৫০ টাকা জমালেই মিলবে ৩৫ লক্ষ টাকার রিটার্ন! Post Office Scheme 2023.

এবারে চালু হয়ে গেল Post Office Scheme -এর অন্যতম সেরা অফার! Gram Suraksha Yojana সম্পর্কে জানেন তো। এখন রোজগারের পাশাপাশি বিনিয়োগ একান্তই জরুরী হয়ে পড়েছে। বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের সঞ্চয় তৈরি করা যায়। তার মধ্যে মূল্যবৃদ্ধির বাজারে আয় আর ব্যয়ের সামঞ্জস্য রাখা খুবই কঠিন। ফলে মানুষ চাইছে স্বল্প বিনিয়োগে বেশি রিটার্ন অর্জনের। আজ আমরা আপনাদের জন্য এমন একটি পলিসি নিয়ে হাজির হয়েছি যাতে নামমাত্র বিনিয়োগের মাধ্যমে ভালো রিটার্ন পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন।

Post Office Scheme Return 35 Lakhs

বর্তমান সময়ে আয় আর সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ ভীষণ জরুরি। এর মাধ্যমেই ভবিষ্যৎ -এর সঞ্চয় (Post Office Scheme) গড়ে উঠবে আপনার। বর্তমান সময়ে ভারতীয় বাজারে বিনিয়োগের বেশ কিছু অপশন রয়েছে। যেগুলির মধ্য থেকে অন্যতম হল মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেট। এগুলি থেকে বেশ ভালো মাত্রায় রিটার্ন পাওয়া যায়। কিন্তু এসব ক্ষেত্রে ঝুঁকি রয়েছে প্রচুর। অনেকেই ঝুঁকি নিতে চান না। সেক্ষেত্রে সব থেকে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হল পোস্ট অফিস।‌ এখানে বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প রয়েছে। অত্যন্ত কম বিনিয়োগের মাধ্যমে পোস্ট অফিসের দৌলতে ভবিষ্যতের জন্য মোটা টাকা সঞ্চয় করা যায়।‌

৫০ টাকা বিনিয়োগ করে পান ৩৫ লাখ টাকা! পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা দেখুন।

আমরা আজ কথা বলছি গ্রাম সুরক্ষা যোজনা -র সম্পর্কে। মাত্র ১৯ বছর বয়স থেকেই এই প্রকল্পে বিনিয়োগ শুরু করা যায়। ১০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা অব্দি যে কোন প্রিমিয়াম প্ল্যান নিতে পারবেন আপনারা। এমনকি বিনিয়োগ শুরুর ৪ বছর পর প্রয়োজন অনুযায়ী বিনিয়োগকারী লোনও (Post Office Scheme) নিতে পারবেন। যদি কোন কারণবশত গ্রাহক এই পলিসি চালাতে না পারেন, সে ক্ষেত্রে ৩ বছর পর সারেন্ডার করার সুযোগ রয়েছে। এর বেশ কিছু প্রিমিয়াম প্ল্যান রয়েছে। এগুলির মাধ্যমে আপনি সহজেই (Post Office Scheme) প্রিমিয়াম জমা করতে পারবেন।

আপনি চাইলে মাসিক, ত্রৈ-মাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক যেকোনোভাবে এই প্রিমিয়াম জমা করতে পারবেন। এছাড়াও সময়ের মধ্যে প্রিমিয়াম জমা না করতে পারলে, প্রিমিয়াম জমা করার জন্য অতিরিক্ত ৩০ দিন সময় পাবেন। এই (Post Office Scheme) প্রকল্পে ১৯ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি যদি ৫৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন সেক্ষেত্রে প্রতিমাসে ১ হাজার ৫১১ টাকা প্রিমিয়াম হিসেবে জমা করতে হবে। এক্ষেত্রে রিটার্ন হিসেবে পাবেন ৩১ লাখ ৬০ হাজার টাকা। আর ৫৮ বছর বয়সে বিনিয়োগ শুরু করলে আপনার মাসিক প্রিমিয়াম হবে ১ হাজার ৪৬৩ টাকা এবং রিটার্ন হিসেবে পাবেন ৩৩ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন, মাত্র ৫০ টাকা জমিয়ে মিলবে ৩৫ লাখ, জানেন কী পোস্ট অফিসের এই স্কিমের কথা!

যদি ৬০ বছর বয়সে এই প্রকল্পে (Post Office Scheme) বিনিয়োগ করা শুরু করেন, তাহলে আপনাকে প্রতিমাসে প্রিমিয়াম হিসেবে জমা করতে হবে ১ হাজার ৪১১ টাকা। সেই হিসেবে আপনার রিটার্ন দ্বারা ৩৪ লাখ ৬০ হাজার টাকা। প্রতিদিন মাত্র ৫০ টাকা করে জমা করলেই আপনি ভালো রিটার্ন পেয়ে যাবেন। তবে এই রিটার্ন বিনিয়োগকারী ৮০ বছর বয়সে পাবেন। এর আগে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে সেই টাকা তাঁর পরিবার পেয়ে যাবেন।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।