BSNL Recharge Plan: নতুন বছরে রিচার্জে মিলছে চমক! BSNL গ্রাহকদের জন্য দারুণ সুখবর

Amalendu Biswas

BSNL Reccharge Plan 2024

নিজস্ব প্রতিবেদনঃ টেলিকম দুনিয়াতে এবারে সামনের দিকে অনেকটাই এগিয়ে থাকছে বিএসএনএল (BSNL), কারণ এবারে BSNL Recharge Plan 2024 দেখলে চমকে যাবেন আপনিও! নতুন আর নজরকাড়া সব মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। মাসে মাসে আর লাগবে না মোবাইল রিচার্জ নিয়ে দুশ্চিন্তা। চলুন তবে, আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নেয়া যাক।

New and Attractive BSNL Recharge Plan 2024

(১/৫) ১৮ টাকার রিচার্জ প্ল্যানঃ-
এটি একটি অ্যাড-অন প্ল্যান, যেখানে মাত্র ১৮ টাকা দিয়ে রিচার্জ করলে মিলবে প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। সাথেই মিলবে অফুরন্ত কথা বলার সুযোগ। এত সস্তা অফার আর অন্য কোন টেলিকম কোম্পানির হাতে নেই। এই সুযোগ মিলবে ২ দিনের জন্য। তবে এক্ষেত্রে কোন রকম এসএমএস (SMS) পাঠানোর সুযোগ থাকছে না।

(২/৫) ৮৭ টাকার রিচার্জ প্ল্যানঃ-
এক্ষেত্রে মিলবে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সুযোগ। এর সাথে থাকবে অফুরন্ত কলিং (Unlimited Calling) করার সুযোগ। ১৪ দিনের ভ্যালিডিটি থাকবে এই প্ল্যানে। তবে কোন ফ্রি এসএমএস (SMS) পাঠানোর সুযোগ থাকছে না।

(৩/৫) ১০৭ টাকার রিচার্জ প্ল্যানঃ-
এই প্ল্যানে থাকছে না কোন আনলিমিটেড কলিং এর সুবিধা। তবে এক্ষেত্রে ২০০ মিনিট কল করার সুবিধার সাথে থাকবে ৩ জিবি এর এককালীন ইন্টারনেট। এক্ষেত্রে কোন এসএমএস (SMS) পাঠানোর সুযোগ থাকছে না। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি থাকছে ৩৫ দিনের জন্য। এক্ষেত্রে তাঁদের সুবিধ আহবে, যাদের খুব বেশি ইন্টারনেট ব্যবহারের দরকার লাগে না।

(৪/৫) ১৩৯ টাকার রিচার্জ প্ল্যানঃ-
প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ডেটা, অফুরন্ত লোকাল/ STD কলিং করার সুবিধা থাকছে। তবে এক্ষেত্রেও কোন এসএমএস (SMS) পাঠানোর সুযোগ থাকছে না। এই অফার থাকবে ২৮ দিনের জন্য। কলিং আর ইন্টারনেট এর জন্য এই প্ল্যান বেশ লাভজনক।

(৫/৫) যারা একটু বেশি দিনের ভ্যালিডিটি চান, তাঁদের জন্য কয়েকটি প্ল্যানের (BSNL Recharge Plan 2024) বিষয়ে আলোচনা করা যাক।
৩১৯ টাকার প্ল্যান- ৩০০ ফ্রি SMS, আনলিমিটেড কলিং, ১০ জিবি এককালীন ইন্টারনেট ডেটা, ৬৫ দিনের লং ভ্যালিডিটি।

৬৯৯ টাকার প্ল্যান- প্রতিদিন ১০০ টি করে ফ্রি SMS, আনলিমিটেড কলিং, রোজ ০.৫ জিবি করে ইন্টারনেট ডেটা আর ১৩০ দিনের লং ভ্যালিডিটি।
৯৯৯ টাকার প্ল্যান- ২০০ দিনের লং লং ভ্যালিডিটি আর আনলিমিটেড কলিং এর সুবিধা। এক্ষেত্রে কোন রকমের ফ্রি SMS বা ইন্টারনেট ডেটা এর সুবিধা থাকছে না।

১১৯৮ টাকার ৩৬৫ দিনের এক্সট্রা লং ভ্যালিডিটি প্ল্যান- এই প্ল্যানের সুবিধা তো অবাক করার মতো। এক্ষেত্রে প্রতিমাসে মিলবে ৩০ টি করে ফ্রি SMS. ৩০০ মিনিট করে ফ্রি কলিং মিলবে প্রতি মাসের জন্য। সাথেই মিলবে ৩ জিবি করে ইন্টারনেট প্রতি মাসে।

১১৯৯ টাকার প্ল্যান মিলছে ৩৩৬ দিনের জন্য। এক্ষেত্রে মিলবে প্রতিদিন ১০০ টি করে ফ্রি SMS, লোকাল এবং STD -তে ফ্রি কলিং আনলিমিটেড, ২৪ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহারর দারুণ সুযোগ। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন টেলিগ্রাম বা হোয়াটস্যাপ গ্রুপে। সকলের জন্য রইল ইংরেজি নতুন বছর ২০২৪ এর জন্য অনেক অনেক শুভ কামনা। ধন্যবাদ।
Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

1 thought on “BSNL Recharge Plan: নতুন বছরে রিচার্জে মিলছে চমক! BSNL গ্রাহকদের জন্য দারুণ সুখবর”

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল