Civic Volunteer Benefits: একসাথে একাধিক সুবিধা! বেতন, ভাতা, চাকরি – আরও অনেক কিছু

নিজস্ব প্রতিবেদনঃ রাজ্যের সিভিক ভল্যান্টিয়ারদের (Civic Volunteer Benefits) জন্য দারুণ সুখবর! বেতন থেকে শুরু করে সংরক্ষণ, একাধিক সুবিধা ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে। তবে কোথায় কতটা হল, আজকের প্রতিবেদনে সেই বিষয়ে জেনে নেয়া যাক বিস্তারিত।

Civic Volunteer Benefits with salary hike and others

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য একাধিক জনহিতকর কাজ করেছেন। সাধারণ মানুষের উন্নতির জন্য এক দিকে যেমন তিনি বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদেরও নানা আশা আকাঙ্ক্ষা মেটাচ্ছেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ানো হয়েছে রাজ্যের আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন।

এই বেতন বৃদ্ধির সুবিধা থেকে বঞ্চিত হবেন না রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও (WB Civic Volunteer)। তাই তাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে ছিলেন তাদের বেতন বৃদ্ধি (Demand for Salary Hike for Civic) করার জন্য। অবশেষে তাদের এই দাবিতে মান্যতা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখমন্ত্রীর ঘোষণা অনুসারে এবার বাড়িতে চলেছে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের বেতন।

গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ঘোষণা অনুসারে জানা যায় সিভিক ভলান্টিয়ারদের বেতন আরো ১০০০ টাকা করে বৃদ্ধি করা হবে। এই বেতন বৃদ্ধির লক্ষ্যে বাজেটে আরো ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুধু তাই নয়, জানা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ঘোষণা কালে জানিয়েছিলেন এত দিন পর্যন্ত রাজ্য পুলিশে চাকরির যে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকতো সিভিক ভলান্টিয়ারদের জন্য সেই আসন সংরক্ষণের পরিমাণ বেড়ে এবার থেকে ২০ শতাংশ চাকরি সংরক্ষিত (20% Reservation in Govt Service for Civic Volunteer) থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য।

এই দুই সুখবরের পাশাপাশি আরো সুখবর পান রাজ্যের সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশরা। জানা যায় রাজ্যে তাদের নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে। রাজ্য বাজেটে ইঙ্গিত দেওয়া হয়েছিল রাজ্য পুলিশে যদি নতুন করে ১ হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে ২০০ জন চাকরি পাবেন।

এই বছর নবান্নের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির (Bonus Hike for Civic Volunteer) কথাও ঘোষণা করা হয়েছিল। এবার থেকে তারা প্রত্যেকে ৫৩০০ টাকা করে বোনাস পাবেন। গত বছর দুর্গাপুজোতেও সিভিক ভলান্টিয়াররা ওই বোনাস পেয়েছেন।

Salary of Civic Volunteer in WB

২০২৪ সালের মে মাস থেকে এই বর্ধিত বেতন পাবেন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশরা। যেহেতু আগামী অর্থ বর্ষের বাজেট অনুসারে তাদের এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে ফলে এই বাজেট কার্যকর হবে ১ এপ্রিল থেকে। সিভিক ভলান্টিয়ারদের বেতন আরো ১০০০ টাকা করে বৃদ্ধি করা হবে। ফলে প্রাপ্ত বেতন হবে ১০ হাজার টাকা। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি এখন কেবল মাত্র কিছু সময়ের অপেক্ষা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Transfer Policy for Female Civic Volunteers

রাজ্যের প্রচুর মহিলা সিভিক ভল্যান্টিয়ার যারা বিবাহের পরে ঠিকানা বদল করার ফলে ডিউটি সংক্রান্ত বেশ জটিলতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে নতুন ঠিকানায় যাতে তাঁরা ট্রান্সফার হয়ে যেতে পারেন, সেই বিষয়েও বিশেষ গুরুত্ব দেবার কথা জানা যাচ্ছে। তথ্য অনুসারে ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভল্যান্টিয়ারের মধ্যে প্রায় ৪০% রয়েছেন মহিলা। এক্ষেত্রে তাঁরা বেশ সুবিধা পাবেন।

Civic Volunteer News Today

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের সমস্ত কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে এতদিন ২-৩ লক্ষ টাকা পেতেন। এবার থেকে তা বৃদ্ধি হওয়ার ফলে তারা পাবেন ৫ লক্ষ টাকা। এই বিষয়ে সরকারের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।