নিজস্ব প্রতিবেদনঃ SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP Investment)। এই বিনিয়োগ প্ল্যানে একটি ‘555’ ফরমুলা রয়েছে। এখানে আপনারা তিনটি ‘5’ দেখতে পাচ্ছেন। প্রথম ‘5’ এর মানে পাঁচ বছর আগে অর্থাৎ 55 বছর বয়সের রিটায়ারমেন্ট। দ্বিতীয় ‘5’ এর মানে ইনভেস্টমেন্টের পরিমাণ পাঁচ শতাংশ বৃদ্ধি আর শেষ ‘5’ এর মানে পাঁচ কোটি টাকার করপাস করা। এগুলি কিন্তু সব বাস্তবায়ন হওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে আপনাকে 25 বছর বয়স থেকেই ইনভেস্টমেন্ট শুরু করতে হবে।
Best Formula for SIP Investment
কিছু বিনিয়োগকারী মার্কেট লিঙ্কড ইনভেস্টমেন্ট স্কিমে বিনিয়োগ করে থাকেন। আবার অনেকে গ্যারান্টি যুক্ত নিশ্চিত রিটার্ন প্রোগ্রামে বিনিয়োগ করেন। এগুলি সমস্তটাই নির্ভর করে ব্যক্তিবিশেষের উপর। একজন ব্যক্তি যেভাবে নিজের রিটায়ারমেন্ট প্ল্যান করেন, সেই ভাবেই তিনি নিজের পছন্দসই ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করে থাকেন। বর্তমান সময় দাঁড়িয়ে SIP -র মতো মিউচুয়াল ফান্ড রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে বিনিয়োগের আগে যথেষ্ট রিসার্চ আর প্ল্যানিং আপনাদের ভালো মাত্রায় রিটায়ারমেন্ট করপাস পেতে সাহায্য করবে।
SIP ‘555’ ফরমুলা :-
আপনারা যত দ্রুত বিনিয়োগ শুরু করবেন তত বেশি টাকা রিটার্ন পাবেন। একটি সহজ হিসাব দেখে নেওয়া যাক। ধরুন, আপনি 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করলেন। এরপর প্রতিমাসে SIP তে 12 হাজার টাকা করে জমা করলেন। এতে রিটায়ারমেন্ট পর্যন্ত গড়ে 11 শতাংশ করে রিটার্ন পাবেন। এর ফলে আপনি 5 কোটি টাকার বেশি করপাস জেনারেট করতে পারবেন। ‘555’ ফর্মুলা অনুযায়ী 25 বছর বয়সে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করে আগামী 30 বছর এটি বজায় রাখলে, বিনিয়োগকৃত অর্থ প্রতি বছর 5 শতাংশ হারে বৃদ্ধি পাবে।
12 হাজার টাকার বিনিয়োগ করে কিভাবে 5 কোটি টাকা করপাস পাবেন?
SIP তে প্রতি মাসে 12 হাজার টাকা বিনিয়োগ করলে, প্রত্যেক বছর আপনার অর্থ 5 শতাংশ হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি গড়ে 11 শতাংশ রিটার্ন পাবেন। 30 বছরে আপনার বিনিয়োগ দাঁড়াবে 95 হাজার 67 হাজার 194 টাকায়। চক্রবৃদ্ধির হারে আপনি প্রায় 4 কোটি 25 লক্ষ 7 হাজার 462 টাকা মূলধন হিসেবে পাবেন। এইভাবে আপনার মোট করপাস হবে 5 কোটি 20 লক্ষ 74 হাজার 656 টাকা।
60 বছর বয়সের পর কত টাকা পেনশন পাবেন?
5.20 কোটি টাকার করপাস পাওয়ার পর কোন ফিক্সড ডিপোজিটে সেই টাকা বিনিয়োগ করে দেবেন। আর 6 শতাংশ সুদের হারে আপনি প্রতি বছর 31.20 লাখ টাকা পাবেন। অর্থাৎ প্রতি মাসে 2.60 লাখ টাকা পাবেন।
আরও দেখুন, ইনভেস্ট করার নতুন উপায়, লাভ পাবেন আপনিও!
স্টক মার্কেট থেকে বেশি রিটার্ন পেতে গেলে বিনিয়োগ করার আগে অবশ্যই রিসার্চ করে নেবেন। আর কখনওই একেবারে অনেক টাকা বিনিয়োগ করবেন না। অল্প দামে স্টক কিনে বেশি দামে তা বিক্রি করবেন। এই নিয়মে কাজ করতে পারলে বেশ ভালো টাকাই রিটার্ন পাবেন।
Written by Aindrila Munmun Dhani.
Post Disclaimers
'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)
আমাদের সাথে যুক্ত থাকুন