এবারে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু, নতুন নিয়ম

HS Exam

উচ্চ মাধ্যমিক ২০২৪ থেকেই রাজ্যে চালু হয়ে গেল সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক। সিলেবাস থেকে শুরু করে সমস্ত বিষয়ে আপডেট থাকছে এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল শিক্ষা দফতর সম্প্রতি নতুন করে ঘোষণা করেছে যে, এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (HS Exam) সেমিস্টার পদ্ধতি চালু করা হবে। এক্ষেত্রে এই নতুন সেমিস্টার পদ্ধতির বাস্তবায়ন করা হবে নতুন করেই। এটি পরবর্তী ২০২৪-২০২৫ সেশন থেকেই শুরু করা হবে। সম্প্রতি, নতুন নিয়ম চালু করার জন্য একটি সম্পূর্ণ নতুন কাঠামো এবং সময় সূচী তৈরি করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

HS Council to Start Semester System from 2024

এই প্রস্তাবের লক্ষ্য হল, শিক্ষার্থীদের তাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে সংশোধনের সুযোগ তৈরি করে দেওয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার নতুন সুযোগ দেওয়া। এই পদক্ষেপটি সরকারী এবং রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে সেমিস্টার প্রবর্তনের জন্য রাজ্যের শিক্ষা নীতির সুপারিশ অনুসরণ করে৷ কবে থেকে, এই নতুন সিস্টেম কাজ শুরু করবে WBCHSE, আসুন এই ব্লগ পোস্টে সেই গুরুত্বপূর্ণ তারিখগুলি এবং  পরীক্ষার নম্বরের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেয়া যাক৷

এবার থেকে ৫০% প্রশ্ন হবে MCQ, নতুন পদ্ধতির সাথেই পরিচিত হতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। সেক্ষেত্রে আগামী ২০২৫ সালে নেওয়া হবে প্রথম সেমিস্টার। সেক্ষেত্রে নভেম্বরে হবে প্রথম পরীক্ষা এবং ২০২৬ সালের মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। এই নতুন পদ্ধতিতে (Semester System) প্রথম সফল হবেন পরীক্ষার্থীরা আগামী ২০২৬ সালেই।

কেন্দ্রের সিবিএসই-র মতো করেই এবারে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে হতে চলেছে মূল্যায়ন। এবার থেকে প্রতি বছর ২ বার করে দিতে হবে পরীক্ষা। স্কুল শিক্ষা দপ্তর (WB School Education Department) থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটিও। দ্রুততার সাথেই তারা এই নিয়ে নির্ভুল রিপোর্ট পেশ করবেন।

মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ, আবেদন করলেই প্রতি মাসে ৫০০ টাকা

পড়ুয়াদের কত বার পরীক্ষা দিতে হবে
এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে, একজন পরীক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ২ বার এবং দ্বাদশে ২ বার হিসেবে মোট ৪ বার এই সেমিস্টার পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ আগের মতো আর কোন একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে না।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন যে, “জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা একটি মূল্যায়নের ওপরে নির্ভরশীল। একটি পরীক্ষার মাধ্যমের প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়, ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের প্রকৃত মেধা সম্বন্ধে সঠিক ভাবে জানা যায়।” বিষয় ভিত্তিক সিলেবাস জানতে রাজ্যের উচ্চ মাধ্যমিক কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

উচ্চ মাধ্যমিক সেমিস্টারে, কিছু নতুন নিয়ম

  • একাদশে ২ টি সেমিস্টার পরীক্ষা হবে।
  • দ্বাদশে আরও ২ টি সেমিস্টার হবে।
  • প্রথম সেমিস্টারে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস প্রশ্ন।
  • দ্বিতীয় সেমিস্টারে হবে নৈর্বক্তিক।
  • সেক্ষেত্রে ছোট বা বড় প্রশ্ন মিলিয়ে প্রশ্নপত্র তৈরি করা হবে।
  • সেক্ষেত্রে থাকবে বাকি ৫০ নম্বর।

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষা: সেমেস্টার সিস্টেম

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Class 11 এবং 12) সেমেস্টার সিস্টেম চালু করেছে। সেমেস্টার সিস্টেমে শিক্ষাবর্ষ দুটি সেমেস্টারে বিভক্ত হয়। প্রতিটি সেমেস্টারে আলাদা পরীক্ষা নেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা উভয় সেমেস্টারের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন পান।

WBCHSE এর সেমেস্টার সিস্টেম কী? সেমেস্টার সিস্টেম হল একটি শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষাবর্ষকে দুটি বা ততোধিক ভাগে বিভক্ত করা হয়। প্রতিটি সেমেস্টারের শেষে পরীক্ষা নেওয়া হয় এবং শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল নির্ধারণ করা হয়।

পশ্চিমবঙ্গের Class 11 এর সেমেস্টার সিস্টেম কী? Class 11 এ শিক্ষাবর্ষ দুটি সেমেস্টারে বিভক্ত হয়। প্রতিটি সেমেস্টারের শেষে পরীক্ষা নেওয়া হয় এবং শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী মূল্যায়ন করা হয়।

পশ্চিমবঙ্গের নতুন সেমেস্টার সিস্টেম কী? নতুন সেমেস্টার সিস্টেমে শিক্ষার্থীরা প্রতিটি সেমেস্টারে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন পান। এটি শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে প্রস্তুতি নিতে সহায়তা করে।

উচ্চ বিদ্যালয়ের সেমেস্টার পরীক্ষা কী? উচ্চ বিদ্যালয়ের সেমেস্টার পরীক্ষায় প্রতিটি সেমেস্টারের শেষে পরীক্ষা নেওয়া হয়, যেখানে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

সেমেস্টার সিস্টেমের সুবিধা ও অসুবিধা: সেমেস্টার সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত মূল্যায়ন পায় যা তাদের শিক্ষার অগ্রগতি মনিটর করতে সহায়ক হয়। তবে অনেকের মতে, ঘন ঘন পরীক্ষা শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

প্রথম সেমেস্টার কী? প্রথম সেমেস্টার হল শিক্ষাবর্ষের প্রথম ভাগ, যা সাধারণত প্রথম ছয় মাসের জন্য হয়।

WBCHSE এর নতুন শিক্ষানীতি কী? WBCHSE নতুন শিক্ষানীতির মাধ্যমে সেমেস্টার সিস্টেম চালু করেছে, যা শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন ও প্রস্তুতির সুযোগ দেয়।

ক্রেডিট ও সেমেস্টার সিস্টেম কী? ক্রেডিট ও সেমেস্টার সিস্টেমে শিক্ষার্থীরা প্রতিটি সেমেস্টারে নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট অর্জন করে যা তাদের ডিগ্রি সম্পন্ন করতে সহায়ক হয়।

প্রথম সেমিস্টারে OMR Sheet -এ। এই নয়া পদ্ধতিতে HS Exam অন্য পরীক্ষাকেন্দ্রে গিয়ে দিতে হবে ২ বার। থিয়োরি পরীক্ষা বাদে প্র্যাক্টিক্যাল পরীক্ষা যাদের থাকবে, তাদের একবারই দিতে হবে পরীক্ষা। আগামী বছর তথা ২০২৪ সালে যারা ভর্তি হবে একাদশে, তাদের থেকেই চালু হবে এই নয়া সিস্টেম। এই বিষয়ে পরপর আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল