নিজস্ব প্রতিবেদনঃ আপনি কি নিজের প্যান কার্ড এর সাথে যুক্ত মোবাইল নাম্বার, ঠিকানা, ই-মেইল আইডি (PAN Card Correction) বদল করতে চান! তাহলে দেখুন এই সহজ পদ্ধতি।
PAN Card Correction for Free
অনেকেই নিজেদের প্যান কার্ড (PAN Card Correction) তৈরি করিয়েছেন এজেন্ট দিয়ে। আর তাঁরা সকল প্যান কার্ডের সাথে নিজেদের দোকানের ই-মেইল আইডি যুক্ত করে দিয়েছেন। এর ফলে প্যান কার্ড সংক্রান্ত যেকোনো কাজে ই-মেইল বা মোবাইল নাম্বারের প্রয়োজন হলে, তাঁরা পড়েন মহা সমস্যায়।
আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে, প্যান কার্ড তৈরি করার সময়ে যে মোবাইল নাম্বার বা ই-মেইল আইডি নাম্বার দিয়েছিলেন, তা ভুলে গেছেন বা হয়তো সেই মোবাইল নাম্বার এখন আর সচল নেই। তাঁদের জন্য আজকের প্রতিবেদন বেশ কাজের হতে চলেছে। চলুন তবে এই পদ্ধতি দেখে নেয়া যাক।
প্যান কার্ড তৈরি করার জন্য ২টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে এনএসডিএল (NSDL) এর মাধ্যমে এবং অপরটি হচ্ছে ইউটিআইআইএসএল (UTIISL) এর মাধ্যমে। এবারে জানিয়ে রাখি, আপনি কি করে বুঝবেন যে আপনার প্যান কার্ড কোথা থেকে তৈরি করিয়েছেন! সেক্ষেত্রে আপনারা নিজেরদের প্যান কার্ডের পেছনের পার্শে দেখলেই সেখানে কোম্পানির নাম পেয়ে যাবেন।
প্যান কার্ড এর মোবাইল এবং ই-মেইল সংশোধন করার পদ্ধতি
প্রথমেই নিজ নিজ প্যান কার্ড সংশোধন করার লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্ক দেওয়া থাকবে প্রতিবেদনের নিচের দিকে। এক্ষেত্রে এনএসডিএল (NSDL) এবং ইউটিআইআইএসএল (UTIISL) এর জন্য আলাদা আলাদা লিঙ্ক নিচে দেওয়া আছে।
এনএসডিএল (NSDL) এর ক্ষেত্রে প্যান সংশোধন জন্য পদ্ধতি
(১) প্রথমেই লিঙ্কে ক্লিক করুন।
(২) এরপর “Apply Online” এর থেকে “Application Type” -এর ড্রপ ডাউন মেনু থেকে “Changes or Correction in Existing PAN Data…” অপশন সেলেক্ট করতে হবে।
(৩) আর পাশে “Category” সেলেক্ট করে নিতে হবে। নিজের হলে “Individual” সেলেক্ট করতে হবে।
(৪) এরপর নিচের দিকে “Applicant Information” অপশনে গিয়ে নিজের সমস্ত তথ্য পূরণ করতে হবে।
(৫) সেক্ষেত্রে নিজের নতুন মোবাইল নাম্বার এবং ই-মেইল আইডি দিতে হবে।
(৬) এরপর ক্যাপচা বসিয়ে “Submit” করে দিতে হবে।
(৭) এরপর অপশন দেখাবে যে, “How do you want to submit your pan card application document?”, সেক্ষেত্রে প্রথম অপশন হিসেবে ডিজিটাল ই-কেওয়াইসি (Digital e-KYC) ক্লিক করতে হবে।
(৮) এরপর আপনার প্যান কার্ড নতুন করে প্রিন্ট করে নেবার কোন দরকার নেই। কারণ এক্ষেত্রে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার এবং ই-মেইল আইডি বদল হবে। আর দরকার হলে সেখানে ক্লিক করে দেবেন।
(৯) এরপর আপনার আধার নাম্বারের শেষ চারটি সংখ্যা দিতে হবে। এর ফলে আপনার আধার কার্ডে থাকা ফটো প্যান কার্ডের সাথে যুক্ত হয়ে যাবে। অপশনে “Yes” ক্লিক করে দেবেন। নিচের দিকে গিয়ে প্যান কার্ডের নিজের বাবার নাম/ মায়ের নাম রাখতে চান কিনা তা সেলেক্ট করে দেবেন।
(১০) ঠিকানা পরিবর্তন করতে চাইলে আপনি নিজের নতুন ঠিকানা দিতে পারেন। এর জন্য প্রমান আপলোড করতে হবে। নিজের নতুন বদল গুলো দেখতে পারবেন। সব জায়গাতে আধার সেলেক্ট করা থাকবে। শুধুমাত্র মোবাইল নাম্বার এবং ই-মেইল বদল করতে গেলে আপনাকে কোন রকম ডকুমেন্ট আপলোড করার দরকার হবে না।
আরও পড়ুন, সর্বনাশ! আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। আপডেট করলেও কি যাচ্ছে লেটার, দেখুন
(১১) সাবমিট করে আধার নামারের প্রথম ৮ সংখ্যা দিয়ে চেক আর ভেরিফাই করে নিতে হবে। এরপর আধার ওটিপি দিয়ে সাবমিট করলেই কাজ হয়ে যাবে। এবারে ইউটিআইআইএসএল (UTIISL) এর পদ্ধতি দেখে নেয়া যাক।
ইউটিআইআইএসএল (UTIISL) এর মাধ্যমে মোবাইল নাম্বার ও ই-মেইল আপডেট
এক্ষেত্রে এই কাজ করা খুবই সহজ। এক্ষেত্রে নিজের তথ্য এবং নতুন মোবাইল নাম্বার এবং আধার নম্বর সেলেক্ট করে দিতে হবে লিঙ্কে ক্লিক করে। এরপর সমস্ত তথ্য দিয়ে ক্যাপচা বসিয়ে সাবমিট করে দিতে হবে। সেক্ষেত্রে আধার ই-কেওয়াইসি (e-KYC) অপশন সেলেক্ট করতে হবে।
এনএসডিএল (NSDL) এর আবেদন করার লিঙ্ক
ইউটিআইআইএসএল (UTIISL) এর আবেদন করার লিঙ্ক
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন