নিজস্ব প্রতিবেদনঃ নতুন বছরে নতুন চমক, রাজ্যে চালু হচ্ছে Nagar Bondhu Scheme! তবে রাজ্যের সকলের জন্য থাকবে না এই সুবিধা। এই সুবিধা কীভাবে আর কাদের মিলবে, কীভাবে খুব সহজেই হবে সমস্ত কাজ, এই সকল বিষয়ে জানতে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন।
Nagar Bondhu Scheme for Senior Citizens
নতুন বছরে নতুন প্রকল্প রাজ্যে। পয়লা জানুয়ারি থেকেই সুবিধা পাবেন শুধুমাত্র কলকাতা পুরসভার বাসিন্দারা। বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য প্রকল্প আনল কলকাতা পুরসভা। আগামী ১ জানুয়ারি, ২০২৪ থেকে শুরু হচ্ছে ‘নগরবন্ধু স্কিম’ (Nagar Bondhu Scheme)। ৮৩৩৫৯৯৯১১১-এই নম্বরে যোগাযোগ করলে পুরসভার সমস্ত পরিষেবা মিলবে।
পুরসভার তরফে একটি নতুন প্রকল্পের সূচনা হল শুক্রবার। এই প্রকল্পের নাম ‘নগরবন্ধু’। এ প্রকল্পে বয়স্ক নাগরিকরা বিনামূল্যে পরিষেবা পাবেন। তাঁদের বাড়ি এসে পরিষেবা দিয়ে যাবে পুরসভার আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে রাজ্যে। প্রকল্পগুলির উদ্দেশ্য হলো নাগরিকদের প্রয়োজন মতো সুবিধা প্রদান করা।
বেশ কিছু প্রকল্পে যেমন আর্থিক সাহায্য করা হয় তো কিছু প্রকল্পে স্বাস্থ্য, বিমা-সহ অন্যান্য সুবিধা মেলে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পটি রাজ্যের সমস্ত বয়স্ক তথা প্রবীন নাগরিকদের জন্য চালু হওয়া একটি স্কিম।
বর্ষশেষে চালু হওয়া প্রকল্পটির নাম ‘নগরবন্ধু’ প্রকল্প (Nagar Bondhu Scheme)। সম্প্রতি শুক্রবার পুরসভার এই স্কিমটির উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার বিনোদ কুমার ও মেয়র পরিষদ (আইটি) সন্দীপন সাহা। প্রকল্পের সুবিধা গুলি কী কী? এই প্রকল্পের আবেদন জানাবেন কিভাবে? আজকের এই প্রতিবেদনে আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত।
‘নগরবন্ধু’ প্রকল্প কী?
সম্প্রতি পুরসভার তরফে চালু হওয়া এই ‘নগরবন্ধু’ প্রকল্পটি একটি সরকারি স্কিম।বর্তমানে এই প্রকল্পের সুবিধা মিলবে বিনামূল্যে। তবে ভবিষ্যতে এই প্রকল্পের পরিষেবা পেতে টাকা দিতে হবে নাগরিকদের। ‘নগরবন্ধু’ প্রকল্পের সুবিধা পাবেন প্রবীন নাগরিকরা। তাঁদের জন্য ঘরে গিয়ে পরিষেবা পৌছে দেওয়া হবে।
‘নগরবন্ধু’ প্রকল্পের কাজ ঠিক কী?
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, অনেক সময়েই হয় যে বয়স্ক মানুষেরা পুরসভায় আসতে পারেন না। সেক্ষেত্রে পুর অধিকারিকরা বাড়িতে গিয়ে অনলাইনে সমস্ত ফর্ম পূরণ করে দেবেন তাঁদের।
প্রবীন নাগরিকরা মোবাইল, ল্যাপটপে তেমন সড়গড় না হওয়ায় তাঁরা ফর্ম ফিল আপ বা যাবতীয় কাজ পুরসভার আধিকারিক দের সাহায্য নিয়ে করতে পারবেন। বাড়ির ট্যাক্স দেওয়া, মিউটেশন জনিত কাজকর্ম, যাবতীয় সার্টিফিকেট ইত্যাদি সমস্ত কাজের সাহায্য মিলবে পুরসভার এই প্রকল্পে।
কবে থেকে চালু হবে এই প্রকল্প? পুরসভা সূত্রের খবর, নতুন বছরের শুরুতে আগামী ১ জানুয়ারি থেকে ‘নগরবন্ধু’ প্রকল্পের পরিষেবা মিলবে। সেই সময় থেকেই প্রকল্পের সাহায্য পাবেন নাগরিকরা। কিভাবে আবেদন জানাবেন ‘নগরবন্ধু’ প্রকল্পে?
যে সমস্ত প্রবীন নাগরিকরা ‘নগরবন্ধু’ প্রকল্পের জন্য আবেদন জানাতে চাইবেন, তাঁরা হোয়াটসঅ্যাপে পুরসভাকে খবর পাঠাবেন। এর জন্য আপনাকে ৮৩৩৫৯৯৯১১১-এই নম্বরে আবেদন জমা করতে হবে। বয়স্ক নাগরিকরা শীঘ্রই নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করুন। আর পুরসভার তরফে পান বিশেষ পরিষেবা। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন