলে মেইন ব্যালেন্সে পাবেন 10 টাকার টক টাইম। সাথেই আপনার প্রতি মিনিটে কল রেট হয়ে যাবে মাত্র 20 পয়সা। কারণ BSNL Recharge 397 দিয়ে রিচার্জ করলে প্রথম 30 দিন পেরিয়ে গেলে আপনার কল রেট হবে লোকালে প্রতি মিনিটে 1 টাকা করে। এটি কম করতে রিচার্জ করে নিন এই প্ল্যানে।
উপসংহার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পরিশেষে এটা বলা যায় যে, BSNL Recharge 397 প্ল্যান অনেকের জন্যই বেশ কাজের। সাধারণ মানুষ অনেকে আছেন, যাদের শুধুমাত্র নিজেদের মোবাইল নাম্বার সচল রাখলেই চলে। তাতে ইন্টারনেট সুবিধা ততটা দরকারী নয়। তাদের জন্য এই প্ল্যান সব থেকে ভালো। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরধ রইল। প্রতিবেদন ভালো লাগলে ওপরে একটি স্টার রেটিং দিয়ে আমাদের আরও উৎসাহিত করার অনুরোধ রইল।

দুয়ারে সরকার ক্যাম্পে আরও ৪টি নতুন সুবিধা চালু, টাকা সরাসরি একাউন্টে! দেখে নিন।

সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।