নিজস্ব প্রতিবেদনঃ ব্যাঙ্কে স্থায়ী আমানত তথা Fixed Deposit করার বিষয়ে আগ্রহী থাকেন অনেকেই। তবে সব ব্যাঙ্কের সুদের হার (FD Interest Rate) যাচাই বাছাই করে টাকা জমা রাখা ভালো। কারণ সমস্ত ব্যাঙ্কের স্থায়ী আমানতের সুদের হার সমান হয় না। আজকে দেখে নেয়া যাক, সেরার সেরা ১০টি নামী ব্যাঙ্কের স্থায়ী আমানতের সুদের হার।
FD Interest Rate for top 10 Banks
নিজের অর্থ সুরক্ষিত ভাবে বিনিয়োগ করার জন্য বহু মানুষই সরকারি বিভিন্ন ব্যাংক গুলিকে বেছে নেন। ব্যাংকও গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ কিছু স্কিম চালু করে রেখেছে যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ বিনিয়োগ করে রাখলে নির্দিষ্ট সময় পর গ্রাহকরা মূল জমাকৃত অর্থের পাশাপাশি বেশ মোটা পরিমাণ সুদের সুবিধা লাভ করেন।
গ্রাহকদের জন্য ব্যাংকিং ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ স্কিম হল FD বা ফিক্সড ডিপোজিট স্কিম। বর্তমানে আমাদের দেশে মোট সরকারি ব্যাংকের সংখ্যা ১২ টি। এই ১২ টি ব্যাংকের ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিটে বেশ মোটা হারে সুদ (FD Interest Rate) দেওয়া হচ্ছে। দেখে নিন কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদের পরিমাণ ঠিক কেমন।
১) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-
ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক হল এটি। এই ব্যাংকে ৪০০ দিনের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম আছে। এই ফিক্সড ডিপোজিট স্কিমটির (SBI Fixed Deposit Rate) জন্য সাধারণ গ্রাহকরা পান ৭.০১% এবং সিনিয়র সিটিজেনরা পান ৭.৬%।
২) ইন্ডিয়ান ব্যাংক-
সরকারি ব্যাংক গুলির মধ্যে ইন্ডিয়ান ব্যাংক (FD Rate in Indian Bank) হলো অন্যতম, যেটি ফিক্সড ডিপোজিট এর জন্য গ্রাহকদের বেশ ভালো পরিমান সুদ দেয়। এই ব্যাংকের ৩০০ দিনের ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ গ্রাহকরা সুদ পান ৭.০৫% এবং সিনিয়র সিটিজেন গ্রাহকরা পান ৭.৫৫%।
এই ব্যাংক আবার সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ 80 বছর উর্ধ্বের ব্যক্তিদের জন্য সুদ দেওয়া হচ্ছে ৭.৮০%। এই ব্যাংকে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে জেনারেল গ্রাহকরা পান ৭.২৫%, সিনিয়র সিটিজেনরা পান ৭.৭৫%, সুপার সিনিয়র সিটিজেনরা পান ৮%।
৩) ব্যাংক অফ বরোদা-
এই সরকারি ব্যাংকেও ৩০০ দিনের ফিক্সড ডিপোজিটে (FD Rate in BOB) সাধারণ গ্রাহকদের সুদ দেওয়া হয় ৭.১০% হারে। এক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পান ৭.৬০%। ব্যাংক অফ বরোদা ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ গ্রাহকদের দেয় ৭.১৫% এবং সিনিয়র সিটিজেন দের দেয় ৭.৬৫%।
৪) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে (PNB FD Interest Rate) ৩০০ দিনের ফিক্সড ডিপোজিট-এর জন্য সাধারণ গ্রাহকদের জন্য সুদের পরিমাণ ৭.০৫% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫৫%। আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৮৫%।
আরও কিছু ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার
৫) কানাডা ব্যাংক-
৪৪৪ দিনের ফিক্সড ডিপোসিটে (Canara Bank FD Rate) এই ব্যাংকের সাধারণ গ্রাহকরা পান ৭.২৫% এবং প্রবীণরা পান ৭.৭৫%।
৬) ব্যাংক অফ ইন্ডিয়া-
এই ব্যাংকে ১ বছর অর্থাৎ ৩৬৫ দিনের ফিক্সড ডিপোজিটে (FD Rate in Bank of India) সাধারণ গ্রাহক পান ৬.৫% এবং প্রবীণরা পান ৭% এবং ৮০ বছরের ঊর্ধ্বে সুপার সিনিয়াররা পান ৭.১৫%।
৭) ব্যাংক অফ মহারাষ্ট্র-
এই ব্যাংকের সব থেকে কম দিনের ফিক্সড ডিপোজিট (FD Rate in Bank of Maharastra) হলো ২০০ দিন। এতে সাধারণ গ্রাহকরা পান ৭%, প্রবীণরা পান ৭.৫%।
৮) সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া-
৪৪৪ দিনের জন্য এই ব্যাংক সাধারণ গ্রাহকদের সুদ (Central Bank of India FD Interest) দেয় ৭.১%, প্রবীণরা পান ৭.৮%।
৯) ইউকো ব্যাংক-
ইউকো ব্যাংক ৩৬৬ দিনের ফিক্সড ডিপোজিটে (UCO Bank Fixed Deposit Interest) সাধারণ গ্রাহকদের দেয় ৬.৫% এবং সিনিয়র সিটিজেনদের দেয় ৭%।
১০) ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক-
৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে (Indian Overseas Bank Fixed Deposit Interest Rate) সাধারণ গ্রাহকরা পান ৭.০১% এবং সিনিয়র সিটিজেনরা পান ৭.০৬%, সুপার সিনিয়র সিটিজেন রা পান ৭.৮৫%। এমন ধরণের আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন