আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক নিয়ে ভোটের আগেই নয়া আপডেট! জেনে রাখুন

Big Update on Aadhaar Epic Link 2024: সাধারণ মানুষের সুবিধার্থে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক এর বিষয়ে অনেক আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এই লিঙ্ক কী করতেই হবে, না করলে কি জরিমানা দিতে হবে, এই আধার-ভোটার লিঙ্ক করার শেষ তারিখ কবে – এই বিষয়ে রয়েছে স্পষ্ট আপডেট। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে থাকছে বিশেষ আপডেট।

Latest Update on Aadhaar Epic Link 2024

প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক হলেও ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা তথা Aadhaar Epic Link বাধ্যতামূলক নয় বলেই স্পষ্ট আপডেট রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়ে বিভ্রান্তিমূলক আলোচনা হতে দেখা গেছে। এই সমস্যার সমাধানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

আধার কার্ড আর ভোটার কার্ড প্রতিটি ভারতবাসীর পরিচয় পত্র। এই দুই নথির সংযুক্তিকরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধন্দ দেখা দিচ্ছে। সরকারের তরফ থেকে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন না কিভাবে করবেন এই লিংক? লিংক করা কি সত্যিই আবশ্যক? এই ধরনের খুঁটিনাটি প্রশ্ন আপনার মনেও এসে থাকতে পারে। তবে যেই তথ্য আমাদের কানে এসে পৌঁছায়, তা যে সবসময় সত্য হবে এমন কিন্তু নয়।

সামনেই ভোট। এই সময় ভোটার কার্ডের প্রয়োজন সব থেকে বেশি পরে। নির্বাচন কমিশন আধার কার্ডের সাথে ভোটার কার্ড সংযুক্তিকরণ সংক্রান্ত নির্দেশ দিয়েছে। ২০২১ সালে লোকসভায় এই আধার কার্ডের সাথে ভোটার কার্ড সংযুক্তিকরণ নিয়ে আইন পাস হয়েছিল। তারপর কেন্দ্র সরকারের তরফ থেকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়। আপনারা কি আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনাদের জানিয়ে রাখি, অনেক জায়গায় শোনা যাচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক না করালে সরকারি প্রকল্পের সাহায্য পাওয়া যাবে না। আবার কেউ কেউ তো বলছেন ভোটই দেওয়া যাবে না। এই তথ্য কিন্তু সম্পূর্ণ ভুল। আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক নয়।

এটি সম্পূর্ণ নির্ভর করছে উপভোক্তার ইচ্ছের ওপর। শুধুমাত্র এই তথ্য নয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ঘোষণা সবকিছু নিয়েই ভুল তথ্য অনলাইনে ঘোরাফেরা করে। যে কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এবার ‘মিথ ভার্সেস রিয়েলিটি’ নামক ওয়েবসাইট খুলেছে নির্বাচন কমিশন। সম্প্রতি এই ওয়েবসাইটের উদ্বোধন করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু আর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে যাবে আসল তথ্য।

আপনারা সরকারি প্রকল্প ও সরকার প্রদত্ত নির্দেশ সংক্রান্ত নিজেদের যে কোন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। সমস্ত তথ্যের সত্যতা সুনিশ্চিত করতে পারবেন ‘মিথ ভার্সেস রিয়েলিটি’ নামক এই ওয়েবসাইট থেকে। আসলে বর্তমান সময়ে সবকিছুই ডিজিটাল।

আমরা এখন নিজেদের সমস্যার সমাধান ইন্টারনেটেই খুঁজি। তাই সরকার সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে এই নতুন ওয়েবসাইটটি খুলেছে। সামনেই যেহেতু ভোট, এই সময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে দুষ্কৃতীরা মিথ্যা খবর ছড়ায়। যে কারণে অনেক জায়গায় বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। এইসব সমস্যা এড়াতেই ভোটের আগে চটজলদি ওয়েবসাইটটি খুলে খেলেছে নির্বাচন কমিশন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে (NVSP) ভোটার এবং আধার লিঙ্ক করার পদ্ধতি:

  • ১. প্রথমেই ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টালে যেতে হবে।
  • ২. এরপর নিজের মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর দিয়ে লগইন করতে হবে। নতুন হলে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ৩. নিজ নিজ রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ ইত্যাদি লিখতে হবে।
  • ৪. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ‘সার্চ’-এ করতে হবে। সমস্ত তথ্য সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে গেলে তা স্ক্রিনে দেখাবে।
  • ৫. স্ক্রিনের বাঁ দিকে থাকা ‘ফিড আধার নং’ অপশনে ক্লিক করুন।
  • ৬. একটি পপ-আপ পেজ আসবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম দিতে হবে। এরপর সাবমিট করলেই হয়ে যাবে আধার ভোটার লিঙ্ক করার কাজ।

ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক – স্ট্যাটাস চেক করার পদ্ধতি

  • রেফারেন্স নম্বর দিয়ে ভোটার আইডি এবং আধার লিঙ্ক স্ট্যাটাস চেক:
  • ধাপ 1: NVSP পোর্টালে যান।
  • ধাপ 2: এবারে ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে।
  • ধাপ 3: রাজ্য নির্বাচন রেফারেন্স আইডি লিখুন।
  • ধাপ 4: ‘ট্র্যাক স্ট্যাটাস’ -এ ক্লিক করুন।
    আপনি ভোটার আইডি আধার লিঙ্ক স্ট্যাটাস দেখতে পাবেন স্ক্রিনে। এভাবেই দেখে নিন যে, সঠিকভাবে আপনার লিঙ্ক করার কাজ সম্পন্ন হয়েছে কিনা।

দেখুন, ডিজিটাল এবং ই-রেশন কার্ড নিয়ে নয়া আপডেট!

কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, প্রায় সমস্ত ধরণের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট পেতে আমাদের হোমপেজে প্রকল্প সেকশনে ভিজিট করতে পারেন। সকলে সঠিক সময়ে সমস্ত কাজ আপডেট করে রাখাই শ্রেয়। আপনাদের যেকোন ধরণের মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ।
Written by Aindrila Munmun Dhani.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

নমস্কার, আমি ঐন্দ্রিলা মুনমুন ধনী। বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করার সময়েই লেখালেখি শুরু। গত ৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ওয়েবসাইটের সাথে লেখালিখির কাজ করেছি। সরকারি প্রকল্প, সরকারি কর্মী, শিক্ষা, ব্যবসা, টেক, টেলিকম, দৈনিক নানা আপডেট ইত্যাদি সম্পর্কে ব্লগ লেখালিখি করি। সকলের জন্য সঠিক ও নির্ভুল তথ্য সম্পন্ন লেখা লিখি করতে পছন্দ করি।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।