EMU 12 Coaches: সব ট্রেন ১২ বগির, শিয়ালদহের সব শাখায় মিলবে সুবিধা! দেখুন বিস্তারিত

EMU 12 Coaches in Sealdah Division: শিয়ালদহর প্রতি শাখায় এবার থেকে চলবে ১২ কামরার ট্রেন। বিশেষ বিজ্ঞপ্তি দিল পূর্ব রেল। ভারতের গণপরিবহন ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেলওয়ে। ভারতীয় রেল ব্যবস্থার বিভিন্ন শাখায় প্রতিদিন অগণিত মানুষ যাতায়াত করেন। কলকাতার শিয়ালদহ স্টেশন ভারতে তথা পশ্চিমবঙ্গের রেল ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিয়ালদহ থেকে প্রতিদিন বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করেন। তবে শিয়ালদহর দুই শাখার যাত্রীদের মধ্যে বেশ অনেকদিন ধরেই একটি অসন্তোষ তৈরি হচ্ছিল রেলের বিরুদ্ধে। কারণ শিয়ালদহর অন্যান্য শাখা গুলিতে ১২ কামরার ট্রেন চললেও এই দুই শাখাতে ৯ কামরার ট্রেনের আধিক্য বেশি ছিল।

পূর্ব রেলের তরফ থেকে এবার যাত্রী সুবিধার্থে নয় কামরার ট্রেনের বদলে শিয়ালদহর সমস্ত শাখায় ১২ কামরা ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মঙ্গলবার পূর্ব রেলের তরফ থেকে বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে শিয়ালদহের সমস্ত শাখায় ১২ টি কামরার লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরি করার দরকার ছিল তা প্রায় সম্পন্ন হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে আশা করা হচ্ছে লোকসভা নির্বাচনের পরবর্তী এক মাসের মধ্যেই এই কাজ গুলি সম্পন্ন হবে এবং তারপর চালু হবে নতুন পরিষেবা।

EMU 12 Coaches in Sealdah Section Railway

পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদহ শাখায় মোট তিনটি লাইনের মাধ্যমে রেল যাতায়াত করে। এই তিনটি লাইন হল শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন বা শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর বিভাগ এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ-বনগাঁ বিভাগ। পূর্ব রেলে তরফ থেকে আগেই শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ইএমইউ ১২ কামরা যুক্ত করা হয়েছিল। কিন্তু বাকি দুই বিভাগে এতদিন পর্যন্ত বেশিরভাগ ট্রেন চলাচল করত নয় বগির। এর ফলে স্বাভাবিক ভাবেই যাত্রীদের সমস্যায় পড়তে হতো।

কারণ শিয়ালদহের এই দুই শাখায় প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। অত্যাধিক ভিড়ের কারণে ৯ কামরার লোকাল ট্রেনে ভিড়ের পরিমাণ ক্রমাগত বাড়ছিল। পূর্ব রেলের তরফ থেকে যাত্রী স্বাচ্ছন্দের কথা চিন্তা করলেও ৯ বগি বাদ দিয়ে ১২ বগি ট্রেন চালানো এত সহজ ছিল না। কারণ কামরা সংখ্যা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে এবং বড় স্টেশনের প্রয়োজন হবে। এই দুই শাখাতে স্টেশনের দৈর্ঘ্য ছিল ছোট। তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই সমস্ত পরিকাঠামগত কাজ সমাপ্তির পথে। ওভারহেড তারের কাজ, সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজ আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ন হবে এবং ১২ কামরার ট্রেন যাওয়া আসা করবে সেই লাইন দিয়ে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টানা ২০ দিনের ট্রেন ব্লক, আগে থেকে লিস্ট দেখুন

পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু শিয়ালদহ একটি ব্যস্ততম স্টেশন, এই কারণে দীর্ঘক্ষন রেল যাতায়াত বন্ধ রেখে লাইনের কাজ করা সম্ভব হয়নি। সময়ের স্বল্পতার কারণেই কাজে অনেক বিলঙ্গ দেখা গেছে। শিয়ালদহ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। ১,২ ও ৩ নম্বর প্লাটফর্ম এর কাজও চলছে। আশা করা যাচ্ছে আগামী জুন মাসের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে এবং যাত্রী সুবিধার্থে সমস্ত শিয়ালদহের শাখা গুলি দিয়েই চলবে ১২ কামরার ট্রেন।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।