ব্যাঙ্ক গুলিতে শনিবারের ছুটি সংক্রান্ত বিরাট পদক্ষেপ নিল কেন্দ্র! কবে থেকে শুরু, দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বর্তমানে সারা দেশ জুড়ে ব্যাঙ্ক গ্রাহক আগের থেকে বেড়েছে প্রচুর। সেক্ষেত্রে কেন্দ্রের চালু করা প্রধানমন্ত্রী জনধন যোজনা বিরাট প্রভাব ফেলেছে। তবে এবারে এই ব্যাঙ্কিং করতে গিয়ে আগে সপ্তাহে ৬ দিন পরিষেবা নেবার সুযোগ থাকতো গ্রাহকদের। তবে এবার থেকে নতুন নিয়মে প্রতি সপ্তাহে মাত্র ৫ দিন করেই ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। শনিবারে ব্যাঙ্ক ছুটি (Bank Holiday)- এই বিষয়ে যা জানা যাচ্ছে, চলুন দেখে নেয়া যাক।

Bank Holiday সংক্রান্ত বিষয়ে বছর শেষে মোদী সরকারের বড় সিদ্ধান্ত! এবার থেকে সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক। ফের ছুটি বাড়তে চলেছে ব্যাংক কর্মীদের। এবার থেকে প্রতি শনিবার করে ছুটি (Bank Holiday) পেতে পারেন দেশের লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মী। সপ্তাহে পাঁচ দিন তথা সোম থেকে শুক্র খোলা থাকবে ব্যাঙ্ক। বছরের শেষে বিরাট সিদ্ধান্ত জানাতে চলেছে মোদী সরকার। কর্মীদের ছুটির ক্যালেন্ডারে বাড়তে চলেছে ছুটির সংখ্যা। এবার থেকে প্রতি শনিবার ছুটি থাকতে পারে কর্মীদের।

বছর শেষে এমনই একটি সুখবর আসার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, মূলত ব্যাঙ্ক কর্মীদের জন্য নতুন করে ছুটির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সপ্তাহের প্রতি শনিবার বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। এমনিতে সরকারি ছুটির ক্যালেন্ডার মেনে সারা বছর একগুচ্ছ ছুটি পান কর্মীরা। উৎসব ও পরবের কারণে হঠাৎ করেও ছুটির ঘোষণা করে সরকার। এছাড়াও রয়েছে ব্যক্তিগত ছুটি নেওয়ার সুবিধা। তবে এত কিছুর পরেও ফের ছুটি বাড়ছে ব্যাংক কর্মীদের। এবার থেকে প্রত্যেক শনিবার করে ব্যাঙ্ক কর্মীরা ছুটি পাবেন বলে দাবি করা হচ্ছে।

দাবি উঠছে ভারতের সরকারি ব্যাঙ্ক ম্যানেজমেন্ট-এর বডি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (IBA) পক্ষ থেকে। তাঁদের দাবি, সপ্তাহে পাঁচ দিন তথা সোম থেকে শুক্রবার কাজ করবেন কর্মীরা। বাকি দুদিন শনি ও রবিবার ছুটি দিতে হবে সরকারকে। সম্প্রতি বিষয়টি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন ওঠে। রাজ্যসভার সাংসদ সুমিত্র বাল্মিক কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, ছুটির বিষয়টি নিয়ে ঠিক কিভাবে ভাবছে সরকার? যদিও গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে এখনও কোনো স্পষ্ট উত্তর না মেলেনি। যদিও ধারণা করা যাচ্ছে, ব্যাঙ্ক কর্মীদের শনিবারে ছুটির দাবি মেনে নিতে পারে সরকার। আর এই সুখবর শোনার অপেক্ষায় দিন গুনছেন দেশের প্রায় ৮.৫০ লক্ষ ব্যাঙ্ক কর্মী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন, প্যান আছে কিন্তু প্রান কার্ড পেয়েছেন কী! হাতে পেলেই বাড়তি সুবিধা, দেখুন উপায়

এদিকে, RBI অধীনস্থ ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধির দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের দ্বিতীয় নয়তো তৃতীয় সপ্তাহে কর্মীদের বেতন ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানো হতে পারে। আর বেতন বৃদ্ধির সঙ্গেই ‘সাটারডে হলিডে’ ঘোষণা করতে পারে কেন্দ্র। এদিকে, ব্যাঙ্ক কর্মীদের শনিবার ছুটির বিষয়টি নিয়ে ঘোর আপত্তি তুলেছেন বিরোধীদের একপক্ষ। তাঁদের কথায়, সপ্তাহে মাত্র পাঁচ দিন ব্যাঙ্ক খোলা থাকলে সমস্যায় পড়বেন জনসাধারণ। সেক্ষেত্রে প্রতি শনিবার ছুটির বিষয়টি বিবেচনা করুক সরকার। যদিও, গোটা বিষয়টি নিয়ে সংশয় এখনও কাটেনি। আদৌ কেন্দ্র ছুটির দাবিতে শিলমোহর দেয় কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।