নবান্ন থেকে সরকারি কর্মীদের DLC সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি! পাবেন কবে থেকে, দেখুন।

whatsupbengal.in

Updated on:

নবান্ন থেকে প্রকাশিত সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত অর্ডার

রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে SLP মামলা রয়েছে সুপ্রিমকোর্টে। তবে এবারে কোলকাতার বুকে চলতে থাকা ডিএ আন্দোলনের মাঝে পেনশনার্সদের জন্য সামনে এলো নতুন একটি আপডেট। রাজ্যের প্রবীণ নাগরিক হিসেবে রাজ্য সরকারি প্রাক্তন কর্মীদের তথা সকল পেনশন গ্রাহকদের জন্য সামনে এলো নবান্নের নয়া বিজ্ঞপ্তি। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত দেখে নিন।

নবান্ন থেকে লাইফ সার্টিফিকেট সংক্রান্ত আপডেট

এবার থেকে রাজ্যের পেনশনার্সদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট এর অনলাইন ভেরিফিকেশন করার নতুন নিয়ম চালু। নিজের ঘরে বসেই করা যাবে এই ভেরিফিকেশন। শুধুমাত্র নিজের মোবাইলে কিছু ফিচার্স থাকলেই করা যাবে এই গুরুত্বপূর্ণ কাজটি। বর্তমানে বাজারে প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইলেি করা যাবে এই কাজটি।

নিজের স্মার্ট ফোনের ফেস অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করেই করা যাবে এই কাজ। গত ২০১৯ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার “5909-F(Y)” যা গত ২৫ অক্টোবর তারিখে প্রকাশিত হয়েছিল, যেখানে এই ভেরিফিকেশনের জন্য দুটি পদ্ধতির উল্লেখ করা ছিল। সেক্ষেত্রে নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে করা যেত এই কাজ।

তবে সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য যাচাই করার জন্য একটি ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ব্যবহার করার প্রয়োজন ছিল। আর অপর পদ্ধতি ছিল সরাসরি ট্রেজারি অফিসে উপস্থিত থেকে বা নিজের পেনশন একাউন্ট থাকা ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করা। তবে এবারে আরও একটি নতুন পদ্ধতির সংযোজন করার কথা উল্লেখ করা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তিতে।

নবান্নের নতুন বিজ্ঞপ্তিতে যা বলা হল

এবার থেকে নিজের মোবাইল থেকে Face Authentication ব্যবহার করেই জমা করা যাবে এই DLC অর্থাৎ Digital Life Certificate. এবার থেকে এই নতুন, সহজ এবং আপডেটেড পদ্ধতিতে করা যাবে এই কাজ। এর জন্য মোবাইল থেকে “Google Play Store” -এ গিয়ে দুটি অ্যাপ্লিকেশন নামিয়ে নিতে হবে মোবাইলে। কীভাবে কি করবেন, স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন নিচের ভিডিওতেই।
নতুন পদ্ধতিতে কীভাবে করবেন একাজ, জানতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলি। তবে এই জীবন প্রমাণের বিষয়টি খুব কঠিন মনে হলে আপনারা যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। কারণ শুধুমাত্র ক্যামেরা দিয়ে ছবি তুললেই কাজটি সম্পন্ন হয় না। সেক্ষেত্রে অনলাইনে অনেক তথ্য আপলোড করতে হয়। বয়স্কদের অনেকের ক্ষেত্রেই একাজ অত্যন্ত জটিল।

কবে থেকে চালু হবে এই নিয়ম!
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। অর্থাৎ এবার থেকে নতুন করে যে সকল রাজ্য সরকারি কর্মীরা অবসর গ্রহণ করে পেনশনের আওতায় যাবেন, তাদেরও মিলবে এই সুবিধা। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আগামী পয়লা নভেম্বর থেকেই এই কাজ করতে পারবেন তারা

উপসংহার

রাজ্যের সরকারি কর্মীদের বেতন, ছুটি, পেনশন ইত্যাদি বিষয়ে নানা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করে নবান্ন। সেক্ষেত্রে এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। এছাড়া খুব সহজেই আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকতে পারেন নতুন নতুন আপডেট পাবার জন্য।

রাজ্যে আবার নতুন ছুটি! তবে সবার জন্য নয়, সরকারি বিজ্ঞপ্তি দেখুন।

পোস্ট অফিস একাউন্ট থেকে কাটা হবে ১০০ টাকা! আজই চেক করুন।

আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যান খুব তাড়াতাড়ি! সরকারি চাকরী থেকে শুরু করে নতুন ব্যবসার দারুণ আইডিয়া, রাজ্য ও কেন্দ্রের নানা প্রকল্প, দিনের নানা আপডেট, ব্যাংক, পোস্ট অফিস, LIC এর নতুন প্ল্যান, টেলিকম জগতের নানা অফার হিসেবে জিও-এয়ারটেল-BSNL-VI এর দারুণ রিচার্জ, সরকারি কর্মীদের নানা আপডেট, স্কুল-কলেজ সংক্রান্ত নানা বিষয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ, নতুন মোবাইল থেকে শুরু করে নানা ধরণের টেক নিউজ সম্পর্কে পান নতুন আপডেট। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল