বদলে গেল উচ্চ মাধ্যমিকের এই নিয়ম! না মানলে উত্তরপত্র বাতিল

WBCHSE Exam 2024

নিজস্ব প্রতিবেদনঃ সামনেই রাজ্যের পড়ুয়াদের জন্য জীবনের ২ টি বড় পরীক্ষা তথা মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary)। তবে এবারে সামনে এল নয়া আপডেট। সুরক্ষা এবং স্বচ্ছতার দিকে তাকিয়ে নতুন নিয়ম আনা হচ্ছে এবারের পরীক্ষা গুলোতে। এই সকল নিয়ম মেনেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। নিয়মের ক্ষেত্রে কী ধরণের বদল আনা হচ্ছে, সেই বিষয়ে আজকের এই প্রতিবেদনে জেনে নেয়া যাক।

Rule Change in WBCHSE Exam 2024

বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের (WBCHSE Exam 2024) ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা যেন অহরহ ঘটে চলেছে। নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হয়নি। আর কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র জীবনের মূল দুই স্তম্ভ স্বরূপ এই দুই পরীক্ষায় যাতে আর প্রশ্ন ফাঁস সম্পর্কিত কোন ঘটনা না ঘটে সে বিষয়ে এখন থেকেই তৎপর হয়ে উঠেছে রাজ্যের শিক্ষা দপ্তর (WBSED)।

ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে জানিয়ে দেওয়া হলো প্রশ্ন ফাঁস রুখতে নতুন এক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে তারা। নতুন এই ব্যবস্থার দ্বারা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার কেন্দ্র থেকে কোনো একটি প্রশ্নপত্র যদি ফাঁস (Question Paper Leak) হয়ে যায়, সে ক্ষেত্রেও পর্ষদ কক্ষে বসেই শিক্ষা দপ্তরের অধিকর্তারা বুঝে যাবেন রাজ্যের কোন পরীক্ষা কেন্দ্রের কোন ঘর থেকে এই প্রশ্নপত্রটিকে ফাঁস করা হয়েছে। নতুন এই ব্যবস্থা সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত ব্যবস্থাটি গ্রহণ করা হবে প্রশ্নপত্রের মধ্যে থাকা ইউনিক কোডের (Use of Unique Code) মাধ্যমে।

প্রতিযোগিতামূলক যেকোনো চাকরির পরীক্ষায় যেমন প্রশ্ন করতে নির্দিষ্ট ইউনিক কোড থাকে ঠিক তেমনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা ইউনিট কোড থাকবে। সংসদ সভাপতি জানিয়েছেন বাংলা, ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান সহ মোট ১৪ টি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হয়। এই ১৪ টি বিষয়ের ক্ষেত্রে কোন পরীক্ষা কেন্দ্রে কোন সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র পৌঁছাচ্ছে সে সমস্ত কিছুই সংসদে রেকর্ড করা থাকবে।

উচ্চ মাধ্যমিকে সিরিয়াল নম্বরের ব্যবহার

এমনকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এও জানানো হয়েছে, প্রশ্নপত্র পাওয়ার পর কোন সিরিয়াল নম্বর এর প্রশ্ন থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাও উত্তরপত্রে উল্লেখ করতে হবে। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে উত্তরপত্রে আলাদা করে সিরিয়াল নম্বর লেখার জায়গা থাকবে। প্রশ্ন দেখে সঠিকভাবে উত্তর পত্রের নির্দিষ্ট স্থানে ছয় বা সাত সংখ্যার ওই ইউনিক কোর্ডটি লিখতে হবে পরীক্ষার্থীদের। যেহেতু পর্ষদ কোন পরীক্ষা কেন্দ্রের জন্য কোন সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র পাঠাচ্ছে তা তাদের রেকর্ডে থাকবে, ফলে কোন প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ঘটলে সহজেই বোঝা যাবে এই কাজটি ঠিক কোন পরীক্ষা কেন্দ্র থেকে করা হয়েছে।

আরও দেখুন, অল্প সময়ে ট্রেনিং নিলেই করতে পারবেন ইনকাম! ভর্তি শুরু হল নেতাজী সুভাষ ওপেনে

আশা করা যাচ্ছে এই ইউনিক কোড চালু হওয়ার মাধ্যমে এ বছর তথা ২০২৩-২০২৪ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নের গোপনীয়তা রক্ষার্থে এই ইউনিক কোড ব্যবস্থাটি চালু করা হচ্ছে। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যের সময়মতো সঠিক আপডেট পেতে আমাদের সাথে থাকুন। পাশে থাকা WhatsApp বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল