E-Epic Download: ফ্রিতেই ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড চালু! সহজ উপায় দেখুন

নিজস্ব প্রতিবেদনঃ সামনেই লোকসভা নির্বাচন, তাই প্রতিবারের মতো এবারেও বর্তমানে নতুন ভোটার কার্ড (Epic Card) এবং তার সংশোধন করার কাজ চলছে। আর এর মধ্যেই আপনারা খুব সহজেই NVSP এর নতুন পোর্টাল চালু হয়েছে। সেখানে থেকেই অনলাইন ভোটার আইডি (Epic Card) ডাউনলোড করা যাচ্ছে। আগে শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্যই এই E-Epic Download করার সুবিধা উপলব্ধ ছিল। তবে বর্তমানে তা সকলের জন্য চালু হয়েছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করা হবে।

Online E-Epic Download for Free

এটি অনলাইনে ফ্রিতে পেতে হলে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আগে অনেকেই এই কাজ করেছেন। তবে এবারে নতুন করে নতুন পোর্টালে একাজ না করলে মিলবে না অনলাইনে ভোটার কার্ড। কীভাবে কি করবেন, জেনে নিন স্টেপ বাই স্টেপ।

৮ নম্বর ফর্ম ফিলাপ করে মোবাইলের সাথে লিঙ্ক করতে হবে ভোটার কার্ড। নিজের প্রোফাইল লগইন করে নিতে পারেন বা যার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার প্রোফাইল বানিয়েও কাজটি করে নিতে পারবেন। এক্ষেত্রে কোন রকমের ধরাবাঁধা নিয়ম নেই। এবারে প্রোফাইলে প্রবেশ করে ৮ নম্বর ফর্মে ক্লিক করতে হবে। এবারে আপনার সামনে ২ টি অপশন খুলবে। একটি হচ্ছে নিজের তথা Self এবং অন্যটি হচ্ছে অন্যের তথা Other Elector.

অন্যের কাজ করতে হলে বেছে নিতে হবে “Other Elector” অপশনটি। এবারে তার এপিক নাম্বার (Epic Number) দিতে হবে এবং ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। এবারে আপনি স্ক্রিনে সেই ভোটারের তথ্য দেখতে পারবেন। এক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে, যদি কোন ডুপ্লিকেট এন্ট্রি থাকে, সেক্ষেত্রে সঠিক অপশনটি চয়ন করে নিতে হবে এবং ‘OK’ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এক্ষেত্রে আপনি ৪ রকমের কাজ সেরে ফেলতে পারবেন। সেগুলি হচ্ছে, ১। বাসস্থানের বদল, ২। এপিক কার্ডের সংশোধন, ৩। কোন বদল ছাড়াই পুরাতন এপিক কার্ডের রিপ্লেসমেন্ট করা, এবং ৪। শারীরিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিতকরণ। এক্ষেত্রে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আপনাকে দ্বিতীয় অপশন অর্থাৎ “Correction of Entries in Existing Electoral Roll” চয়ন করে নিতে হবে। এরপর ‘OK’ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।

অনলাইনে ই-এপিক কার্ড ডাউনলোড করার জন্য ৮ নম্বর ফর্ম

এরপর আপনার সামনে ৮ নম্বর ফর্ম ওপেন হয়ে যাবে। এবারে ফর্মের কিছু জায়গা আগে থেকে পূরণ করা থাকবে। একেবারে নিচের দিকে ‘Declaration’ এর ঠিক আগের বক্সে থাকা সংশোধনের বিষয়গুলি চয়ন করে নিতে হবে। সেক্ষেত্রে যা যা সংশোধন করতে পারবেন, সেগুলি হচ্ছে – নাম, লিঙ্গ, জন্ম তারিখ/ বয়স, রিলেশন টাইপ, রিলেটিভের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং নিজের ছবি। একই সাথে আপনি একাধিক অপশন সংশোধন করে নিতে পারবেন এই ৮ নম্বর ফর্মে সংশোধন করেই।
NVSP পোর্টালে লগইন করার লিঙ্ক

মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আপনাকে মোবাইল নাম্বার অপশনটি চয়ন করে নিতে হবে। এবারে আপনাকে মোবাইল নাম্বার লিখে পাশে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে ওটিপি আসবে যা নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে হবে। এবারে পরবর্তী অপশনে গিয়ে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে যে দিনে ফর্ম ফিলাপ করবেন, সেই তারিখ দেখতে পারবেন। এরপর তার ডান পাশে ‘Place’ হিসেবে নিজের শহর বা গ্রামের নাম লিখে দেবেন।

এরপর ক্যাপচা কোড দিয়ে দেবেন। এরপর সেভ করে এগিয়ে যাবেন এবং আপনার ফিলাপ করা ফর্ম আপনি দেখতে পারবেন। সঠিক ভাবে চেক করে নেবেন আর সম্ভব হলে ঐ ফর্মের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। সব কিছু ঠিক আছে কিনা তা দেখে নেবেন। ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে আবার সংশোধন করা যাবে। আর ঠিক থাকলে ‘সাবমিট’ অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন। সেক্ষেত্রে আপনি একটি ২২ সংখ্যার একটি আলফা নিউমেরিক রেফারেন্স নাম্বার পাবেন।
ই-এপিক কার্ড ডাউনলোড করার লিঙ্ক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও দেখুন, ভোটার তালিকায় নতুন নাম এবং সংশোধনের কাজ শুরু! এবারে কী একই রকম, দেখে নিন

সাথেই থাকবে “Download Acknowledgement” অপশন যা ক্লিক করে আপনি একটি স্লিপ ডাউনলোড করে নিতেও পারবেন। এবারে “Track Application” অপশনে গিয়ে আপনি আপনার ভোটার কার্ডের স্থিতি জানতে পারবেন। এরপর থেকে আপনি নিজের ভোটার কার্ডের অনলাইন কপি ডাউনলোড (E-Epic Download) করতে পারবেন। প্রতিবেদন ভালো এবং প্রয়োজনীয় মনে হবে অবশ্যই শেয়ার করে অন্যের কাছে বিষয়টি পৌঁছে দেবেন। ডিজিটালভাবে নানা ধরণের আপডেট পেতে সঙ্গে থাকুন আমাদের “WhatsApp Group” –এ যুক্ত হয়ে। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।