নতুন আর ফাটাফাটি প্ল্যান আনলো LIC! ৫ বছর টাকা জমান আর আজীবন রিটার্ন

নিজস্ব প্রতিবেদনঃ LIC Jeevan Utsav, আগামী ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ বুধবার এলআইসি নিয়ে হাজির হতে চলেছে নতুন একটি ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানের নাম-  LIC Jeevan Utsav Plan. এই প্ল্যানের বিষয়ে আরও বিস্তারিত জানার আগে LIC সংস্থা সম্পর্কে কিছু কথা জেনে নেয়া যাক। উইকিপিডিয়া এর তথ্য অনুসারে, ভারতীয় জীবন বীমা নিগম (Life Insurance Corporation of India) ভারতের সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা।

সম্পূর্ণ ভারত সরকার-এর অধীনস্থ ভারতীয় জীবন বীমা নিগম, সরকারের খরচের প্রায় ২৪.৬% পুঁজির যোগান দেয়। বর্তমানে এই সংস্থার স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৩.২৫ ট্রিলিয়ন টাকা। ভারতীয় জীবন বীমা নিগমের স্থাপনা অধিমিয়মের দ্বারা করা হয়েছিল এবং একে ভারতের রাষ্ট্রপতি ১৮ জুন ১৯৫৬ –তে এর স্বীকৃতি প্রদান করেন। এই অধিনিয়ম ১ জুলাই ১৯৫৬ সাল থেকে লাগু করা হয় এবং ১ সেপ্টেম্বর ১৯৫৬ তে ভারতীয় জীবন বীমা নিগমের কাজকর্ম আরম্ভ হয়।

New Plan by LIC India named LIC Jeevan Utsav

এই LIC Jeevan Utsav প্ল্যানের কিছু বিশেষ ফিচার্স জেনে নেয়া যাক। এটি একটি প্ল্যান যা আপনার সারা জীবনের সুরক্ষা (Whole Life Insurance Plan) করে। জীবন উমাঙ্গ প্ল্যানে যেমন ১০০ বছরের কভারেজ মেলে, এই প্ল্যানেও তেমন সুবিধা থাকছে। সারা জীবনের জন্য নিশ্চিত আয়ের সুযোগ দিচ্ছে এই জীবন উৎসব প্ল্যান। জীবন উমাঙ্গ প্ল্যানে মেলে ৮% হারে গ্যারান্টেড ইনকাম ঠিক তেমনই এক্ষেত্রে জীবন উৎসবে মিলবে ১০% হারে বার্ষিক রিটার্ন পাওয়া সম্ভব।

এটিকে রেগুলার ইনকাম এর সুবিধাও বলা চলে। এক্ষেত্রে প্রিমিয়াম জমা করতে হবে মাত্র ৫ বছর। যারা কম সময়ের জন্য প্রিমিয়াম জমার প্ল্যানের খোঁজ করে থাকেন, তাদের জন্য এই নতুন এলআইসি প্ল্যান হিসেবে জীবন উৎসব বেশ লাভজনক। এই প্ল্যানে আরও সুবিধা হচ্ছে যে, এক্ষেত্রে গ্যারান্টিড সংযুক্তি মেলে। অর্থাৎ, জীবন উমাঙ্গে যেমন বোনাসের সুবিধা আছে সেই রকম এক্ষেত্রে গ্যারান্টেড আমাউন্ট পাওয়া যাবে যা আগে থেকেই আপনি জানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যারা এই জীবন উৎসব নামক নতুন প্ল্যানের সুবিধা নিতে পারবেন, জেনে নেয়া যাক। এই প্ল্যান নিতে গেলে অন্ততপক্ষে বয়স হতে হবে ৯০ দিন। আর সর্বাধিক বয়সের সীমা রাখা হয়েছে ৬৫ বছর বয়স। প্রিমিয়াম দেবার যে টার্ম রয়েছে, সেক্ষেত্রে ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা করার সুযোগ থাকছে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক।

