নতুন অপশন চালু হোয়াটস্যাপে! নিয়ম না জানলে, মুহূর্তেই হবে ব্যাঙ্কের টাকা হাফিস

নিজস্ব প্রতিবেদনঃ আপনি নিশ্চয়ই ব্যবহার করেন হোয়াটস্যাপ। এবারে হোয়াটস্যাপে নয়া অপশন চালু করেছে যার নাম Whatsapp Screen Share! এই অপশনের প্রচুর সুবিধা রয়েছে। তবে সঠিক ভাবে এটি ব্যবহার করতে না জানলেই বড় রকমের জালিয়াতির স্বীকার হতে পারেন যেকোনো সময়ে। আজকের আলোচনায় সেই বিষয়টি বিস্তারিত জেনে নেব।

ইতিমধ্যেই এই “স্ক্রিন শেয়ার” কথার সাথে অনেকেই পরিচিত। কারণ এই ফিচার্স মাইক্রোসফট মিট, গুগল মিট, জুম ও অ্যাপলের ফেস টাইমের মতো ভিডিও কনফারেন্সিং অ্যাপগুলোতে অনেক আগেই এসেছে। কোন ধরণের মোবাইলে এই নতুন ফিচার্স ব্যবহার করা যাবে! 2016 সালের নভেম্বরে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং সুবিধা চালু হয় এবং  প্রতিযোগীতায় টিকে থাকতে পরবর্তীতে ভিডিও কলিংয়ে আরও নতুন নতুন সুবিধা যুক্ত করা হয়। গত কয়েক বছর ধরেই ভিডিও কলিংয়ের ক্ষেত্রে স্ক্রিন শেয়ারিং খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার্স। 2021 সালে আ্যাপল ফেস টাইমে স্ক্রিন শেয়ারিং সুবিধা চালু করে। তবে অ্যাপলের ফেস টাইম শুধু আইওএসের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু হোয়াটসঅ্যাপের এই ফিচারটি অ্যান্ডয়েড, আইওএস এবং উইন্ডোজ ডেস্কটপেও ব্যবহার করা যাবে।

মেটার (META) প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই সম্পর্কে ঘোষণা করেছেন। একই সঙ্গে হোয়াটসঅ্যাপের একটি সংবাদ বিজ্ঞপ্তিতেও ফিচারটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। WABetaInfo -এর এক রিপোর্ট অনুসারে, যে সমস্ত মোবাইল ব্যবহারকারী, “Android 2.23.11.19” আপডেট ইনস্টল করেবেন, তাদের কাছে এই ফিচার এসে যাবে।

এই Whatsapp Screen Share করার সুবিধা
ভিডিও কল চলাকালীন সময়ে ব্যবহার করা যাবে এই অপশন। এক্ষেত্রে ভিডিও কল চলার সময় নিজের মোবাইলের লাইভ স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিভিন্ন কাজের ডকুমেন্ট শেয়ার, পড়াশোনার বিষয়, বন্ধু এবং পরিবারের সবার সঙ্গে ছবি দেখা, বন্ধুদের সঙ্গে অনলাইনে কেনাকাটার পরিকল্পনা করা, অথবা পরিবারের কাউকে প্রযুক্তিগত সহায়তা সহজেই দেখিয়ে দেওয়া যাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হোয়াটস্যাপের ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার পদ্ধতি

  • যার সাথে স্ক্রিন শেয়ার করবেন, তাকে প্রথমে করতে হবে হোয়াটস্যাপ ভিডিও কল।
  • কল রিসিভ করার পরে স্ক্রিনের নিচে থাকা নেভিগেশন বারে দ্বিতীয় অপশন তথা ফোন শেয়ারিং আইকনে ক্লিক করতে হবে। এই বারের প্রথম অপশন হচ্ছে ব্যাক ক্যামেরা চালু করার অপশন। আর তৃতীয় অপশন হচ্ছে ভিডিও কল চালু বা বন্ধ করার অপশন। চতুর্থ অপশন থাকে মিউট করার অপশন। শেষ অপশনটি থাকে কল কেটে দেওয়া (Disconnect) করার অপশন।
  • আপনি স্ক্রিন রেকর্ড বা শেয়ার তথা “Start recording or casting with WhatsApp” নামক অপশন দেখতে পাবেন। এর নিচে “Cancel” এবং “Start Now” লেখা থাকবে। ক্লিক করতে হবে “Start Now” অপশনে।
  • এভাবেই আপনার মোবাইলে এই অপশন চালু হয়ে যাবে।
  • এবারে আপনি আপনার নিজের মোবাইলে যা যা করবেন, তার সবটাই দেখতে পারবেন ঐ ভিডিও কলে থাকা ব্যক্তি।
Whatsapp Screen Share Process in Details

ধীরে ধীরে ভিডিয়ো মিটিং প্ল্যাটফর্মের স্থানই দখল করতে চাইছে হোয়াটসঅ্যাপ। তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকে এটুকু স্পষ্ট। তবে এই অপশন সম্পর্কে না জানা থাকলেই ঘটে যেতে পারে মহা বিপদ। কারণ, বর্তমানে চারিদিকে ডিজিটাল জালিয়াতির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই ধরণের ফাঁদে বিপদের সম্মুখীন কীভাবে হতে পারেন আপনিও, সেই বিষয়ে একটু আলোচনা করা যাক।

অনেকেই মোবাইলে ফোন কল করে OTP জানতে চেয়ে অনেক ধরণের জালিয়াতি করে। তবে সেগুলি সম্পর্কে অনেকেই জানেন। তাই কখনোই কারো সাথে নিজের মোবাইলের OTP শেয়ার করবেন না। এবারে অনেকের এই অপশন না জানা থাকলে, Whatsapp Screen Share করতে যাবেন না। কারণ অচেনা কেউ ব্যাঙ্কের লোক, আয়কর দপ্তরের লোক ইত্যাদি নামে ভিডিও কল করে এই ধরণের জালিয়াতি করতে পারে।

আরও দেখুন, হোয়াটসঅ্যাপ ইউজাররা এখনই সতর্ক হন! জানিয়ে দিল শীর্ষ আদালত

সেক্ষেত্রে কখনোই অচেনা কারো সাথে এই অপশন ব্যবহার করে হোয়াটস্যাপ স্ক্রিন শেয়ার করবেন না। কারণ ঐ সময়ে আপনার মোবাইলে কোন OTP পাঠালে তা অন্য মোবাইল থেকেও দেখা যাবে। তাই আধুনিকতাকে আমন্ত্রণ জানান, তবে খুবই সাধান। প্রতিবেদন পড়ে উপকৃত হলে নিজের আত্মীয়, বন্ধুদের শেয়ার করে দেবেন। সচেতন হলেই জালিয়াতির হাত থেকে বাঁচতে পারবেন সবাই। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।