নিজস্ব প্রতিবেদনঃ ভারতীয় রেলে সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Railway RPF Notification) প্রকাশ করল ভারতের রেল দপ্তর। ৪৬৬০ পদে হবে নিয়োগ। তবে কারা করতে পারবেন আবেদন, কবে পরীক্ষা, কোন কোন পদে হবে নিয়োগ, বেতন ইত্যাদি সমস্ত বিষয়ে একে একে জেনে নিন।
প্রকাশিত হল রেলওয়েতে চাকরির নয়া বিজ্ঞপ্তি। যে সব চাকরি প্রার্থীরা ভারত সরকারের রেল ব্যবস্থার অধীনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্ট্রি অফ রেলওয়ে। রেলের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তি।
রেলওয়ে প্রটেকশন ফোর্স ও রেলওয়ে প্রটেকশন স্পেশাল ফোর্স এর অধীনে এই পদ গুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।
দেখে নিন এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য।
আবেদনের সময়সীমা:-
ভারতীয় রেল মন্ত্রকের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে এই দুই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ এপ্রিল ২০২৪ থেকে। ১৪ মে ২০২৪ পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া।
বেতন কাঠামো:-
রেল মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে রেলের সাব ইন্সপেক্টর পদে যারা চাকরি পাবেন তাদের ৬ বেতন কাঠামো অনুসারে ৩৫,৪০০ টাকা প্রাথমিক বেতন দেওয়া হবে এবং কনস্টেবল পদে কর্মরতদের ৩ বেতন কাঠামো অনুসারে ২১,৭০০ টাকা প্রাথমিক বেতন মিলবে।
শিক্ষাগত যোগ্যতা:-
রেলের সাব ইন্সপেক্টর পদে যে সব আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে চাইবেন তাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কনস্টেবল পদের আগ্রহী প্রার্থীদের জন্য সরকার স্বীকৃত যে কোনো বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমতুল্য কোন পরীক্ষায় পাস করতে হবে।
বয়সসীমা:-
ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে এই দুই পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। রেলের সাব ইন্সপেক্টর পদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০-২৮ বছর পর্যন্ত। এবং কনস্টেবল পদের জন্য বয়সসীমা হলো ১৮-২৮ বছর।
নিয়োগ পদ্ধতি:-
প্রার্থীদের এক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করার পাশাপাশি শারীরিক পরিমাপ এবং শারীরিক সক্ষমতা বিচার বিবেচনা করা হবে। তবে মহিলাদের ক্ষেত্রে কিছুটা ছাড়ের ব্যাবস্থা থাকবে।
আবেদন ফি:-
সাধারণ শ্রেণীর পরীক্ষার্থীদের এক্ষেত্রে ৫০০ টাকা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে বাকি টাকা পরবর্তীকালে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হলো ২৫০ টাকা। এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে রেল মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া সরকারি বিজ্ঞপ্তির কপি নিচে দেওয়া রইল। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন