নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আবেদন করেছেন ভারতের কোটি কোটি কৃষক। এবারে PM Kisan Installment -এর 15 তম কিস্তির টাকার অপেক্ষায় দেশবাসী। তবে কবে নাগাদ একাউন্টে ক্রেডিট হতে পারে এই টাকা। আর টাকা ঢুকলে তা ঘরে বসেই কীভাবে চেক করতে হবে তার খুবই সহজ পদ্ধতি নিয়েই আজকের এই আলোচনা। অপেক্ষার অবসান কবে হবে, চলুন তবে জেনে নেয়া যাক।
মানুষের মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের সঠিক যোগান দিয়ে সর্বদা সচেষ্ট রয়েছেন দেশের কোটি কোটি কৃষক। কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সেক্ষেত্রে কিস্তির মাধ্যমে সারা বছর ধরেই আর্থিক সাহায্য ঢোকে সরাসরি কৃষকের একাউন্টে। সেক্ষেত্রে ব্যবহার করা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেম তথা DBT! এবারে 15 তম কিস্তির টাকা কবে ঢুকবে, তা দেখে নেয়া যাক।
চলতি বছরের জুলাই মাসেই কৃষকদের 14 তম কিস্তির টাকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। এবারে 15 তম কিস্তির টাকা ঢোকার পালা। বছরে 4 মাস অন্তর 2000 টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা কৃষকেরা। কেন্দ্রের তথ্য অনুসারে জানা যাচ্ছে, এখন পর্যন্ত 2.50 লক্ষ কোটি টাকার সুবিধা দিয়েছে কেন্দ্র সরকার। গত 2019 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ভারতের কৃষক কল্যাণেই চালু করেছে এই প্রকল্প।
পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকেছে কিনা, তার স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি জেনে নেয়া যাক।
1) অফিসিয়াল ওয়েবসাইট – pmkisan.gov.in দেখুন।
2) এখন, পৃষ্ঠার ডানদিকে ‘Know Your Status’ ট্যাবে ক্লিক করুন।
3) আপনার রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং ক্যাপচা কোড পূরণ করুন, এবং ‘Get Data’ বিকল্পটি নির্বাচন করুন।
4) আপনার সুবিধাভোগী স্ট্যাটাস স্ক্রিনে আসবে।
একটি ট্যুইট অনুসারে জানা যাচ্ছে যে, এবারের 15 তম PM Kisan -এর ইনস্টলমেন্ট এর টাকা ঢুকতে শুরু করবে আগামী 15 নভেম্বর, 2023 তারিখ থেকেই। তবে কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো PM Kisan Installment সম্পর্কে কোন আপডেট মেলে নি। তবে এই নভেম্বর মাসেই ১৫ তম কিস্তির টাকা মেলার প্রবল সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতে আবার আগামী 27 নভেম্বর তারিখেও টাকা ঢোকার কথা বলা হয়েছে। তবে টাকা পেতে গেলে e-KYC সম্পন্ন করা বাধ্যতামূলক। সহজেই এই পদ্ধতিতে সেরে ফেলুন এই কাজ।আপনি যদি PM-KISAN e-KYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চান, আপনি নীচের ধাপে ধাপে প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখতে পারেন।
- পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ দেখুন।
- ডানদিকে, হোম পেজের নীচে, আপনি কৃষক কর্নার দেখতে পাবেন।
- ফার্মার্স কর্নারের ঠিক নীচে একটি বাক্স রয়েছে যেখানে ই-কিসি উল্লেখ রয়েছে। e-kyc এ ক্লিক করুন।
- Aadhar Ekyc-এর সুবিধা দেয় এমন একটি পৃষ্ঠা খুলবে। এখন, আপনাকে আপনার আধার নম্বর এবং তারপর দেখানো ক্যাপচা কোড লিখতে হবে এবং অনুসন্ধান বোতামে ক্লিক করতে হবে।
- এর পরে, আপনাকে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বর লিখতে হবে এবং গেট ওটিপি বোতামে ক্লিক করতে হবে।
- OTP আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো হবে। ওটিপিতে পাঞ্চ করুন এবং সাবমিট ফর অথেন্টিকেশন বোতামে ক্লিক করুন।
- আপনি সাবমিট ফর অথ বোতামে ক্লিক করার সাথে সাথেই আপনার PM KISAN e-KYC সফল হবে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন