মেধাশ্রী স্কলারশিপ – রাজ্যের পড়ুয়াদের টাকা পাবার সেরা সুযোগ! আবেদন পদ্ধতি

মেধাশ্রী স্কলারশিপ ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ, যা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। আবেদনকারীদের যোগ্যতার মানদণ্ড, প্রয়োজনীয় নথি এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে পড়ুন। এই মেধাশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা OBC সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রবর্তিত হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের শিক্ষাজীবনকে আরও মজবুত করা হয়।

রাজ্যে মেধাশ্রী স্কলারশিপের যোগ্যতার মানদণ্ড

মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করার আগে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। নিচের ছকে সেগুলো দেওয়া হলো:

যোগ্যতার মানদণ্ডবিবরণ
শিক্ষাগত যোগ্যতাপঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র হতে হবে
স্কুলপশ্চিমবঙ্গের কোনো সরকারি স্কুলে পড়তে হবে
পারিবারিক আয়বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার কম হতে হবে
সম্প্রদায়সংখ্যালঘু বা OBC বিভাগের অন্তর্গত হতে হবে

মেধাশ্রী স্কলারশিপের সুবিধা

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবছর ৮০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকে। এই অর্থ শিক্ষার্থীদের শিক্ষাগত খরচ মেটাতে সহায়ক হয় এবং তাদের স্কুল ছাড়ার প্রবণতা কমায়।

তালিকা: স্কলারশিপের সুবিধা পেতে যে নথিপত্র দরকার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  1. OBC সার্টিফিকেট
  2. পরিবারে ইনকাম সার্টিফিকেট
  3. আধার কার্ড
  4. বৈধ মোবাইল নম্বর
  5. ব্যাংকের পাসবুকের জেরক্স

মেধাশ্রী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া

মেধাশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

  1. প্রথমে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে (wbmdfcscholarship.in) যেতে হবে।
  2. হোম পেজে স্টুডেন্ট এরিয়া ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনটি নির্বাচন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  4. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মেধাশ্রী স্কলারশিপের টোল ফ্রি নম্বর ও অফিসিয়াল ওয়েবসাইট

পরিসেবাবিস্তারিত
টোল ফ্রি নম্বর1800-120-2130
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
ইমেলmdfc.wb@gmail.com

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

  1. মেধাশ্রী স্কলারশিপে কীভাবে আবেদন করা যায়?
  • পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যায়।
  1. কোন শ্রেণীর শিক্ষার্থীরা মেধাশ্রী স্কলারশিপের জন্য যোগ্য?
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা মেধাশ্রী স্কলারশিপের জন্য যোগ্য।
  1. মেধাশ্রী স্কলারশিপের মাধ্যমে কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়?
  • প্রতি শিক্ষাবর্ষে ৮০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়।
  1. স্কলারশিপের জন্য কী কী নথি জমা করতে হবে?
  • OBC সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, মোবাইল নম্বর এবং ব্যাংকের পাসবুকের জেরক্স।
  1. মেধাশ্রী স্কলারশিপের জন্য কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে?
  • মেধাশ্রী স্কলারশিপের জন্য wbmdfcscholarship.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।

মেধাশ্রী স্কলারশিপ অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থকে পড়ুয়াদের জন্য নিয়ে আসা হয়েছে দারুণ সুযোগ। মেধাশ্রী স্কলারশিপ মেধাবী পড়ুয়াদের পড়াশোনাকে অবিরাম গতিতে চালিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার সদা সর্বদা সচেষ্ট রয়েছে। এই নিমিত্তে মেধাশ্রী স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বই, খাতা, ব্যাগ, জুতো, দুপুরের স্কুলের মিড-ডে-মিল এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত বিশিষ্ট শিক্ষক মণ্ডলী দ্বারা পড়াশোনা করানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত কিছু করার পরেও এমন অনেক পড়ুয়ারা রয়েছে যারা নিজেদের শিক্ষা গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে ঐ সমস্ত সমস্যাকে কাটিয়ে ওঠার জন্যই রাজ্যের এই উদ্যোগ।

মুখ্যমন্ত্রীর তরফে এই মেধাশ্রী স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে রাজ্যের প্রায় 2.5 লক্ষের বেশি পড়ুয়া (OBC) পড়ুয়া বার্ষিক 800 টাকা করে সরকারের তরফে আর্থিক সাহায্য পাবে। এই সাহায্যের ফলে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের পুনরায় বিদ্যালয়মুখী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকৃত হতে চলেছেন OBC সম্প্রদায়ের সমস্ত পড়ুয়া।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেধাশ্রী স্কলারশিপ সম্পর্কে বলেছেন যে, “আমি বলেছি 800 টাকা করে দেব। রাজ্য সরকার দেবে। তার নাম দিয়েছি মেধাশ্রী। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। তাই ওবিসিদের টাকা যেহেতু আমরা দেব তাই তাদের জন্য একটা নাম দেওয়া উচিত। তাই আমি নাম দিয়েছি মেধাশ্রী। আজ থেকে ওবিসারা পাবেন মেধাশ্রী স্কলারশিপ। ”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মেধাশ্রী স্কলারশিপ এর আবেদনের যোগ্যতা

ছাত্র ছাত্রীদের মেধাশ্রী স্কলারশিপ পেতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্রছাত্রীদের অবশ্যই OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর হতে হবে। ছাত্র ছাত্রীদের অবশ্যই রাজ্য/কেন্দ্র/বিদ্যালয় /ইনস্টিটিউশন এ পড়তে হবে। পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ এর নীচে হতে হবে।

আবেদনের সঠিক পদ্ধতি দেখুন – মেধাশ্রী স্কলারশিপ

1) অনলাইনের বা অফলাইনের মাধ্যমে আপনারা এই আবেদন করতে পারবেন।
2) www.wbmdfcscholarship.org এই ওয়েবসাইটে যেতে হবে।
3) নিজের কিছু তথ্য দেওয়ার মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং নিজেদের সকল তথ্য দেওয়ার মাধ্যমে এই আবেদন করতে পারবেন। আপনার আবেদন মঞ্জুর হলে সরাসরি ব্যাংকে টাকা পাঠানো হবে।

4) অফলাইনেই আবেদন করতে চাইলে আপনারা এই ফর্ম বিদ্যালয় থেকে সংগ্রহ করে নেবেন।
5) পূর্বে উল্লেখিত সকল নথিপত্রের জেরক্স আপনাদের এই ফর্মের সঙ্গে ফিলাপ করে নিজের বিদ্যালয়ের প্রধানের কাছে জমা করতে হবে।
6) এরপর স্কুলের তরফে অনলাইন পোর্টালে এই সকল তথ্য আপলোড করে দেওয়া হবে।

7) আর এই টাকা পাওয়া শুরু হলে বিদ্যালয়ের তরফে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
8) আবেদনের পূর্বে এই সম্পর্কে সকল তথ্য আপনাদের সংশ্লিষ্ট স্কুলের মাধ্যমে আপনারা জেনে নেবেন।
9) নির্ভুলভাবে সকল তথ্য আপনাদের প্রদান করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজের আরও কয়েকটি স্কলারশিপ রয়েছে। সেগুলি হচ্ছে- কন্যাশ্রী: বাংলার মেয়েদের উচ্চ শিক্ষার জন্য সহায়ক বিশেষ বৃত্তি। ঐক্যশ্রী: রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি। শিক্ষাশ্রী: রাজ্যের প্রায় 11 লক্ষ তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি। মেধাশ্রী: রাজ্যের সমস্ত ওবিসি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।  স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: রাজ্যের যে সব অভাবি-মেধাবি পড়ুয়ার বাৎসরিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম এবং যাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-স্নাতকে প্রাপ্ত নম্বর 60% বা তার বেশি, তাঁরা এই বৃত্তির আওতায় 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেতে পারেন। আবেদন করার ওয়েবসাইট হচ্ছে,  http://wbmdfcscholarship.org/

Contact Details Under Medhashree Scholarship
  • Toll-Free Number: 1800-120-2130
  • Official E-Mail ID: mdfc.wb@gmail.com
Name of OfficersDesignationContact No.
MD.GHULAM ALI ANSARI,IASSECRETARY & CHAIRMAN033-2321-0902
MRIGANKA BISWAS,WBCS(Exe.)MANAGING DIRECTOR033-2321-2995
MD. NAQUI, WBCS(Exe.)GENERAL MANAGER (ADMIN) 
MD SAZZAD SIDDIQUE, WBCS(Exe.)GENERAL MANAGER (LOAN) 
PRADYOT KR. DAS, WBS & ASCHIEF ACCOUNT OFFICER 
SIDDHARTHA CHOWDHURYSr. Law Officer 
Ejaz AhmedOFFICER ON SPECIAL DUTY 

Kotak Kanya Scholarship 2023 | পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ

উপসংহার

অন্যান্য আরও নানা ধরণের রাজ্য এবং কেন্দ্র সরকারি স্কলারশিপ সম্পর্কে জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন। এছাড়া ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনের ওপরে একটি স্টার রেটিং দিয়ে দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

পশ্চিমবঙ্গ মেধাশ্রী স্কলারশিপ 2023 FAQs

পশ্চিমবঙ্গ মেধাশ্রী বৃত্তি 2023-এর জন্য কী কী সুবিধা দেওয়া হয়?
আবেদনকারীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে যাতে তারা এই বৃত্তির বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ মেধাশ্রী বৃত্তির জন্য যোগ্যতার মানদণ্ড কী কী?
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই এর অন্তর্গত হতে হবে।

আমি কিভাবে পশ্চিমবঙ্গ মেধাশ্রী বৃত্তি 2023 এর জন্য আবেদন করতে পারি?
আবেদনকারী বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তৈরি অফিসিয়াল স্কলারশিপ পোর্টালে যেতে পারেন।

পশ্চিমবঙ্গ মেধাশ্রী বৃত্তির পিছনে উদ্দেশ্য কি?
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ রাজ্যে লোকেদের তাদের শিক্ষা সম্পূর্ণ করার সুযোগ প্রদান করা।

পশ্চিমবঙ্গ মেধাশ্রী বৃত্তির জন্য আবেদন করার জন্য কী কী নথির প্রয়োজন?
সফলভাবে আবেদনপত্র পূরণ করার জন্য আপনার জাত শংসাপত্র এবং অন্যান্য তথ্যের প্রয়োজন হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।