মাত্র ৫০ টাকা জমিয়ে মিলবে ৩৫ লাখ, জানেন কী পোস্ট অফিসের এই স্কিমের কথা!

নিজস্ব প্রতিবেদনঃ বিনিয়োগের ক্ষেত্রে Gram Suraksha Yojana তথা গ্রাম সুরক্ষা যোজনার কথা জানেন না অনেকেই। তবে পোস্ট অফিস যে সাধারণ মানুষের বিনিয়োগের কথা ভেবে দারুণ সমস্ত স্কিম নিয়ে আসে, তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। এই স্কিমে মাত্র ৫০ টাকা করে জমালেই কেল্লাফতে। তবে কীভাবে কারা জমাতে পারবেন এই টাকা, কত বছর থেকে শুরু করা যাবে এই স্কিমে টাকা জমানো, কত দিন পর মিলবে রিটার্ন- এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন।

New Post Office Scheme হিসেবে “গ্রাম সুরক্ষা যোজনা” নামক এই স্কিম নিয়ে এসেছে। এই স্কিমে দৈনিক বা মাসিক স্বল্প পরিমাণে টাকা জমিয়ে এককালীন কয়েক লক্ষ টাকা ম্যাচুরিটি পাওয়া যাবে। গত ২৪ মার্চ ১৯৯৫ সালে এই স্কিমটি চালু করা হয়েছিল। আজকের আলোচনাতে আমরা “গ্রাম সুরক্ষা যোজনা” স্কিমে টাকা রাখার পরে রিটার্ন, পদ্ধতি, নথি সহ আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করতে চলেছি। দেখে নিন, Brief Details on Gram Suraksha Yojana in Post Office LIC Scheme 2023.

How to Invest in Gram Suraksha Yojana

India Post Office -এর দারুন এই স্কিমের কথা অনেকেরই অজানা। পোস্ট অফিসে টাকা জমানোকে অনেকেই সব থেকে বেশি নিরাপদ বলে মনে করেন। এই প্রকল্প পোস্ট অফিসের গ্রামীন ডাক জীবন বীমা প্রকল্প এর অধীনে পরিচালিত হয়ে থাকে। এই স্কিমে রিটার্নের সময়ে মিলবে ৩৫ লক্ষ টাকা। তবে এর জন্য মাসে মাসে মাত্র ৫০ টাকা করে দিলেই হবে। এই প্রকল্প বিশেষ ভাবে গ্রামীণ জনগণের জন্যই তৈরি করা হয়েছে। এবারে এই Gram Suraksha Yojana 2023 সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক।

  • এই Gram Suraksha Yojana -তে বিনিয়োগ করার জন্য ন্যূনতম বয়স ১৯ বছর হতে হবে।
  • সর্বাধিক ৫৫ বছর অবধি বিনিয়োগ করা যেতে পারে।
  • এই প্রকল্পে ন্যূনতম ইন্স্যুরেন্সের অঙ্ক ১০ হাজার ও সর্বাধিক ১০ লক্ষ টাকা হতে হবে।
  • এই প্রকল্পে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিকী বা বার্ষিক বিনিয়োগ করা যেতে পারে।
  • এই প্রকল্পের সাপেক্ষে আপনি ঋণও নিতে পারেন।

Benefits of Post Office Gram Suraksha Yojana

  • পোস্ট অফিস ভিলেজ সিকিউরিটি স্কিম চালু করার ৪৮ মাস পরে ঋণ নেওয়া যেতে পারে।
  • একজন ব্যক্তি তার পরিকল্পনা শুরু হওয়ার তারিখ থেকে ৩ বছর পর প্রিমিয়াম পিছিয়ে দিতে পারেন।
  • ভারতের পোস্ট অফিস থেকে প্রতি ১০০০ টাকায় ৬৫ টাকা বোনাস বরাদ্দ করা হবে।
  • কেউ তার স্কিম এক পোস্ট অফিস থেকে সারা ভারতে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করতে পারেন।
  • এই স্কিমে ঋণ ছাড় পাওয়া যায়। এটি আয়কর আইন ১৯৬১ দ্বারা নিয়ন্ত্রিত ধারা ৮০সি এবং ধারা নম্বর ৮৮ -এর অধীনে উপলব্ধ।

আরও পড়ুন, LIC -এর নতুন স্কিমে সুবিধা পেতে দেখুন এই নতুন স্কিম!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই স্কিমে আপনি যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনার জন্য শুরু করেন, তাহলে ৫৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫১৫ টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে। ৫৮ বছরের জন্য মাসে ১,৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য প্রতি মাসে দিতে হবে ১,৪১১ টাকা। এই পলিসি থেকে বেরিয়ে যেতে চাইলে পলিসি শুরুর ৩ বছর পর তা করার সুবিধা দিয়ে থাকে India Post Office. এই Gram Suraksha Yojana সম্পর্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে।

 

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।