ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে এলো দারুণ সুখবর! প্রথম শ্রেণী থেকেই এবার স্কলারশিপ প্রোগ্রাম চালু হচ্ছে রাজ্যে। তবে এই স্কলারশিপ সবার জন্য না। এই ঐক্যশ্রী স্কলারশিপ বিশেষভাবে পাবে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। যেকোনো ধরনের সংখ্যালঘু যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। এই স্কলারশিপ তিনভাবে দেওয়া হবে। দেশে একাধিক স্কলারশিপ,প্রোগ্রাম চালু আছে ঠিকই কিন্তু প্রথম শ্রেণী থেকে স্কলারশিপ দেওয়ার কথা এখনও অনেকেই ভাবতে পারেনি। প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিনস দেওয়ার শর্তগুলিও সম্পূর্ণ আলাদা। এখানে 11000 থেকে 30000 টাকা পর্যন্ত দেওয়া হবে।
প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের নিয়মগুলি-
এই ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার নীচে হবে। আবেদনকারীকে শেষ পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ এর মেরিট কাম মিনস-
এখানে ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আবেদনকারীকে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং,ল, ফার্মাসি এই ধরনের কোর্সে ভর্তি হবে। এখানে পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে হবে। আবেদনকারীকে শেষ পরীক্ষায় অবশ্যই পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে। এখানে আবেদনকারীকে পরিচয় প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে। পরিবারের আয়ের প্রমাণপত্র, রেজাল্টের জেরক্স কপি।
প্রকল্পের নাম | ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প |
---|---|
বিভাগ | বৃত্তি বা স্কলারশিপ প্রকল্প |
উপকারভোগী | পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষার্থী |
অনলাইন আবেদন শুরু করার তারিখ | ওয়েবসাইট চেক |
অনলাইন আবেদনের শেষ তারিখ | End date not fix |
উদ্দেশ্য | শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান |
ত্রাণ তহবিল | বছরে 1000 থেকে 10500 পর্যন্ত। |
প্রকল্পের ধরণ | রাজ্য সরকারের পরিকল্পনা |
অফিসিয়াল ওয়েবসাইট | http://wbmdfcscholarship.in/ |
যারা ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ পায় তাদের ৩০ জুনের মধ্যে রিনিউয়াল এর কাজ শেষ করতে হবে। নতুন করে ঐক্যশ্রীর ফর্ম ফিল আপের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। অক্টোবর অবধি এই কাজ চলবে।
পশ্চিমবঙ্গ সরকারের ঐকশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপের কাজ করতে হবে।
ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন (ডব্লিউবিএমডিএফসি) এর অধীনে বেশ কয়েকটি স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে। কিন্তু, এই কর্পোরেশনটি আইক্যশ্রী স্কলারশিপ একটি মহৎ উদ্দেশ্যের জন্য স্থাপন করেছে। তাদের মতে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্ররা অর্থাৎ যারা খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈনের ধর্মের, তারা যেন রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক উন্নতি লাভ করতে পারে। এই কারণ ছাড়াও, ঐক্যশ্রী স্কলারশিপ প্রোগ্রাম তৈরি করার আরও কয়েকটি কারণ রয়েছে। এই স্কলারশিপ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা ঋণ প্রদান করে। সংখ্যালঘু গোষ্ঠীর নারীদের ক্ষমতায়নের জন্য কর্মসূচি গ্রহণ করায়।
ঐক্যশ্রী স্কলারশিপ এর আবেদন করতে যা যা দরকার
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই কোনও শিক্ষাবোর্ড / কাউন্সিল / রাজ্য / কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কোনও স্কুল / প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পূর্বের চূড়ান্ত পরীক্ষায় 50% এর বেশি গ্রেড প্রাপ্ত হতে হবে।
- বার্ষিক পারিবারিক আয়ের পরিমাণ ২ লক্ষের বেশি হতে হবে না।
- পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা Pre-Matric or Post-Matric scholarship এর জন্য যোগ্য হবে না।
Aikyashree Scholarship Grant List 2023
Scholarship Category | Course/Class | Annual Scholarship Grant |
---|---|---|
Pre Matric | Class I to V | 1100 Rs. Per Year |
Pre Matric | Class VI to X | 5500 Per Annum 11000 Per Annum for Hostelers |
Post Matric | Class XI to XII | 10200 Per Annum 11900 Per Annum for Hostelers |
Post Matric | Technical and Vocational Courses | 13500 Per Annum 15200 Per Annum for Hostelers |
Post Matric | Graduation and Post Graduation | 6600 Per Annum 9600 Per Annum for Hostelers |
Post Matric | M Phil and Ph.D | 9300 Per Annum 16500 Per Annum for Hostelers |
Merit Cum Men’s | Professional courses, Medical and Engineering | 27500 Per Annum 33000 Per Annum for Hostelers |
- শিক্ষার সাহায্যে শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।
- পশ্চিমবঙ্গে সাক্ষরতার অনুপাত উন্নত করে।
- বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়।
- শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও আপগ্রেড করার জন্য প্রশিক্ষণ কর্মসূচি প্রচার করে।
- দরিদ্র কিন্তু নিবেদিতপ্রাণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি প্রদান করে।
আরও পড়ুন, মেধাবী পড়ুয়াদের মাসে 10 হাজার, মুখ্যমন্ত্রীর উপহার!
