ফিক্সড ডিপোজিটে ২০২৪ -এ মিলছে ৯ শতাংশ সুদ! দেখুন

নিজস্ব প্রতিবেদন: নিজের উপার্জন করা অর্থ কোনো একটি সুরক্ষিত স্থানে বিনিয়োগ করে ভবিষ্যতে তার থেকে অধিক পরিমাণ টাকা রিটার্ন পেতে চান প্রতিটি মানুষ। অর্থ বিনিয়োগ করার জন্য অনেক ধরনের স্কিম থাকলেও ব্যাংকের ক্ষেত্রে একটি জনপ্রিয় স্কিম হল FD বা ফিক্সড ডিপোজিট (FD Interest in January).সুদের হার মিলবে অনেক বেশি। দেখুন আজকের এই প্রতিবেদন।

এই ফিক্সড ডিপোজিট স্কিমে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখলে সেই পরিমাণের ওপর ভিত্তি করে সুদের অংক জমা হয়। যেসব গ্রাহকরা টাকা রাখার জন্য ফিক্সড ডিপোজিট কে বেছে নিতে চান তাদের জন্য বছরের শুরুতেই খুশির খবর নিয়ে এসেছে দেশের ছোটখাটো অনেক ব্যাংক।নতুন বছর শুরু হওয়ার আগেই কয়েকটি ব্যাংক ফিক্সড ডিপোজিটে তাদের সুদের হার বৃদ্ধি করেছে।

FD Interest in January for this Bank

বর্তমানে সুদের হারের (FD Interest in January) উপর ভিত্তি করে দেখা যাচ্ছে দেশের বৃহত্তম ব্যাংকগুলি যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের মতো বড় ব্যাংক গুলির তুলনায় দেশের অনেক ছোট ছোট ব্যাংক ফিক্সড ডিপোজিট স্কিমে অনেক বেশি পরিমাণ টাকা রিটার্ন দিচ্ছে। এমনই একটি ব্যাংক হল জন স্মল ফাইন্যান্স ব্যাংক।

এই ব্যাংকটি থেকে ফিক্সড ডিপোজিট স্কিমে ৯ শতাংশ পর্যন্ত সুদ লাভ করতে পারেন গ্রাহকরা ২ জানুয়ারি ২০১৪ থেকে জন স্মল ফাইন্যান্স ব্যাংক তাদের সুদের হারে বেশ কিছু পরিবর্তন ঘটিয়েছে। সুদের হার বৃদ্ধি করার পর বর্তমানে তারা ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য সিনিয়র সিটিজেন গ্রাহকদের সুদ দিচ্ছে ৯ শতাংশ করে এবং সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৮.৫০ শতাংশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই পরিমাণ সুদের হারটি নির্ধারণ করা হয়েছে এক বছরের ফিক্সড ডিপোজিট এর জন্য। এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর জন্য সুদের হারের তালিকাটি দেখে নিন।
১) জন স্মল ফাইন্যান্স ব্যাংকে ৭-১৪ দিনের ফিক্সড ডিপোজিট এর সুদের হার 3.00 শতাংশ।
২) ১৫-৬০ দিনের মধ্যে এই সুদের হার রয়েছে ৪.২৫ শতাংশ।
৩) ৬১-৯০ দিনের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হল ৫.০০ শতাংশ।

৪) ৯১-১৮০ দিনের জন্য গ্রাহকরা সুদ পাবেন ৬.৫০ শতাংশ।
৫) ১৮১-৩৬৪ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৮ শতাংশ।
৬) 1 বছরের FD স্কিমে সুদ রয়েছে ৮.৫০ শতাংশ।

প্রতিটি ক্ষেত্রেই সাধারণ গ্রাহকদের তুলনায় সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক গ্রাহকরা কিছুটা বেশি পরিমাণ সুদ পেয়ে থাকেন। এক্ষেত্রেও সব কটি মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ হারে অতিরিক্ত সুদ পাবেন। এমন আপডেট আরো পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।