Aadhaar Card Deactivation: আধার বাতিল – রাজ্যের নতুন নাম্বার চালু! হোয়াটস্যাপে সমাধান

Aadhaar Card Deactivation

নিজস্ব প্রতিবেদনঃ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে আধার বাতিল (Aadhaar Card Deactivation) নিয়ে নানা খবর! অনেকের বন্ধ হচ্ছে রেশন তোলা থেকে শুরু করে ব্যাঙ্কের একাউন্ট থেকে টাকা তোলা। আবার অনেক কলেজ পড়ুয়াদের মিলছে চিঠি! কিন্তু কেন আসছে চিঠি, এলে কী করতে হবে – এই প্রসঙ্গে রাজ্যে নতুন উদ্যোগ। আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।

Solution for Aadhaar Card Deactivation

আধার কার্ড (Aadhaar Card Deactivation) এর সাথে প্রয়োজনীয় বিভিন্ন কার্ড যেমন প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক একাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ইত্যাদি জড়িত রয়েছে। এবারে সেই আধার কার্ড যদি কাজ না করে, সেক্ষেত্রে এই সকল বিষয়েও দেখা দিতে পারে নানা সমস্যা। যদিও বলা হচ্ছে, একটি টেকনিক্যাল ফল্ট এর কারণে এই ধরণের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি।

ইতিমধ্যেই মাননীয় শান্তনু ঠাকুর একটি ইলেইল এবং হোয়াটস্যাপ নাম্বার প্রকাশ করেছেন, যেখানে সমাধান মিলবে বলেই দাবী করছিলেন তিনি। সেক্ষেত্রে “aadharsthakurbari@gmail.com” এবং হোয়াটস্যাপ নাম্বার – ‘9647534453’ – এর কথা বলেছেন তিনি। অপরদিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ এই নিয়ে বৈঠক করেছে ঠাকুরবাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর সহ সঙ্ঘের অন্যান্য সদস্যেরা।

এদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছিলেন যে, যাদের আধার কার্ড বাতিলের চিঠি আসবে, তাঁদের আলাদা কার্ড দেবে রাজ্য। ব্যাঙ্ক বা অন্য কাজে কারও কোন রকমের সমস্যা হবে না। এছাড়া তিনি এই বিষয়ে কেন্দ্রকেও জানিয়েছেন।

এবারে রাজ্যে চালু হয়ে গেল, একফোনেই সমাধান এর নতুন হোয়াটস্যাপ নাম্বার। আধার কার্ড নিষ্ক্রিয় হলেই রাজ্যের হেল্পলাইন নাম্বারে হোয়াটস্যাপ মেসেজ পাঠালেই মিলবে সমাধান। এই মঙ্গলবার তথা ২০ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ রাত দশটা থেকেই চালু হয়ে গেল হেল্পলাইন নাম্বার। কীভাবে কি করবেন, দেখে নিন।

আধার কার্ড বাতিল হলে কী করবেন…

আধার সংক্রান্ত এই সমস্যা সমাধানে হোয়াটস্যাপ নাম্বার চালু রাজ্যে। নাম্বারটি হচ্ছে, ‘9088885544’ যেখানে আধার বাতিলের কথা জানানো যাবে হোয়াটস্যাপে। রাজ্যে একটি পোর্টাল তৈরির কথাও জানান তিনি। যেটি হবে, আধার গ্রিভেন্স পোর্টাল। হোয়াটস্যাপ নাম্বারে যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানাতে পারেন সেখানে।

আরও দেখুন, বাতিল আধার নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন বার্তা! দেখুন

সেখান থেকে নতুন কার্ড দেবার বিষয়ে ব্যবস্থা নেবে রাজ্য সরকার। সেই কার্ড দিয়ে তাঁরা নিজেদের রেশন থেকে শুরু করে বাকি সুবিধা গুলি নিতে পারবেন। তবে কবে থেকে আর কীভাবে মিলবে রাজ্যের সেই কার্ড, এই সমস্ত বিষয়ে আপডেট পেতে দেখতে থাকুন পরবর্তী ব্লগ। ধন্যবাদ।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল