নিজস্ব প্রতিবেদনঃ যাদের খুব শীঘ্রই চারচাকা কেনার ইচ্ছে আছে বা যারা করতে চান তাঁদের পুরাতন গাড়ি বদল – তাঁদের জন্য আজকের খবর সামান্য হলেও শীতের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দেবেই। Maruti Swift গাড়ির নতুন প্রযুক্তি। সব থেকে বড় প্রাপ্তি হবে এই মাইলেজ। মার্কেটের বড় বড় কোম্পানীকে পেছনে ফেলতে মারুতির এই বিশেষ প্রযুক্তির গাড়ী। চলুন, জেনে নেয়া যাক।
Maruti Swift New Model for Car Lovers
বাজারে আসছে মারুতির হাইব্রিড গাড়ি! ১ লিটার পেট্রোলে ছুটবে ৪০ কিমি ননস্টপ। Technology News হিসেবে আজকের এই বিরাট খবর। সবাইকে হারিয়ে বাজিমাত মারুতির! বাজারে আসছে সুপারহিট ৪০ কিমি মাইলেজের গাড়ি। বাজারে নতুন হাইব্রিড গাড়ি লঞ্চ করতে চলেছে মারুতি। দুর্দান্ত এই গাড়িটি হতে চলেছে দেশের সর্বোচ্চ মাইলেজের গাড়ি। যা এক লিটার পেট্রোলে ছুটবে ৩৫-৪০ কিলোমিটার।
গাড়ির প্রতি আগ্রহ নেই এমন মানুষ পাওয়া কঠিন। টাকা জমিয়ে শখের গাড়ি কেনার জন্য রীতিমতো গবেষণা করতে দেখা যায় অনেককে। আর এবার সমস্ত গাড়ি প্রিয় মানুষদের জন্য দুর্দান্ত খবর দিল মারুতি (Maruti)। ক্রেতাদের কথা চিন্তা করে টপ শীঘ্রই টপ মাইলেজের গাড়ি লঞ্চ করতে চলেছে এই সংস্থা। জানা যাচ্ছে, প্রায় ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজের দুর্দান্ত গাড়ি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মারুতি (Maruti)। গাড়ির মডেলটি সুইফট ও ডিজায়ারের হাইব্রিড মডেল।
খবর মিলছে, গাড়িটি হতে চলেছে সংস্থার সবচেয়ে সফল মডেল। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, গাড়িটিতে একটি ভালো পাওয়ার ব্যাটারি ইন্সটল করবে সংস্থা। যা এটিকে একটি শক্তিশালী হাইব্রিড গাড়িতে পরিণত করবে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এই গাড়িটি নাকি হতে চলেছে এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ মাইলেজের গাড়ি। যা এক লিটার পেট্রোলে ছুটবে ৩৫-৪০ কিলোমিটার। সংস্থা সূত্রে খবর, হাইব্রিড গাড়িটির দাম বর্তমান সুইফটের চেয়ে এক থেকে দেড় লক্ষ টাকা বেশি হতে পারে। আগামী বছরের শুরুর দিকেই হাইব্রিড গাড়িটি বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে সংস্থা। প্রসঙ্গত, ২০০৫ সালে বাজারে সুইফট লঞ্চ করে মারুতি।
যা এক লিটার পেট্রোলে ২২.৩৮ কিমি মাইলেজ দেয়। তারপর থেকে সবচেয়ে বেশি বিক্রিত গাড়ির তালিকায় রয়েছে সুইফট। ইতিমধ্যে সুইফট মডেলের প্রায় ৩০ লাখ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। গাড়িটির মাসিক বিক্রয় প্রায় ১৫ হাজার ইউনিট। সংস্থার তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ডিজায়ার ও বালেনোর হাইব্রিড সংস্করণ আনবে মারুতি। যা আরও দুর্দান্ত চমক নিয়ে হাজির হবে ক্রেতাদের সামনে। বর্তমানের অগ্নিমূল্য বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে (বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা)। সেখানে মাইলেজ বেশির গাড়ির দিকেই আগ্রহ ক্রেতাদের। আর সেই দিকটি বিবেচনা করেই বলা যায়, মারুতির নতুন হাইব্রিড মডেলটি শিগগিরই গাড়ির বাজারে রাজত্ব করবে। এমন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন