HS Pass Fail: উচ্চ মাধ্যমিকে পাশ ফেল নিয়ে নয়া আপডেট সংসদের! দেখুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদনঃ এই ২০২৪ সালের পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশের অপেক্ষা। অপরদিকে আগামী বছর ২০২৫ সালে সেমিস্টার পদ্ধতিতে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে পাশ ফেল (HS Pass Fail) এর নিয়ম নিয়ে সামনে এল নতুন আপডেট। আগামী ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাদশে ২ টি পরীক্ষা এবং দ্বাদশে ২ টি পরীক্ষার কথা ইতিমধ্যেই জানা গেছে। বাকি বিষয়গুলি আজকের আলোচনায় জেনে নেয়া যাক।

New Update for HS Pass Fail Rule

সেমিস্টার পদ্ধতিতে পাশ ফেল
সেমিস্টার পদ্ধতিতে ফিরে আসতে চলেছে পাশ ফেল প্রথা (HS Pass Fail)! বিস্তারিত জানালো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে তা আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম বারের জন্য চলতে শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয় স্তরে চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা।

চারটি সেমিস্টারে উচ্চ মাধ্যমিক
সেমিস্টার পদ্ধতিতে ঠিক কিভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে তাই ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিল। জানানো হয়েছিল একাদশ এবং দ্বাদশের পরীক্ষা সম্পন্ন হবে মোট চারটি সেমিস্টারে। এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারটি হবে একাদশ শ্রেণির জন্য এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারটি হবে দ্বাদশ শ্রেণির জন্য।

সেমিস্টার সিস্টেমে মূল্যায়ন পদ্ধতি
সেমিস্টার সিস্টেমে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কি হবে তা আগেই ঘোষণা করে দিয়েছিল কাউন্সিল। জানানো হয়েছিল একাদশ এবং দ্বাদশ এই দুটি শ্রেণীর জন্যই প্রথম পরীক্ষাটি হবে mcq নির্ভর এবং দ্বিতীয় পরীক্ষাটিতে থাকবে বড় প্রশ্ন। বিশেষ উল্লেখ্য বিষয় হলো সংসদের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল প্রথম ও তৃতীয় সিমেস্টারে পাশ ফেল কিছু থাকবে না। কিন্তু এই সিদ্ধান্তেই এবার বদল আনলও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথম এবং তৃতীয় সেমিস্টারেও পাশ ফেল

সংসদের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নের কথা মাথায় রেখে এই সিদ্ধান্তের বদল ঘটানো হচ্ছে। অর্থাৎ প্রথম এবং তৃতীয় সেমিস্টারেও থাকবে পাশ ফেল প্রথা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক এ প্রসঙ্গে জানিয়েছেন বাংলার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এবং তাদের মান উন্নয়ন ঘটানোর জন্যই পাশ ফেল প্রথাকে ফিরিয়ে আনা হয়েছে। প্রতিটি সেমিস্টারের নূন্যতম নম্বর পেয়ে পাশ না করলে পরে সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবে না ছাত্র ছাত্রীরা।

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ঠিক কত নম্বরে হবে এবং দুটি সেমিস্টার এ কিভাবে এই নম্বর বিভাজন হবে সে প্রসঙ্গে আগেই জানিয়ে দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যা যা জানানো হয়েছিল তা দেখে নেয়া যাক

  • প্রাক্টিক্যাল ভিত্তিক বিষয়গুলিতে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে যা দুটি সেমিস্টারে বিভাজন করে ৩৫ নম্বরে পরীক্ষাটি নেওয়া হবে।
  • নন প্র্যাকটিকাল বিষয়গুলির ক্ষেত্রে ৮০ নম্বরের লেখা পরীক্ষা হবে যা দুটি সেমিস্টারে ৪০ নম্বরে বিভাজন করে পরীক্ষা নেওয়া হবে।
  • একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা অর্থাৎ প্রথম সেমিস্টারে এবং দ্বাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা অর্থাৎ তৃতীয় সেমিস্টারের নূন্যতম নম্বর না পেলে পরবর্তী সেমিস্টারে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা।

বিভিন্ন জেলায় মর্নিং স্কুল, কত দিন চলবে – দেখে রাখুন

উচ্চ মাধ্যমিক নিয়ে নানা মতামত
শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদেরাও। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন সংসদ পাস ফেলের প্রথা ফিরিয়ে এনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ পাশ ফেল প্রথা না থাকলে উচ্চমাধ্যমিকের মান অনেকটাই নিম্নমুখী হয়ে যেত। যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন পাশ ফেল প্রথাকে ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এর ফলে ছাত্র ছাত্রীদের প্রতিটি সেমিস্টারের প্রতিই সমান গুরুত্ব থাকবে।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।