যদি কেউ ৫ থেকে ৮ বছরের জন্য প্রিমিয়াম পেয়িং টার্ম নিতে চান, তাহলে তাকে অন্তত ৮ বছর থেকে ৬৫ বছর বয়সের হতে হবে। আর যদি কেউ ১৬ বছরের জন্য প্রিমিয়াম পেয়িং টার্ম নিতে চান, তাহলে তাকে ৯০ দিন থেকে ৫৯ বছর বয়সের মধ্যে থাকতে হবে। এবারে মিনিমাম সাম অ্যাসিউরড এর বিষয়ে জানা যাক। এক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিনিমাম সাম অ্যাসিউরড এর কথা জানানো হয়েছে। এই হিসেবে আপনার প্রিমিয়াম হিসেব করা হবে। সর্বাধিক সাম অ্যাসিউরড এর কোন উর্দ্ধসীমা নেই। জীবন উৎসব প্ল্যানের সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেয়া যাক।

উদাহরণ সহ বোঝা যাক জীবন উৎসব প্ল্যান

ধরা যাক, রাজেন্দ্র এর বয়স ৩০ বছর। তিনি ১০ লক্ষ টাকার ইন্সিউরেন্স কভার নিতে চান এবং প্রিমিয়াম পেয়িং টার্ম হিসেবে ১৬ বছরের স্ল্যাব পছন্দ করেছেন। সেক্ষেত্রে তিনি কম বছরের স্ল্যাব পছন্দ করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রিমিয়াম হিসেবে বেশি টাকা জমা করতে হবে। এক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে জিএসটি সহ ৫৮,৭৫০ টাকা। এটা বার্ষিক প্রিমিয়াম যা তিনি ৬ মাসে বা প্রতি মাসেও জমা করতে পারবেন। এই টাকা প্ল্যান নেবার পরবর্তী ১৬ বছর পর্যন্ত জমা করে যেতে হবে। এরপর আপনাকে আরও ২ বছর অপেক্ষা করতে হবে। এটি ডেফারমেন্ট পিরিয়ড হিসেবে পরিচিত। ১৯তম বছর থেকে এই পলিসির সুবিধা মিলতে শুরু করবে। ৫ বছরের পেমেন্ট টার্ম নিলে বেনিফিট পেতে শুরু করবে ১১ বছর পর থেকে। ১০ বছরের পেমেন্ট টার্ম নিলে বেনিফিট পেতে শুরু করবেন ১৩তম বছর থেকে।

এলআইসি জীবন উৎসব প্ল্যানের সুবিধা জেনে নেয়া যাক। এক্ষেত্রে ২ ধরণের সুবিধা মেলে। একটি হচ্ছে রেগুলার ইনকাম এর সুবিধা। ১০ লক্ষ টাকার প্ল্যানের ক্ষেত্রে ১০% বেসিক সাম অ্যাসিউরড এর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ প্রতি বছর ১ লক্ষ টাকা করে প্রতি বছর পেতে থাকবেন ততদিন, যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। আর ২০ লক্ষ টাকার প্ল্যানে বছরে পেতে থাকবেন ২ লক্ষ টাকা করে আজীবন। আর প্ল্যান ধারকের জীবনাবসানের পর নমিনি পাবেন ডেথ বেনিফিট। সেক্ষেত্রে তিনি কত পাবেন তা জেনে নেয়া যাক। ধরা যাক পলিসি ধারকের ২৬ তম পলিসি বছরে জীবনাবসান ঘটে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডেথ বেনিফিট হিসেবে মিলবে মৃত্যুকালীন সাম অ্যাসিউরড এবং গ্যারান্টিড অ্যাডিশন

সেক্ষেত্রে ডেথ বেনিফিট হিসেবে মিলবে মৃত্যুকালীন সাম অ্যাসিউরড এবং গ্যারান্টিড অ্যাডিশন, এই দুইয়ের সুবিধা মিলবে। এক্ষেত্রেও ৩ সুবিধা মিলবে। ১০০০ টাকার হিসেবে বছরে ৪০ টাকা মিলবে সাম অ্যাসিউরড হিসেবে। এবারে ১০ লক্ষ টাকার প্ল্যান নিলে সেক্ষেত্রে বছরে হিসেব দাঁড়ায়, (১০,০০,০০০/১,০০০*৪০= ৪০,০০০ টাকা)। এভাবে ১৬ বছরে মিলবে (৪০,০০০*১৬= ৬,৪০,০০০ টাকা)। এটা প্রিমিয়াম পেয়িং টার্ম এর ওপরেই হিসেব করা হয়ে থাকে। যদি ১০ বছরের পরই পলিসি হোল্ডারের জীবনাবসান ঘটে সেক্ষেত্রে ১০ দিয়ে গুণ করে এই টাকা দেওয়া হবে।

আর “Sum Assured on Death Calulation” করার ক্ষেত্রে বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ অথবা মোট প্রিমিয়াম জমার ১০৫% অথবা বেসিক সাম অ্যাসিউরড এর মধ্যে যেটি সর্বাধিক হবে, সেটি হিসেবে ধরা হবে। এই বিষয়টি জেনে নেওয়া যাক। এক্ষেত্রে বেসিক সাম অ্যাসিউরড হিসেবে ১০ লক্ষ টাকাই সব থেকে বেশি। তাহলে ডেথ বেনিফিট হিসেবে মিলবে ১০ লক্ষ+ ৬.৪ লক্ষ= ১৬ লক্ষ ৪০ হাজার টাকা।

ফ্লেক্সি ইনকাম বেনিফিট

আর অপর ক্ষেত্রে ফ্লেক্সি ইনকাম বেনিফিট পাওয়া যাবে। সেক্ষেত্রে ১০% সাম অ্যাসিউরড এর সুবিধা এর সমান মানেই সুবিধা মিলবে। তবে সেক্ষেত্রে আরও একটি সুবিধা মিলবে। অর্থাৎ আপনি আগের অপশনে যেমন বছর বছর টাকা পাচ্ছিলেন, এক্ষেত্রে তা নাও নিতে পারেন। সেই টাকা না নিলে এলআইসি এর তরফ থেকে আপনাকে ৫.৫% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে থাকবে। যারা প্রতি বছর ইনকাম বেনিফিট নিতে না চান, তাদের জন্য এই অপশন। প্রয়োজনে যখন তখন এই টাকা তুলে নিতে পারবেন আবেদন করে। সেক্ষেত্রে এই জমা টাকার ৭৫% টাকা তুলে নিতে পারবেন যেকোনো সময়ে। ডেথ বেনিফিট উভয় ক্ষেত্রে একই পরিমাণে মিলবে।

আরও পড়ুন, সেভিংস স্কিমের নয়া 3 টি নিয়ম! না মানলেই সমস্যায় পড়তে পারেন, জেনে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অন্যান্য সুবিধার মধ্যে লোন নেওয়া যাবে। তবে সেক্ষেত্রে এই জীবন উৎসব প্ল্যানে নিবেশের বয়স অন্তত ২ বছর হতে হবে। এছাড়া এই পলিসি সারেন্ডার করা যাবে। সেটিও ২ বছর পর করা যাবে। পলিসি ল্যাপ্স হয়ে গেলেও অন্তত ৫ বছরের মধ্যে লেট ফি ও প্রিমিয়াম দিয়ে পুলিসি আবার চালু করা যাবে। এর সাথে রাইডার বেনিফিট নেওয়া যাবে। ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার, নিউ টার্ম অ্যাসিউরেন্স রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিস্যাবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার নেওয়া যেতে পারে। এই প্ল্যানে শুধুমাত্র ইনকাম বা সারভাইভাল বেনিফিট, ডেথ বেনিফিট মিলবে। কোন রকমের ম্যাচিউরিটি বেনিফিট পাওয়া যায় না। LIC এর এমন আরও অনেক প্ল্যান সম্পর্কে জানতে আমাদের হোয়াটস্যাপ গ্রুপে যুক্ত থাকুন। ধন্যবাদ।Written by Joy Halder.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।