WB School Holiday: সেপ্টেম্বরে স্কুল ছুটির তালিকা দেখুন।

অক্টোবর মাসে পূজোর ছুটির আনন্দে মাতে গোটা বাংলা। তবে তার আগের মাসে গোটা সেপ্টেম্বর জুড়েই এবারে রয়েছে বেশ কয়েকটি ছুটি। সেক্ষেত্রে WB School Holiday List – অনুসারে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তথা স্কুল, কলেজ এবং রাজ্য জুড়ে সরকারি অফিসে থাকছে বেশ কয়েকটি ছুটি। এবারে দেখে নিন সেপ্টেম্বর মাসের পুরো ছুটির তালিকা।

রাজ্য জুড়ে ছুটি, দেখুন WB School Holiday List

এই বছর তথা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্কুল ছুটির তালিকা অনুসারে কবে কবে আর কি কারণে থাকবে স্কুল ছুটি! এই বিষয়ে দেখে নেয়া যাক সম্পূর্ণ তালিকা।

সেপ্টেম্বরে স্কুল ছুটির তালিকা

সেপ্টেম্বরে স্কুল ছুটির তালিকা

ভারত তথা বাংলা জুড়ে উৎসবে মরশুম। আগস্টে খুব একটা ছুটি না থাকলেও এই সেপ্টেম্বর মাসে রয়েছে বেশ কিছু ছুটি। কোন ছুটির সাথে যখন শনি, রবিবারের ছুটি জুড়ে যায়, ঠিক তখনই আনন্দ নেওয়া যায় একটানা ছুটির আনন্দের। অক্টোবর মাস জুড়ে বেশ কিছু ছুটি থাকলেও এবারে সেপ্টেম্বরের ছুটির তালিকা দেখে নেয়া যাক। এবারে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে কবে থাকছে কোন ছুটি, তা একে একে দেখে নিন।

সাপ্তাহিক ছুটির সাথে সাথে রাজ্যের স্কুল-কলেজে বেশ কিছু অন্যান্য ছুটি থাকবে। এই ছুটির ওপরে ভিত্তি করেই অনেকে বিভিন্ন স্থানে বেড়াতে যাবার প্ল্যানিং করে থাকেন আগে থেকেই। এই সেপ্টেম্বর মাসে থাকবে ৫টি রবিবার। তারিখ গুলি হচ্ছে ১, ৮, ১৫, ২২, ২৯। এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরও ২টি ছুটি। সব মিলিয়ে ছুটির তালিকা দেখে নেয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশেষ আকর্ষণ হচ্ছে টানা ছুটি। এক্ষেত্রে সেপ্টেম্বরে থাকছে টানা ছুটির সুবিধাও। এই সেপ্টেম্বরের তৃতীয় রবিবার তথা ১৫ সেপ্টেম্বর হচ্ছে রবিবার। এর সাথে সাথে সোমবার তথা ১৬ সেপ্টেম্বর তারিখেও থাকছে সরকারি ছুটি।

WB School Holiday 2024

  • ১ সেপ্টেম্বর – রবিবার
  • ৮ সেপ্টেম্বর – রবিবার
  • ১৫ সেপ্টেম্বর – রবিবার
  • ২২ সেপ্টেম্বর – রবিবার
  • ২৯ সেপ্টেম্বর – রবিবার

এবারে আরও মাসের বাকি কোন কোন দিনে থাকছে ছুটি, দেখে নিন WB School Holiday List.

  • ৫ সেপ্টেম্বর – শিক্ষক দিবস (স্কুলে পালন করা হয়)
  • ১৬ সেপ্টেম্বর – (সোমবার) ফতোয়া-দোয়াজ-দাহাম উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি
  • ১৭ সেপ্টেম্বর – (মঙ্গলবার) বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

১৪ সেপ্টেম্বর শনিবার স্কুলে থাকে অর্ধ দিবস ছুটি। এরপর ১৫ সেপ্টেম্বর রবিবার এবং এরপর দু’দিন তথা ১৬ ও ১৭ সেপ্টেম্বর যথাক্রমে সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে স্কুল পড়ুয়ারা এবং শিক্ষকরা একটানা ৩ দিন ছুটি পাবেন।

পশ্চিমবঙ্গে সেপ্টেম্বরে স্কুল ছুটির তালিকা ২০২৪

উপসংহার

প্রতিমাসে WB School Holiday হিসেবে স্কুল, কলেজ ছুটি সহ নানা সরকারি প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, পোস্ট অফিসে কবে কবে থাকে সরকারি ছুটি, সরাসরি তা জানতে দেখতে থাকুন।

দুয়ারে সরকার – ৪টি নতুন সুবিধা চালু, আবেদন করলেই টাকা একাউন্টে!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান এর সংক্ষিপ্ত জীবনী।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।