Rules Change from April: একাধিক নিয়মে আসছে বদল, এপ্রিল থেকেই চালু! দেখুন

প্রতি মাসের শুরু থেকেই বেশ কিছু নিয়মে আসে বদল (Rules Change from April 2024)! তবে এই বিষয়ে জানা না থাকলে পরবর্তীতে পড়তে হতে পারে নানা সমস্যায়। একে একে এপ্রিল মাসের ৭টি বদলে যাওয়া নিয়ম সম্পর্কে জেনে নেয়া যাক একে একে।

Rules Change from April 2024

আর্থিক লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় গুলি অর্থ বর্ষের ভিত্তিতে পরিচালিত হয়। প্রতি বছর ৩১ মার্চ শেষ হয় একটি অর্থবছর। হিসাব অনুযায়ী ১ এপ্রিল থেকে নতুন একটি অর্থ বর্ষের সূচনা হয়। নতুন অর্থ বর্ষের সূচনা থেকেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হয়। এবারেও নতুন অর্থ বছর থেকে আসতে চলেছে বেশি কয়েকটি পরিবর্তন। ১ লা এপ্রিল থেকে এই সাতটি বিষয়ে পরিবর্তন হতে চলেছে দেখে নিন সেগুলি কি কি।

১) আধার প্যান লিংকের সময়সীমা-
নিজের প্যান কার্ডকে সচল রাখার জন্য আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে বাধ্যতামূলক ভাবে আধার প্যান লিংক করার কথা বলা হয়েছে। এই কাজ করার জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বারবার। তবে ৩১ মার্চ ২০২৪ তারিখে শেষ হতে চলেছে আধার প্যান লিংকের সময়সীমা। এর মধ্যে এই কাজটি না করে ফেললে প্যান নম্বর বাতিল হয়ে যাবে। সেই সঙ্গে ১০০০ টাকা জরিমানা ধার্য করা হতে পারে।

২) গ্যাসের দামে বদল-
সারা দেশে গ্যাসের দাম সংক্রান্ত নিয়ম কানুন গুলো চালু করা হয় প্রতি মাসের ১ তারিখে। বর্তমানে আমাদের দেশে চলছে নির্বাচন আদর্শ আচরণবিধি। এর মধ্যে গ্যাসের দাম সংক্রান্ত কোনো পরিবর্তন আসে কিনা তা জানা যাবে নতুন অর্থ বর্ষের শুরুর দিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) কর ব্যবস্থায় পরিবর্তন-
১ লা এপ্রিল থেকে ভারতে চালু থাকা নতুন কর ব্যবস্থা ডিফলট কর ব্যবস্থায় পরিণত হবে। এখনো পর্যন্ত কর প্রদান করার জন্য বিকল্প গুলি বেছে না নিলে স্বয়ংক্রিয় ভাবে নতুন কর ব্যবস্থায় কর প্রদান করতে হবে। নতুন কর ব্যবস্থার ক্ষেত্রে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোন রকম আয়কর দিতে হবে না।

৪) SBI ক্রেডিট কার্ড-
ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের রিওয়ার্ড পেয়ে থাকেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়ম করে জানানো হয়েছে এপ্রিল মাসের প্রথম দিন থেকে গ্রাহকরা যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে রেন্ট পেমেন্ট করেন সে ক্ষেত্রে তারা কোনো রকম রিওয়ার্ড পাবেন না।

৫) EPFO-র নতুন নিয়ম-
কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থাটি 1 এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে। এক্ষেত্রে চাকরি পরিবর্তন করলেও পুরনো পিএফ অটোমেটিক ট্রান্সফার হবে। ফলে চাকরির স্থান পরিবর্তন করলে গ্রাহকের এগুলি ট্রান্সফার সংক্রান্ত কোন ঝামেলা ভোগ করতে হবে না।

নতুন নিয়ম LIC -এর, দেখে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৬) NPS ব্যবস্থায় পরিবর্তন-
এপ্রিল মাসের প্রথম দিন থেকে ভারতের জাতীয় পেনশন ব্যবস্থার ক্ষেত্রও পরিবর্তন আসতে চলেছে। পেনশন তহবিল নিয়ন্ত্রক সংস্থা NPS অ্যাকাউন্ট এর ক্ষেত্রে দুই যাচাইকরন বা দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণের প্রক্রিয়া চালু করেছে। বৈধ মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে ওটিপির সাহায্যে এই কাজ করতে হবে।

৭) নিজের গাড়ির Fastag-এর KYC আপডেট না করলে ১ এপ্রিল থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ ৩১ মার্চের পর থেকে ব্যাংক গুলি কেওয়াইসি ছাড়া Fastag গুলিকে নিষ্ক্রিয় ঘোষণা করবে।
Written by Joyeeta Mukherjee.

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।