ঐক্যশ্রী স্কলারশিপ প্রোগ্রামে কি কি সুবিধা মেলে?
এই স্কলারশিপে পরিমাণ কোর্সের উপর নির্ভর করে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, বার্ষিক বৃত্তির পরিমাণ টাকা থেকে 1,100 থেকে টাকা 11,000 ক্লাস 11 এবং 12 এর জন্য, বার্ষিক বৃত্তির পরিমাণ Rs থেকে শুরু করে। 10,200 থেকে টাকা 16,500। ক্লাস 11 থেকে পিএইচডি বা যেকোনো টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্স, বার্ষিক বৃত্তির পরিমাণ টাকা থেকে শুরু করে। 22,000 থেকে টাকা 30,000 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। আবেদনে যে যে নথি লাগবে তার একটি লিস্ট দেখে নেওয়া যাক।
- কোন স্কুলে ভর্তি তথ্য অর্থাৎ ভর্তির রশিদ। অবশ্যই স্কুলের DISE কোড জানতে হবে।
- বিগত পরীক্ষার মার্কশিট।
- আধার কার্ড ও মোবাইল নম্বর।
- ব্যাংকের পাসবুক।
- বিডিও অফিস থেকে প্রদত্ত ইনকাম সার্টিফিকেট।
- মাধ্যমিক এডমিট কার্ড।
- শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্বাক্ষরের প্রতিলিপি।
- অনলাইনে এপ্লিকেশন করার পর তার প্রতি লিপিটি উপরিক্ত তথ্যাদির সাথে নিজ নিজ স্কুলে জমা করে আসতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ-
শিক্ষার্থীরা Aikyashree স্কলারশিপের জন্য WBMDFC হেল্পলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে। নিম্নে যোগাযোগের বিশদ বিবরণ, হোয়াটসঅ্যাপ নম্বর – 8017071714, হেল্পলাইন নম্বর (ল্যান্ডলাইন) – 033-4047468, ইমেল ঠিকানা – wbmdfc@gmail.com, টোল-ফ্রি নম্বর – 1800-120-2130, এবং প্রযুক্তিগত হেল্পডেস্ক – 6290875550.
এই প্রকল্পের অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি নিচে আলোচনা করা হল।
- পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের (বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, মুসলিম, পারসি ও শিখ) মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ।
- একজন শিক্ষার্থী কেবলমাত্র একটি স্কলারশিপ পাওয়ার যোগ্য।
- Distance Education পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
- একটি আবেদনের জন্য শুধুমাত্র একটি মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে Pre-matric স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নাম্বারের মাধ্যমে সর্বোচ্চ দুটি আবেদন করা যাবে।
- পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC) সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে।
- স্কলারশিপ আবেদনের স্ট্যাটাস জানার জন্য, ঐক্যশ্রী প্রকল্পের ওয়েবসাইটে নিজের User ID দিয়ে login করতে হবে।
- এই প্রকল্প সংক্রান্ত কোন তথ্য বা সাহায্যের জন্য হেল্প লাইন নাম্বার ১৮০০-১২০২১৩০ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ৮০১৭০৭১৭১৪ এ যোগাযোগ করা যাবে।
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন