BSNL Recharge in March: বিএসএনএল এর দারুণ প্ল্যান – নামমাত্র খরচে, কথা হবে অনায়াশে

নিজস্ব প্রতিবেদনঃ বর্তমানে মোবাইল রিচার্জের দুনিয়াতে সেরা অফার দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL Recharge in March)। মোবাইল এখন নিত্য দিনের সঙ্গী। ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে যাবতীয় সমস্ত রকম কাজে মোবাইলের প্রয়োজনীয়তা রয়েছে প্রচুর। মার্চ মাসের নজরকাড়া প্ল্যান গুলি একে একে দেখে নেয়া যাক।

BSNL Recharge in March 2024

বর্তমানে আমাদের ভারতবর্ষে যে কয়েকটি টেলিকম সংস্থা আছে তার মধ্যে অন্যতম একটি হল বিএসএনএল। বর্তমানে আমাদের দেশে জিও গ্রাহকের সংখ্যা অনেক বেশি হলেও বহুদিনের পুরনো এই টেলিকম সংস্থা এ দেশে নিজের আধিপত্য বজায় রেখেছে। গ্রাহকে সুযোগ সুবিধার জন্য তারাও বিভিন্ন ধরনের নতুন নতুন প্ল্যানের ব্যবস্থা করেছে। দেখে নিন বিএসএনএলের কয়েকটি পপুলার রিচার্জ প্ল্যান এবং সেগুলির সুযোগ সুবিধা সম্পর্কে।

১) ১০৮ টাকা- বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। সেই সঙ্গে থাকবে দৈনিক ১০০টি করে এসএমএস এবং দৈনিক ১ জিবি করে ডেটা। এই প্লেনের বৈধতা থাকবে ২৮ দিন। তবে এটি হচ্ছে এফআরসি (FRC) প্ল্যান।

সাধারণ গ্রাহকদের জন্য রয়েছে ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। এর সুবিধা হিসেবে ভ্যালিডিটি মিলবে ৩৫ দিনের জন্য। এর সাথে সাথে পাওয়া যাবে ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা এবং ২০০ মিনিটের ফ্রি ভয়েস কলিং এর সুবিধা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) ১৫৩ টাকা- এই রিচার্জ প্লানে ২৬ দিনের বৈধতায় গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, দৈনিক একযোগে করে ইন্টারনেট, দৈনিক ১০০টি করে এসএমএস এবং ফ্রি বিএসএনএল টিউন ব্যবহার করার সুবিধা।

৩) ১৮৪ টাকা- ১৮৪ টাকা দিয়ে রিচার্জ করলে বিএসএনএল সিম ব্যবহারকারীরা প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পান। সেই সঙ্গে থাকে আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ টি এসএমএসের সুবিধা। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা থাকে ২৮ দিন।

৪) ১৯৯ টাকা- ১৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি করে এসএমএস ব্যবহারের সুবিধা তো থাকছেই। এই প্রাণের সমস্ত পরিষেবা গুলি গ্রাহকরা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ৩০ দিন।

৫) ৬৬৬ টাকা – এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা ১০৫ দিনের বৈধতা সহ পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ২ জিবি ইন্টারনেট এবং দৈনিক ১০০টি করে এসএমএস ব্যবহার করার বিশেষ সুবিধা। আরও জানতে দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৬) ১১৯৮ টাকা – বিএসএনএল এর যেসব গ্রাহকরা অধিক পরিমাণে ইন্টারনেট ব্যবহার করতে চান তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত উপযোগী। এই প্ল্যানে ৩৬৫ দিন অর্থাৎ সম্পূর্ন ১ বছরের জন্য গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল ও মাসিক ৩০ টি এসএমএসের পাশাপাশি মাসিক ৩ জিবি করে ইন্টারনেট ব্যবহারের সুবিধা।

আরও দেখুন, ভোডাফোনের সেরা অফার, জলের দামে মোবাইল রিচার্জ! এখুনি দেখুন

৭) ১৯৯৯ টাকা – এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে BSNL তার গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০ টি করে এসএমএস প্রদান করার পাশাপাশি মোট ৬০০ জিবি ডেটা ব্যবহার করার সুবিধা দিয়ে থাকেন। এক্ষেত্রেও গ্রাহকরা সম্পূর্ণ সুবিধা টিফিন ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর।

৮) ২৩৯৯ টাকা – এই রিচার্জ প্ল্যান এরও বৈধতা থাকে ৩৯৫ দিন। অর্থাৎ একবার রিচার্জ করলে গ্রাহকরা ১ বছরেরও কিছুটা বেশি সময় এই রিচার্জ প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারেন। গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান এর মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি করে এসএমএস, দৈনিক ৩ জিবি করে ডাটা ব্যবহার করার সুবিধা পেয়ে থাকেন। এমন আরও নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।