নিজস্ব প্রতিবেদনঃ এবারে WBJEE 2024 নিয়ে সামনে এল দারুণ সুখবর! কারণ সামনেই লোকসভা নির্বাচন 2024. তাই পরীক্ষার সময় নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরীক্ষার্থীরা। তাই পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য এই আপডেট বেশ কাজের হতে চলেছে। কবে হতে চলেছে পরীক্ষা, কোন সময় হবে 2024 -এর জয়েন্ট এনট্রান্স পরীক্ষা! অবশেষে পরীক্ষার তারিখ (Joint Entrance Exam 2024 Date) জানালো বোর্ড। চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক।
WBJEE 2024 Exam final date announced at last
(1/6) Will WBJEE be held in 2024?
ঠিক কোনদিন অনুষ্ঠিত হবে এই রাজ্যের joint entrance exam! এবার তারই সময়সূচি সকলের সামনে নিয়ে এলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। JEE মাইন এক্সাম- এর পরই অনুষ্ঠিত হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। WB জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নির্দেশ অনুযায়ী, 2024 সালের 28 এপ্রিল হতে পারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এই প্রসঙ্গেই গত বুধবার নোটিশ প্রকাশিত করেছে joint entrance board.
(2/6) সাধারণত এই joint entrance exam অনুষ্ঠিত হয় Higher secondary এক্সাম- এর পর। এর মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি প্রকাশিত হয়েছে। 2024 সালের 16 ফেব্রুয়ারি থেকে 29 শে ফেব্রুয়ারি অবধি হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের জয়েন্ট এক্সামের সময়সূচি জানালো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এক্সাম অনুষ্ঠিত হবে 2024 সালের 28 শে এপ্রিল, রবিবার দিন। এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশে প্রকাশিত হয়েছে।
(3/6) এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই উচচমাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি কলেজে ভর্তি হতে পারবে। সুতরাং নানা বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার, সহ অন্যান্য কোর্সে প্রবেশাধিকারের জন্যই এই এক্সাম হয়। এই সংক্রান্ত আরও বেশি তথ্য জানতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট লগইন করুন।
(4/6) জয়েন্ট এন্ট্রান্স এক্সামের অ্যাপ্লিকেশন ফ্রম, রেজিস্ট্রেশন, এবং অ্যাডমিট কার্ড কবে পাবেন পরীক্ষার্থীরা, তার কোনো সঠিক বিস্তারিত তথ্য প্রকাশ করেন নি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এরপর আরও তথ্য জানতে লগইন করুন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সেক্ষেত্রে wbjeeb লিখে সার্চ করতে পারেন গুগলে।
পরীক্ষার বয়স এবং উচ্চ মাধ্যমিকের নম্বর সীমা
(5/6) এবছরের অর্থাৎ 2023 -এর 30 শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং পরীক্ষার ফল প্রকাশিত হয় 26 দিন পর অর্থাৎ 26 শে মে। এর 45 দিন পর কাউস্নেলিং হয় উত্তীর্ণ পরীক্ষার্থীদের। এবছর রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 98 হাজার। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে বয়স সীমা (WBJEE Eligibility Criteria) জেনে নেয়া যাক।
(6/6) 31 ডিসেম্বর, 2024 তারিখের হিসেবে 17 বছর বয়স হতে হবে। এক্ষেত্রে কোন উর্দ্ধসীমা নেই। তবে মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 25 বছরের মধ্যেই হতে হবে বয়স। অপরদিকে, আরও একটি বিষয় জানা দরকার। সেটি হচ্ছে দ্বাদশের নম্বর কত থাকা দরকার? সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বর (12th marks importance for WBJEE 2024) কতটা কাজের! এক্ষেত্রে 45% নম্বর পেতে হবে সাধারণের ক্ষেত্রে। বাকিরা নিয়মানুযায়ী 40% নম্বর পেলেই পরীক্ষায় বসতে পারবে। এমন আরও আপডেট পেতে আমদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
আরও পড়ুন, মেধাবী পড়ুয়াদের মাসে 10 হাজার, মুখ্যমন্ত্রীর উপহার!
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন