বাড়ি হবে আপনার, টাকা দেবে মোদী সরকার! হোম লোনে ভর্তুকি পেতে দেখুন।

PM Home Loan নিয়ে কেন্দ্র সরকারের নতুন আপডেট। আপনি কি বাড়ি কিনতে চাইছেন? কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না! হোম লোন নিতে চাইলেও সুদ দেওয়ার সামর্থ্য নেই! কেন্দ্র সরকার আপনার জন্য নিয়ে এসেছে নতুন পরিকল্পনা। আজকের প্রতিবেদনে আপনাদের কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্প সম্পর্কেই জানানো হবে। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়বেন। আর আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

PM Home Loan Subsidy on Interest

সব মানুষেরই ইচ্ছে থাকে নিজের আবাসন (PM Home Loan) তৈরি করার বা কেনার। কিন্তু বর্তমানে যে হারে খরচাপাতি বাড়ছে তাতে এই স্বপ্ন পূরণ করা মোটেও সহজ নয়। আর মধ্যবিত্ত মানুষদের জন্য তো এটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আবাসনের স্বপ্ন‌ যখন বাস্তবায়ন হতে পারে না, ঠিক সেই সময়েই মানুষের প্রয়োজন পড়ে হোম লোনের। তবে হোম লোনের ভর্তুকি দেওয়া সকলের পক্ষে তো আর সম্ভব হয় না। এইসব কথা ভেবেই কেন্দ্র সরকার নিয়ে এসেছে নতুন পরিকল্পনা। শহরাঞ্চলে ছোট আবাসন কেনার জন্য ক্রেতাদের এবার থেকে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার।

আগামী 5 বছরের জন্য কিন্তু সরকার এই পরিকল্পনায় 60 হাজার কোটি টাকা খরচ করতে চলেছে। সোমবার একটি জনপ্রিয় সংবাদ সংস্থা এই খবর সামনে এনেছে। আগামী 2 মাসের মধ্যে এই প্রকল্প শুরু হয়ে যাবে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পের আওতায় হোম লোন দেওয়া শুরু হবে। তবে অনেকের মতে ভোটের আগে এটি কেন্দ্র সরকারের নতুন চাল। চলতি বছরের শেষেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। এছাড়াও আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন। এইসব কথা ভেবেই বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ সরকার এমন প্রকল্প (PM Home Loan) নিয়ে আসতে চলেছে।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের দাবি হোম লোনের সুদে ভর্তুকি (PM Home Loan) দেওয়ার মাধ্যমে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের মানুষকে নিজেদের দিকে করতে চাইছে বিজেপি সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, আগের মাসেই রান্নার কাজে ব্যবহৃত 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দামে 200 টাকা ভর্তুকির ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এর পিছনেও আসন্ন ভোটের হাত আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনাদের জানিয়ে রাখি, এই বছর স্বাধীনতা দিবসে হোম লোনের ভর্তুকি সংক্রান্ত নতুন প্রকল্প আনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের দৌলতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা হোম লোনের সুদের ক্ষেত্রে কিছুটা সুরাহা পাবেন বলে জানিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন যে, ‘আগামী বছরগুলিতে আমরা একটি নতুন প্রকল্প নিয়ে আসছি। শহরে যে সমস্ত পরিবার ভাড়াবাড়ি বা বস্তি বা বেআইনি কলোনিতে থাকে, তারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।’ সেই প্রকল্প খুব তাড়াতাড়ি চালু করা হবে বলে সরকারি সূত্রে খবর। এক নজরে এই প্রকল্পের কিছু তথ্য জেনে নিন-

  • সর্বোচ্চ 9 লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার।
  • হোমলোনের মোট সুদের ওপর 3 শতাংশ থেকে 6.5 শতাংশ ভর্তুকি কেন্দ্রীয় সরকার দেবে।
  • এই সুবিধা কেবলমাত্র 50 লাখ টাকার কমের হোম লোনের ক্ষেত্রেই পাওয়া যাবে।
  • হোম লোনের মেয়াদ হতে হবে 20 বছর।

একজন সরকারি আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পের দৌলতে শহরাঞ্চলের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের 25 লাখ হোম লোন (PM Home Loan) আবেদনকারী উপকৃত হবেন। তবে আবেদনকারীর বাড়ির চাহিদার ওপর ভিত্তি করেই মোট হোম লোনের ভর্তুকির পরিমাণ নির্ধারণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, আবেদনকারী হোম লোন পাওয়ার পর সেই অ্যাকাউন্টে আগেই ভর্তুকির টাকা দিয়ে দেওয়া হবে। এই প্রকল্প এখনও মন্ত্রিসভা থেকে অনুমোদন পায়নি।

আরও পড়ুন, রান্নার গ্যাস এর দাম কমে গেল ৩০০ টাকা! ফের মোদী সরকারের নতুন ঘোষণা।

  • বাড়ি তৈরিতে ক্রেতাদের ভর্তুকিতে হোমলোন দিতে নতুন PM Home Loan পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের।
  • 60 হাজার কোটি টাকা খরচ করার পরিকল্পনা।
  • আগামী মাস দুয়েকের মধ্যে বিভিন্ন ব্যাঙ্ক এই প্রকল্পে হোমলোন দেওয়া শুরু করতে পারে।

তবে এটি (PM Home Loan) অনুমোদন পাওয়ার পার 2028 সাল পর্যন্ত চলবে। অবশ্য এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক আর কেন্দ্রীয় আবাসন মন্ত্রক। এখনও পর্যন্ত কেন্দ্র সরকার ঋণের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাংকগুলোকে কোনও নির্দেশ দেয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের সাথে ব্যাংকের বৈঠক হতে চলেছে। তার আগেই ব্যাংকগুলিকে সম্ভাব্য ঋণগ্রহীতাদের তালিকা তৈরীর নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত সেই কাজই করছে ব্যাংকগুলি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত উল্লেখ্য এই ধরনের প্রকল্প আগেও কেন্দ্র সরকার শুরু করেছিল। এর আগেও শহরাঞ্চলের কম আয়ের পরিবারগুলিকে হোম লোনের (PM Home Loan) সুদে ভর্তুকি দিয়েছিল কেন্দ্র সরকার। 2017 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত ক্রেডিট লিংক সাবসিডি স্কিমের আওতায় মোট 12.27 মিলিয়ন মানুষের হোম লোন মঞ্জুর হয়েছিল। আর এই প্রকল্পের আওতায় তাঁরা আর্থিকভাবে বেশ উপকৃত হয়েছিলেন। আবার নতুন করে এই প্রকল্প শুরু হওয়ার কারণে আশা করা যাচ্ছে আরও বেশ কিছু মানুষ উপকৃত হবেন। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।