কেন্দ্রের নির্দেশ, ডিসেম্বরের মধ্যেই সারতে হবে এই কাজ! নাহলে গ্যাস আর পাবেন না

LPG E-KYC

নিজস্ব প্রতিবেদনঃ আপনি নিশ্চয়ই একজন এলপিজি (LPG) গ্রাহক! তাহলে আজই সতর্ক হন। ইতিমধ্যেই হয়তো আপনার নজরে এসেছে আশেপাশের গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। কিন্তু কিসের আবার লাইন। কি করতে হচ্ছে সেখানে। ডিজিটাল ভারতে আরও বেশি স্বচ্ছতা, সাধারণ জনগণকে গ্যাস কানেকশন সংক্রান্ত আরও বেশি বেশি সুবিধা পাইয়ে দিতে এবারে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সবাইকে করাতেই হবে LPG E-KYC! তবে আজকের এই প্রতিবেদন থেকে আপনারা জেনে নিতে পারবেন, কীভাবে ঘরে বসেই নিজে থেকে করে নিতে পারবেন এই কাজ। সেক্ষেত্রে আর দিতে হবে না গ্যাস অফিসের সামনে লম্বা লাইন।

Easiest way to do LPG E-KYC at home

ভারত গ্যাস (Bharat Gas), ইন্ডেন (Indane) বা এইচপি (HP) কোম্পানীর LPG গ্রাহক হলে এই সহজ উপায়ে নিজের ঘরে বসেই মাত্র ৫ মিনিটে করে ফেলুন নিজের LPG E-KYC এর কাজ। নিচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া হল। এছাড়া আপনি সরাসরি আপনার নিজের কোম্পানীর গ্যাস অফিসে (Gas Distributor) গিয়ে এই KYC এর কাজ করিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে নিজের আধার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, গ্যাসের বই নিয়ে গেলে আপনার আইরিশ অথবা আঙ্গুলের চাপ দিয়ে একাজ করা হয়ে যাবে।

১) প্রথমে আপনাকে MY LPG এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে আসুন।

mylpg.in


২) এরপর আপনার যে কোম্পানির গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডারপর উপরে ক্লিক করুন। হোম পেজে আপনি ৩টি গ্যাস সিলিন্ডার-ই দেখতে পারবেন।
৩) এরপর পরবর্তী পেজে ডানদিকে উপরে New User এর উপরে ক্লিক করুন।

৪) যদি আপনার কাছে ১৭ সংখ্যার LPG Id নাম্বার মনে থাকে তাহলে তা উল্লেখ করুন, নয়তো রাজ্য,জেলা,গ্যাস অফিস ও কনজিউমার নাম্বার ও নিচে রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Proceed এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে সাবমিট এ ক্লিক করুন।
৬) পরবর্তী ধাপে একটি জিমেইল আইডি উল্লেখ করুন ও নিচে পছন্দমতো পাসওয়ার্ড উল্লেখ করে সাবমিট এ ক্লিক করুন।

৭) এরপর আপনার উল্লেখ করা জিমেইল এ গ্যাস কোম্পানির তরফ থেকে Verify Gmail আসবে,সেই লিংকে ক্লিক করে Id Active করুন। এই পর্যন্ত আইডি তৈরি করার কাজ।
৮) এখন আবারও হোম পেজে এসে,এখন New User এ ক্লিক না করে Sign In এ ক্লিক করুন।
৯) পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নাম্বার কিংবা জিমেইল আইডি উল্লেখ করে Log In করুন।
১০) এরপর পরবর্তী পেজে পাসওয়ার্ড উল্লেখ করে Log In এ ক্লিক করলেই, আপনার সামনে Dashboard চলে আসবে।

আরও পড়ুন, আপনার “ই-কে ওয়াই সি” করা আছে কী! জানতে ক্লিক করুন এখানেই।

১১) এরপর হোম পেজের বাঁদিকে থাকা Customer Console এ থাকা Aadhaar Authentication এ ক্লিক করুন।
১২) পরবর্তী পেজে একটি ফর্ম আসবে, সেখানে টিক মার্ক দিন ও নিচে ক্যাপচার কোর্ড উল্লেখ করে Generate OTP তে ক্লিক করুন।
১৩) আপনার আধার কার্ডের সঙ্গে থাকা মোবাইল নাম্বারে OTP আসবে,তা উল্লেখ করে Authenticate এ ক্লিক করুন। তাইলেই আপনার Aadhaar Card Gas Connection এর সঙ্গে eKYC হয়ে যাবে। এমন আরও আপডেট পেতে আমাদের হোয়াটস্যাপ গ্রুপে যুক্ত থাকুন। প্রতিবেদন পড়ে উপকৃত হলে টা আমাদের জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

3 thoughts on “কেন্দ্রের নির্দেশ, ডিসেম্বরের মধ্যেই সারতে হবে এই কাজ! নাহলে গ্যাস আর পাবেন না”

  1. Please help me to e-kyc of LPG gas for 2 persons both aged above 90yrs. Call me 9830503516

    Reply
  2. Good advise my mother is too old can,t move can I follow this instruction from home and can complete this process

    Reply

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল