BSNL: সেপ্টেম্বরের সেরা অফার, রিচার্জে বাজিমাৎ!

BSNL

BSNL গ্রাহক হলে নিজের মোবাইল রিচার্জ করার আগে আজকের এই প্রতিবেদন অবশ্যই দেখে নিন। কারণ আজকের এই ৩টি সেরা রিচার্জ অফার সম্পর্কে জেনে নেয়া খুবই দরকার। কারণ এগুলি জিও কিংবা এয়ারটেল, VI -দেরকে রীতিমতো পেছনে ফেলে দেবে। আর যদি হয়ে থাকেন, অন্য টেলিকম কোম্পানির গ্রাহক, তাহলে হয়তো আপনি চলে আসতে চাইবেন বিএসএনএল এর পরিষেবার মধ্যে।

BSNL

BSNL সেপ্টেম্বর অফার

বর্তমানে BSNL তথা ভারত সঞ্চার নিগম লিমিটেড এর সেরা ৩টি সাশ্রয়ী অফার দেখে নেয়া যাক। তার কারণ, অনেকেরই দরকার পড়ে না অনেক বেশি কথা বলার বা ইন্টারনেট করার। আবার অনেকের কথা বলতে হলেই ইন্টারনেট করার দরকার নেই। কিন্তু সঠিক অফার গুলি না জানার ফলে বেশি টাকা দিয়ে করিয়ে ফেলেন মোবাইল রিচার্জ!

প্রথমেই যে অফারের কথা বলবো, সেখানে মিলবে ৩৫ দিনের লং ভ্যালিডিটি। সাথেই পাবেন ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা, আর ২০০ মিনিট ফ্রি ভয়েস কল করার বিশেষ সুবিধা। সেক্ষেত্রে লোকাল বা STD কল করা যাবে। এর সাথে সাথে উপরি পাওনা হিসেবে মিলবে এই ৩৫ দিনের জন্য ফ্রি BSNL কলার টিউন। আর এই সবটাই পেয়ে যাবেন মাত্র ১০৭ টাকার রিচার্জে।

এবারে জেনে নেয়া যাক, বাকি আরও ২টি চমৎকার প্ল্যান। এক্ষেত্রে ৩০ দিনের লং ভ্যালিডিটির সাথে মিলবে Unlimited Local/STD Call করার সুবিধা আর তাও আবার যেকোনো নেটওয়ার্কে। এর সাথে থাকছে ১০ জিবি ইন্টারনেট সার্ফিং ডেটা, ফ্রী BSNL টিউন। সাথে মিলবে একাধিক রিচার্জ করে সুবিধা নেবার সুযোগ। এই প্ল্যানের মূল্য মাত্র ১৪৭ টাকা।

BSNL

সর্বশেষ যে ধামাকা প্ল্যান এর কথা বলবো, সেখানে আপনি পেয়ে যাবেন একই সাথে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা আর তারই সাথে সাথে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট করার বিশেষ সুবিধা। এক্ষেত্রে আপনাকে রিচার্জ করতে হবে মাত্র ১৯৯ টাকা দিয়ে। এই প্ল্যানের ভ্যাইডিটি মিলবে মাত্র ৩০ দিনের জন্য। আর এক্ষেত্রে আপনি প্রতিদিন ১০০ টি করে SMS ফ্রিতে করার সুবিধাও পেয়ে যাবেন

মোবাইল রিচার্জে দারুণ অফার! বাড়তি সুবিধা পেতে এখুনি দেখুন।

BSNL Recharge -এর এই রকম বিভিন্ন পপুলার প্ল্যান মাসে মাসে পেতে আমাদের সাথে থাকুন। দেখতে থাকুন আমাদের পরবর্তী প্ল্যান গুলি। এই বিএসএনএল রিচার্জ ছাড়াও জিও, এয়ারটেল, VI -এর বিভিন্ন চমৎকার অফার জানতে পারবেন এখানেই। প্রতিবেদন ভালো লাগলে একটু সময় ব্যয় করে ওপরে একটি “Star Rating” দিতে ভুলবেন না যেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।

সেপ্টেম্বরের জিও রিচার্জে মিলছে দারুণ ক্যাশব্যাক! কীভাবে মিলবে, কোড জান…

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল