Casual Leave: নৈমিত্তিক ছুটির নিয়মে বছরে ১৪ টি CL কারা পাবেন না! অর্ডার দেখুন।

পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা এবং রাজ্য সরকারি কর্মীদের Casual Leave সংক্রান্ত নিয়ম কানুন জেনে রাখা দরকার। অনেকেই সঠিক তথ্যের অভাবে নিজের প্রয়োজনে ছুটি নিতে সমস্যায় পড়েন। রাজ্যের স্কুল শিক্ষক শিক্ষিকাদের নিয়ম গুলি সম্পর্কে আজকের এই আলোচনা। CL তথা Casual Leave সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে জেনে নেয়া যাক। সাথে দেওয়া থাকছে সরকারি বিজ্ঞপ্তির নম্বর।

Casual Leave

বিদ্যালয়গুলির ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা Casual Leave ছাড়াও বিভিন্ন কারণে অনেক রকমের ছুটি পেয়ে থাকেন। স্বাভাবিক ছুটি গুলির পাশাপাশি নিজেদের বিশেষ দরকারে তারা এই ধরনের ছুটি গুলি নিতে পারেন। এই ছুটি গুলির নিয়ম কানুন সকলের জেনে রাখা দরকার। এর মধ্যে রয়েছে নৈমিত্তিক ছুটি (casual leave), বিশেষ নৈমিত্তিক ছুটি (special casual leave), মাতৃত্ব জনিত ছুটি (maternity leave), দত্তক গ্রহণ জনিত ছুটি (child adoption leave), অর্ধ গড় বেতনে ছুটি (leave of half average pay), পরিবর্তিত ছুটি (commuted leave), অসুস্থতা জনিত ছুটি (medical leave)।

এছাড়াও রয়েছে অস্বাভাবিক বিরল ব্যতিক্রমী পরিস্থিতিতে বিশেষ ছুটি (special leave on exceptional circumstances), পরিপূরক ছুটি (compensatory leave), বিনা বেতনে ছুটি (leave without pay), অতিরিক্ত সাধারণ ছুটি (extraordinary leave without pay), সংক্রামক ব্যধিজনিত পৃথকীকরণ ছুটি (quarantine leave), শিশুদের যত্ন নেওয়ার জন্য ছুটি (child care leave), পিতৃত্বকালীন সহ শিশুর প্রতি যত্ন নেবার জন্য ছুটি (paternity cum CCL leave), পূর্বসত্য ছুটি অথবা লিয়েন জনিত ছুটি (lean leave), চাকরিতে যোগদান সংক্রান্ত ছুটি (joining leaves)। আজকের আলোচনা শুধুমাত্র Casual Leave নিয়েই।

দেখুন Casual Leave -এর সরকারি নিয়ম এবং অর্ডার!

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি নং ৪৬/৫৫ তারিখ ১২/০৯/১৯৫৫ অনুযায়ী নৈমিত্তিক ছুটি বছরে ১৫ দিন ছিল। ক) কোন ভ্যাকেশনের (Vacation) আগে বা পরে বা কোন ছুটির আগে/পরে এই ছুটি জুড়ে দেওয়া যাবে না। খ) এই ছুটির আগে পরে বা মধ্যে কোনো সাধারণ ছুটির দিন পরলে সেটি / সেগুলোও ছুটি হিসেবে গণ্য হত। ২৫/০৭/১৯৬৬ তারিখে বিজ্ঞপ্তি নং ১৫/৬৬ অনুযায়ী দ্বিতীয় শর্তটি সংশোধিত হয়েছে। রবিবার, কোন ঘোষিত ছুটি এবং সাপ্তাহিক বিরতির কারণে কোনো ছুটি নৈমিত্তিক ছুটির আগে বা পরে কিংবা মধ্যে পড়লে তা ছুটির সঙ্গে যোগ করা যাবে না এবং অস্থিটির অংশ হিসেবেও ধরা যাবেনা। ১৫/১০/১৯৭৭ তারিখের সরকারি নোটিফিকেশন (15:41. Edn. (S) dt. 15.10.1977) অনুযায়ী নৈমিত্তিক ছুটি সংখ্যা ১৫ থেকে ১৪ তে নামিয়ে আনা হয়েছে। একজন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিদ্যালয় প্রধান একটি ক্যালেন্ডার বছরের ১৪ দিন নৈমিত্তিক ছুটি পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Casual Leave (CL)-সংক্রান্ত স্পষ্ট  ধারণা

