Redmi 13C Xiomi: ১০ হাজারের কম দামে ৫জি মোবাইল, মন কাড়বে আপনারও!

বর্তমানে 5G Mobile এর রমরমা! Redmi 13C Xiomi চলে এল দারুণ সব ফিচার্স নিয়ে, আর তাও আবার মাত্র ১০ হাজার টাকার কম দামেই। রাজ্যের পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হয় মোবাইল কেনার জন্য আর্থিক সাহায্য। পঠন পাঠনে অগ্রগতি হচ্ছে এর মূল লক্ষ্য। তাদের জন্য এই প্রতিবেদন হতে চলেছে বেশ লাভজনক। অপরদিকে সাধারণ মানুষের চাহিদা পূরণেও বেশ কাজে আসবে এই মোবাইল। চলুন তবে, আজকের ব্লগে এই বিষয়ে জেনে নেয়া যাক।

Redmi 13C Xiomi 5G Mobile

শুধুমাত্র 9499 টাকায় পাওয়া যাচ্ছে 50MP Camera সহ এই Redmi 5G Phone. বর্তমানে ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের কাছে Xiaomi -এর সাব ব্র্যান্ড রেডমি অনেক বেশি জনপ্রিয়। 2023 সালের ডিসেম্বর মাসে রেডমি ভারতের বাজারে লো বাজেট ৫জি ফোন Redmi 13C 5G নিয়ে এসেছিল। এই ফোনটিতে ছিল তিনটি ভেরিয়েন্ট।

মোবাইলের (Redmi 13C Xiomi) ৩টি মডেলঃ-
মোবাইল ফোনটির দাম শুর হয়েছিল মাত্র 10,999 টাকা থেকে। বর্তমানে এই ফোনটি আরও কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। Xiaomi Fan Festival 2024 এর জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অফার মূল্যে দেওয়া হচ্ছে। এতে Redmi 13C 5G ফোনটি পাওয়া যাবে মাত্র 9499 টাকায়।

এই ফোনের 4GB RAM মডেল এর দাম 10,999 টাকা। XFF অর্থাৎ Xiaomi Fan Festival উপলক্ষে এই ফোনটি মাত্র 9,499 টাকায় কিনতে পারবে ক্রেতারা। সেই সঙ্গে এই মডেলে SBI এবং HDFC Bank ইউজারদের Credit ও Debit উভয় ধরনের কার্ড ব্যাবহার করলে 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এই অফার চলাকালীন এই ফোনের 6GB RAM মডেল 11,999 টাকা এবং 8GB RAM মডেল 13,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Redmi 13C 5G ফোনের স্পেসিফিকেশন হলো এতে আছে 6.74″ HD+ 90Hz ডিসপ্লে। MediaTek Dimensity 6100+ প্রসেসর। 8GB র‍্যাম ও 256GB স্টোরেজ, 50MP প্রাইমারি ক্যামেরা, 18W 5,000mAh ব্যাটারি। ফোনের ডিসপ্লেতে আছে কর্নিং গোরিলা গ্লাস 3। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 600 নিটস ব্রাইটনেস যুক্ত।

মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর এর সঙ্গে এখানে আছে গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 এমসি2 জিপিইউ। এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ 1/2.76” মাপের এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে।

শাওমি এর ফ্লিপ মোবাইল, মন ভোলাবে আপনারও। দেখে রাখুন

সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। 5,000mAh এর ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এছাড়াও Dual SIM ও 7 5জি ব্যান্ড সহ ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5 এবং 3.5mm অডিও জ্যাক, ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি সমস্ত কিছুই সুবিধা পাওয়া যাবে কম দামের মধ্যে।
Written by Joyeeta Mukherjee.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।