LIC Index Plus: নতুন প্ল্যান আনলো এলআইসি! লাভ পেতে আজই দেখুন

বর্তমান সময়ে মানুষ আয়ের পাশাপাশি বিনিয়োগেও সমানভাবে মনোনিবেশ করেছেন। এখন আপনারা একাধিক বিনিয়োগ মাধ্যম আর বীমা যোজনার খবর পেয়ে যাবেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ এল আই সি -র উপর ভরসা রাখে। নবীন থেকে প্রবীণ সকলেই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওপর সমান ভাবে ভরসা রেখে চলেছে বছরের পর বছর ধরে। সম্প্রতি এই সংস্থা একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে। এতে আপনারা জীবন বীমা আর সঞ্চয়ের সুবিধা পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

LIC Index Plus Plan Details

এই প্রতিবেদনে আমরা কথা বলছি ইনডেক্স প্লাস প্ল্যান সম্পর্কে। এই প্ল্যানের সূচনা করেছেন এল আই সি -র বর্তমান চেয়ারপার্সন সিদ্ধার্থ মহান্তি।বয়স 3 মাসের বেশি হলেই বিনিয়োগ করা যাবে এই স্কিমে। ন্যূনতম 3 মাস থেকে 60 বছর বয়স পর্যন্ত আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন এই স্কিমে। এক্ষেত্রে আপনারা সর্বনিম্ন 2 হাজার 500 টাকার প্রিমিয়ামে বিনিয়োগ শুরু করতে পারেন। এখানে বিনিয়োগ করলে ম্যাচুরিটি সময় আপনারা টাকা ছাড়া ও পেয়ে যাবেন জীবন বীমার সুবিধা। এমনকি পলিসি চলাকালীন বীমা আর বিনিয়োগ উভয়ের সুযোগ পাবেন আপনারা। যতদিন এই পলিসি আপনারা চালাবেন ততদিন বীমা আর বিনিয়োগের সুবিধা একসাথেই পাবেন। তবে পলিসি ম্যাচুরিটির সময় বিনিয়োগকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 85 বছর হতে হবে।

আপনাদের জানিয়ে রাখি, এই পলিসিতে যেমন আপনারা বেশি সুযোগ পাবেন তেমনই এতে ঝুঁকির পরিমাণ প্রিমিয়ামের 7 থেকে 10 গুণ বেশি। এই স্কিমে 5 বছরের লকিং পিরিয়ড। 5 বছর পর বিনিয়োগকারী তার টাকা তুলে নিতে পারবেন। এই পলিসিতে সর্বনিম্ন 10 বছর থেকে সর্বোচ্চ 25 বছর পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব। আপনারা অনলাইন আর অফলাইন দুইভাবে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া যে কোনো মুহূর্তে পলিসিটির সারেন্ডার করা যাবে।

কেউ যদি 50 বছর বয়সের পর এলআইসি ইনডেক্স প্লাস বিনিয়োগ করতে চান, তাহলে কী হবে?

কেউ যদি 50 বছরের ঊর্ধ্বে এই প্ল্যানে বিনিয়োগ করতে চান তাহলে নির্দিষ্ট অর্থের 7 গুণ প্রিমিয়াম জমা করতে হবে। এক্ষেত্রে পলিসির সময়সীমা হবে 10 বছর থেকে 15 বছর। আপনারা চাইলে সর্বোচ্চ 25 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এল আই সি ইনডেক্স প্ল্যানের প্রিমিয়াম :

এই প্ল্যানে নূন্যতম মাসিক 2 হাজার 500 টাকার প্রিমিয়াম জমা করা যাবে। এছাড়া আপনারা ত্রৈমাসিক প্রিমিয়াম হিসেবে 7 হাজার 500 টাকা জমা করতে পারবেন। আবার অর্ধবার্ষিকে একেবারে 15 হাজার টাকা জমা করা যাবে। এছাড়া বাৎসরিক প্রিমিয়াম হিসেবে 30 হাজার টাকা জমা করা যাবে। আপনার বাৎসরিক প্রিমিয়াম যদি 2 লাখ 50 হাজার টাকার মধ্যে হয় তাহলে তা ট্যাক্স ফ্রি হবে। এই সীমা অতিক্রম করলে আপনাদের অতিরিক্ত ট্যাক্স দিতে হবে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।