  • Casual Leave (CL) বছরে ১৪ টি পাওয়া যায়।
  • একটানা ৬ দিন Casual Leave (CL) নিতে  পারেন। 
  • ৭ দিনের দিন আপনাকে Join করতেই হবে ও সেই সপ্তম দিন Working Day ( কার্য দিবস) হতে হবে। 
  • উদহারণ স্বরূপ , আপনি মঙ্গলবার থেকে ছুটি নিলেন, অতএবমঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি (৬-দিন) হলো, সোমবার আপনাকে অবশ্যই Join করতেই হবে। এবার যদি কোনো কারনে দেখা যায়, সোমবার অন্য কোনো অফিসিয়াল ছুটি আছে, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাকে আগের দিন অর্থাৎ শনিবার Join করতেই হবে।

সাধারণ ছুটির সাথে মিলিয়ে হলেও এই Casual Leave কখনোই একটানা ৭ দিনের বেশি নেওয়া যাবেই না। অন্যথায় তা আর Casual Leave হিসেবে গন্য করা হবে না। অনেকে হয়তো এটা বলতে পারেন যে, রবিবার থেকে রবিবার পর্যন্ত ছুটি নেওয়া যাবে কিনা! এক্ষেত্রে এই ছুটি নেওয়া যাবে না। কারণ এক্ষেত্রে ৭ দিন পেরিয়ে যাচ্ছে। আরও কিছু নিয়ম জেনে নেয়া যাক।

  • সাধারণ ছুটির দিনগুলি Casual Leave (CL) এর সাথে কখনোই যুক্ত হয় না।
  • বিদ্যালয়ে চাকুরীরত Teacher ও Non-teaching Staff -দের ক্ষেত্রে মঙ্গলবার থেকে ছুটি নিয়ে সোমবার Join করলে আপনার 5-টা Casual Leave (CL) হবে।
  • রাজ্য সরকারিStaff -দের ক্ষেত্রে মঙ্গলবার থেকে ছুটি নিয়ে সোমবার Join করলে 4-টা Casual Leave (CL) হবে , কারণ রাজ্য সরকারি Staff -দের শনি ও রবি দু’দিন সরকারি ছুটি থাকে।
  • কোনোধরনের ছুটিই সরকারি কর্মীদের অধিকার নয়।

কিভাবে আবেদন জানাবেন Casual Leave -এর জন্য!

ক্যাজুয়াল লিভ এর সাধারণ নিয়মাবলী অনুসারে, Casual Leave তথা নৈমিত্তিক ছুটির আবেদনটি প্রতিষ্ঠানের প্রধানের (HOI) কাছে জমা দিতে হবে। ছুটি বিদ্যালয় প্রধান মঞ্জুর করবেন (Board’s Circular No.15/66 dt. 25/07/1966)। প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাদের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতির কাছে জমা দিতে হবে। (G.O. No. 1541 Fan. (5)dt.15/12/1977 & Board’s Circular No.7/67 dt.26/4/1967 & Order No. 8417/G dt.7/11/1981, No. 5197/G & dt.02/06/1983 and Board Circular No. 5/943 dt.22/12/1989)। বিদ্যালয়ের ক্ষেত্রে কোন হাফ-ডে ক্যাজুয়াল লিভ নেই। যদিও সরকারি কর্মচারীদের জন্য হাফ-ডে ক্যাজুয়াল লিভ রয়েছে।

কারা পাবেন না ১৪ টি Casual Leave -এর ছুটি!

সমস্ত সরকারি কর্মী, স্কুল শিক্ষক শিক্ষিকাদের বছরের প্রথম দিন থেকেই এই ১৪ টি ক্যাজুয়াল লিভ নিজেদের নামে জমা হয়ে যায়। এরপর থেকে তারা উক্ত বছরের জেকন সময়ে নিয়ম মেনে এই ছুটি নিয়ে নিতে পারেন নিয়ম মেনেই। তবে যারা বছরের মাঝে অর্থাৎ জানুয়ারি মাস পেরিয়ে যাবার পর চাকুরীতে যোগ দেন, তাদের এই ছুটি মেলে না ১৪ দিন। সেক্ষেত্রে তারা এই ছুটি আনুপাতিক হারে পেয়ে থাকেন। অর্থাৎ ১২ মাসের হিসেবে মেলে ১৪ টি Casual Leave. সেই অনুপাতেই তিনি ঐ বছরের CL ছুটি পাবেন।

উপসংহার

রাজ্যের সরকারি কর্মী, স্কুল শিক্ষক শিক্ষিকাদের নানা গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। Casual Leave সংক্রান্ত কোন কিছু জানার থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে যুক্ত হতে নিচে ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।