রাম মন্দির উদ্বোধনের দিনে সরকারি ছুটি! তবে পশ্চিমবঙ্গের জেলার ব্লকে ব্লকে র‍্যালী, দেখুন

whatsupbengal.in

Updated on:

Ayodhya Ram Mandir

নিজস্ব প্রতিবেদন: আগামী ২২ জানুয়ারী, ২০২৪ তারিখ সোমবার সারা ভারতের কাছে একটি গৌরবময় দিন। উক্ত দিনে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির (Ayodhya Ram Mandir)। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে ঘোষণা হয়েছে সরকারি ছুটি। পশ্চিমবঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিলেন অন্য প্রোগ্রাম করার উদ্যোগ। দেখে নিয়ে যাক।

Plan for Ayodhya Ram Mandir

বিশেষ দিনে বিশেষ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া। কোলকাতার বুকে অনুষ্ঠিত হবে ৱ্যালি। একদিকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন চলবে আর অন্য দিকে পশ্চিমবঙ্গের কোলকাতায় বিভিন্ন মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বার এর সামনে দিয়ে করা হবে ৱ্যালি। তিনি মা কালীর কাছে প্রার্থনা দিয়েই শুরু করবেন এই ৱ্যালী। এরপর হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে এই ৱ্যালী এবং এরপর হবে পার্ক সার্কাস ময়দানে মিটিং।

সমস্ত ধর্মাবলম্বী মানুষ উপস্থিত থাকবেন সেখানে। এছাড়া তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী জানিয়েছেন যে, রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে বিকেল ৩ টায় হবে ৱ্যালী। তাঁর কথায়, “ধর্ম যার যার, উৎসব সবার”। এবারে আসা যাক বিভিন্ন রাজ্যে রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ঘোষিত ছুটির কথায়।

ইতিমধ্যেই ৫ রাজ্যে সরকারি ছুটি ঘোষিত হয়েছে রাম মন্দির উদ্বোধন (Ayodhya Ram Mandir) উপলক্ষ্যে। তবে সারা দেশে সরকারি ছুটি পালিত হবে কিনা, তা নিয়ে কোন আপডেট মেলে নি কেন্দ্রের তরফ থেকে। তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে আগামী ২২ জানুয়ারী, ২০২৪ তারিখে সোমবার। উক্ত দিনে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই শুভ কাজ সম্পন্ন করবেন। উপস্থিত থাকবেন আরো অনেকেই।

States Officially Declared Public Holiday on 22nd January

উত্তর প্রদেশ:-
আগামী ২২ জানুয়ারী তারিখে উত্তর প্রদেশ রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানা গেছে এ এন আই এর রিপোর্টে। এছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তর প্রদেশ জুড়ে সমস্ত লিকার শপ বন্ধ রাখা হবে।

মধ্য প্রদেশ:-
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব, উক্ত দিনে স্কুল ছুটি ঘোষণা করেছেন। সাধারণ মানুষকে ঐ দিনটিকে উৎসবের মেজাজে কাটানোর ব্যবস্থা করেছেন তিনি। একই ভাবে রাজ্যে থাকবে ড্রাই ডে। তিনি নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন।

গোয়া:-
গোয়া সরকার সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন যে, রাজ্যের স্কুল, কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস বন্ধ থাকবে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের দিনে।

ছত্তিশগড়:-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেব সাই সোশ্যাল মিডিয়া তথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, আগামী ২২ জানুয়ারী তারিখে সারা রাজ্যে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সরকারি ছুটি।

হরিয়ানা:-
রাম মন্দির উদ্বোধনের শুভ দিনে স্কুল ছুটির ঘোষণা করেছে। এছাড়া উক্ত রাজ্যের সমস্ত লিকার শপ থাকবে বন্ধ।

আরও পড়ুন, রাম মন্দির দর্শন- ভ্রমণ গাইড

তবে পশ্চিমবঙ্গে কোন রকম সরকারি ছুটি ঘোষণা হয় নি রাম মন্দির প্রতিষ্ঠার দিনে। তবে রাজ্য জুড়ে জেলায় জেলায় প্রত্যেক ব্লকে বিকাল ৩ টায় হলে ৱ্যালী অনুষ্ঠান। সেক্ষেত্রে সব ধর্মের মানুষদের আহ্বান জানিয়েছেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল