ঘরে বসেই করুন ভারত গ্যাসের eKYC! ফটাফট, মাত্র ৫ মিনিটেই

নিজস্ব প্রতিবেদন: করে ফেলুন Bharat Gas E-KYC আর তাও আবার লাইন ছাড়াই। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যেই করতে হবে একাজ। নিজে নিজেই করে নিতে পারেন KYC সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজটি। এছাড়া নিজের ব্যাংক একাউন্ট যুক্ত করা, ব্যাংক একাউন্ট বদল করার কাজও করে ফেলতে পারেন নিজে থেকেই। চলুন তবে সহজ উপায় দেখে নিয়ে যাক। 

Bharat Gas E-KYC Process

(১/৬) প্রথমে গুগলে সার্চ করুন, mylpg লিখে। এবারে ওপরে ডান দিকে থাকা সিলিন্ডারের মধ্যে bharat gas এর সিলিন্ডারের ছবিতে ক্লিক করুন। এর ফলে আপনি ভারত গ্যাসের ওয়েব পেজে চলে যাবেন। এবারে নতুন ব্যবহারকারীদের জন্য করে নিতে হবে রেজিস্ট্রেশন।

(২/৬) এবারে “Sign In” অপশনে ক্লিক করে নিজের “Consumer Number” এবং “Registered Mobile Number” দিতে হবে। এরপর ‘Continue’ বাটনে ক্লিক করতে হবে। এরপর লগইন আইডি এবং পাশোয়ার্ড তৈরী করে নেবেন এবং লগইন করে নেবেন।

(৩/৬) এখানে নিজের এলপিজি সংক্রান্ত অনেক তথ্য পেয়ে যাবেন। এক্ষেত্রে “You Can Do More” অপশনের ভেতরে থাকবে “Submit KYC”, যেখানে ক্লিক করে আপনি eKYC এর কাজ করে নিতে পারবেন মাত্র ৫ মিনিটের মধ্যেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(৪/৬) এরপর একটি ফর্ম চলে আসবে আপনার সামনে। সেক্ষেত্রে নিজের সমস্ত তথ্য ফিলাপ করে নেবেন। নিজের ডকুমেন্ট বেছে নেবার সময়ে আধার অপশন সিলেক্ট করে নেবেন।

(৫/৬) শেষের দিকে কেন করতে চাইছেন KYC, তা সিলেক্ট করে নেবেন। সেক্ষেত্রে ” KYC Not Available” অপশন সিলেক্ট করে নেবেন। নিজের ইমেইল এবং মোবাইল নাম্বারে OTP যাবে।

আরও পড়ুন, এভাবে মোবাইল থেকেই করুন HP গ্যাসের eKYC! আর নেই সমস্যা, দেখুন স্টেপ বাই স্টেপ

(৬/৬) এবারে সঠিকভাবে একাজ করে নিলেই হল। এই সংক্রান্ত কোন সমস্যা থাকলে আপনি আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর এর সাথেও যোগাযোগ করে নেবেন। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের মধ্যে এই eKYC এর কাজ না করলে ভর্তুকি কিংবা গ্যাস বুকিং সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সেরে ফেলুন। ধন্যবাদ।
Written by Joy Halder.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।