টানা ২ দিনের ছুটি ঘোষণা রাজ্যে! স্কুল, কলেজ থেকে সরকারি অফিসে ছুটির বিজ্ঞপ্তি দেখুন।

রাজ্যে নতুন ছুটি চালু, টানা ২ দিন ছুটি থাকবে প্রাথমিক স্কুল, হাই স্কুল থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান! Holiday in Schools সম্পর্কিত এই নতুন বিজ্ঞপ্তি জেনে নেয়া যাক। কারণ এই ছুটি ছিল না শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশিত ছুটির তালিকাতে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুসারে এবারে চালু হচ্ছে রাজ্যের এই নতুন ছুটি! সরকারি বিজ্ঞপ্তি সহ বিস্তারিত জেনে নেয়া যাক।

রাজ্যের স্কুলে আবার পৃথক পৃথক ভাবে বিভিন্ন দপ্তর থেকে প্রকাশিত হচ্ছে এই নতুন ছুটি ঘোষণা। স্কুলের ছুটির তালিকাতে এই ছুটি সাধারণ ছুটির তালিকাতে না থাকায় নতুন করেই প্রকাশিত হচ্ছে বিজ্ঞপ্তি। দুর্গা পূজার আগের মাসেই শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে এই ছুটি। যদিও নবান্নের তরফ থেকে অনেক আগেই এই ছুটির ঘোষণা করা হয়েছে। তবে এবারে সেই বিজ্ঞপ্তি অনুসারেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রকাশিত হল এই নতুন বিজ্ঞপ্তি।

রাজ্যে নতুন ছুটি ঘোষণা

রাজ্যে করম পূজা উপলক্ষ্যে নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হল স্কুলের জন্য। এবারে ২০২৩ সালে রাজ্যে নতুন ছুটি ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা। স্কুল, কলেজ সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজ্যের সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকছে। অনেক সরকারি প্রতিষ্ঠানে শনিবারেও থাকে ছুটি। তাদের মিলবে একটানা ৩ দিনের ছুটি। আর শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে ২ দিনের টানা ছুটি। সরকারি বিজ্ঞপ্তি দেখে নেয়া যাক।

এবারে রাজ্যে নতুন ছুটি ঘোষণা হবার ফলে দুর্গা পূজার আগেই করম পূজার আমেজে আনন্দে মাতবে গোটা বাংলা। রাজ্যের WBBSE -এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ তথা সোমবার School Holiday -এর বিজ্ঞপ্তি। অর্থাৎ আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার থাকছে সাপ্তাহিক ছুটি। তারই সাথে আগামী সোমবার, ২৫ সেপ্টেম্বর তারিখে থাকছে “করম পূজা” উপলক্ষ্যে এই ছুটি, যা নতুন ছুটি ঘোষণা অনুসারে ছুটির তালিকাতে যুক্ত হচ্ছে এই বছর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

প্রসঙ্গত জানিয়ে রাখি, রাজ্যে নতুন ছুটির বিষয়ে গত সেপ্টেম্বরের ১১ তারিখ, সোমবারে নবান্নের এই বিশেষ বৈঠকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির কথা জানান। এরপর গত ১২ সেপ্টেম্বর তারিখ, মঙ্গল্বারেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য আসে এই খুশীর খবর। সেক্ষেত্রে ছুটির বিষয়ে যা বলা হয়েছিল, তা নিচের সরকারি বিজ্ঞপ্তি অনুসারে দেখে নিন। 

পশ্চিমবঙ্গে সরকারি ছুটি টানা ৩ দিন! সেপ্টেম্বরে নবান্নের বিজ্ঞপ্তি দেখে নিন।

রাজ্যে নতুন ছুটি

উপরে নবান্নের বিজ্ঞপ্তি অনুসারে এবারে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ থেকেও প্রাকাশিত হল রাজ্যে নতুন ছুটির বিজ্ঞপ্তি। এই অনুসারে রাজ্যের মাধ্যমিক স্কুল গুলিতে থাকছে সরকারি ছুটি। তাদের ছুটির তালিকাতেও Holiday in WB for Schools 2023 হিসেবে এই ছুটির অন্তর্ভুক্তি হয়ে গেল। WBBSE -এর বিজ্ঞপ্তি দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যে নতুন ছুটি

এছাড়াও রাজ্যের প্রাথমিক স্কুল গুলির ক্ষেত্রেও করম পূজা উপলক্ষ্যে রাজ্যে নতুন ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে WBBPE অর্থাৎ West Bengal Board of Primary Education. সেক্ষেত্রে আগামী সোমবার করম পূজার জন্য ছুটির কথা জানানো হয়েছে। নিচে বিজ্ঞপ্তির কপি দেওয়া হল।

রাজ্যে নতুন ছুটি

কারা পাবেন না রাজ্যে নতুন ছুটি!

এই ছুটি মিলবে না অনেকেরই। সেক্ষেত্রে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে রয়েছে দমকল বিভাগ, পুলিশ প্রশাসন বিভাগ, হাসপাতাল তথা স্বাস্থ্যক্ষেত্র ইত্যাদি প্রফেশনের সাথে যুক্ত সরকারি কর্মীদের ছুটির কোন রকম প্রভাব পড়বে না। এই সকল ক্ষেত্র আপতকালীন বলেই গণ্য হয়ে থাকে। তবে রাজ্যের অন্যান্য সমস্ত রাজ্য সরকারি প্রতিষ্ঠানে থাকছে ছুটি। তারই পাশাপাশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে রাজ্যে নতুন ছুটি হিসেবে এই করম পূজার ছুটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নবোদয় বিদ্যালয়ে ভর্তির সব তথ্য জেনে রাখুন।

WBBPE থেকে রাজ্যের প্রত্যেক জেলার DPSC তথা District Primary School Council -এর উদ্দেশ্যে পাঠানো বিজ্ঞপ্তির অনুসারে বিভিন্ন জেলার প্রাথমিকে সরকারি এই Holiday হিসেবে করম পূজা উপলক্ষ্যে ঘোষিত রাজ্যে নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কয়েকটি জেলার বিজ্ঞপ্তি এখানে দিয়ে দেওয়া হল। 

রাজ্যে নতুন ছুটি রাজ্যে নতুন ছুটি রাজ্যে নতুন ছুটি

আবেদন শুরু হল পিএম বিশ্বকর্মা যোজনায়! কীভাবে, কোথায় আবেদন করবেন- দেখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি অফিসের বিভিন্ন খবরের পাশাপাশি রাজ্যে নতুন ছুটি সংক্রান্ত আপডেট পেতে আমাদের সাথে থাকুন। এছাড়া আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর রাজ্যের এই ছুটি উপভোগ করতে থাকুন। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।