SSC Case: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার তারিখ কবে, নতুন আপডেট দেখুন।

SSC Case নিয়ে সামনে এলো নতুন আপডেট। ফের পিছিয়ে গেল SSC মামলার শুনানির তারিখ। গত বুধবারে এই নিয়ে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মহামান্য সুপ্রিম কোর্টে এই এসএসসি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল। তবে প্রত্যেকটি মামলার ক্ষেত্রে আলাদা আলাদা করে হবে শুনানি, এমনটাই জানা গিয়েছিল। আর এবারে সেই মামলার শুনানির তারিখ ফের পিছিয়ে গেল। কিন্তু কেন! নতুন শুনানির তারিখ কবে, এছাড়াও বাকি সমস্ত বিষয়গুলি জেনে নেওয়া যাক।

SSC Case Latest Update in Supreme Court

বিচারপতিদের নির্দেশ অনুসারে এই মামলার তথা SSC Case এর শুনানির তারিখ দেওয়া হয়েছিল আগামী নভেম্বরে। সেক্ষেত্রে মাননীয় বিচারপতি এই মামলার তারিখ ঘোষণা করেছিলেন আগামী ২৯ নভেম্বর তারিখে। তবে এক্ষেত্রে আপত্তি জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। গত ২৮ সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। সেদিন শুনানি এর তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। গত ৫ অক্টোবর, নতুন শুনানির তারিখ দেওয়া হয়। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু জানান, শুনানি শুরু হোক। তারপর দেখা যাক কতদিন লাগে শুনানি শেষ করতে।

এসএসসি সংক্রান্ত সুপ্রিম কোর্টে মোট ১৭টি আবেদন জমা পড়েছে। আগের দিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যতগুলি মামলা রয়েছে সবগুলি আলাদা করে শুনানি হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলায় ওএমআর শিট প্রকাশ সহ একাধিক বিষয়ে মামলা রয়েছে দেশের শীর্ষ আদালতে।

বিকাশ বাবুর অভিযোগ ছিল এই SSC Case -এর বিষয়ে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একাদশ এবং দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আগেই। এরপর সুপ্রিম কোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে। তবে এই মামলা আর যেন পিছিয়ে যায় সে ব্যাপারে মহামান্য বিচারপতিদের কাছে আর্জি জানান তিনি। এরপরে এই তারিখ নিয়ে ফের নতুন ঘোষণা করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এয়ারটেল Wi-Fi দুর্দান্ত স্পিড, মাসে খরচ নামমাত্র! একবার নিলেই ৬ মাস ফ্রি।

স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কুনাল চট্টোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে, যেকোনো দিন শুনানির জন্য তারা প্রস্তুত আছেন। অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের থেকে জানানো হয়েছে যে এতগুলি মামলা, কোনটি আমরা আগে শুনব? গত ২০১৪, ২০১৬, ২০১৭ সহ একাধিক আলাদা বিষয় নিয়ে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে দেশের শীর্ষ আদালতে। আগামী ১১ অক্টোবর মামলার শুনানিতে নতুন কোনও দিক উঠে আসে কিনা সেটা দেখার অপেক্ষাতেই রয়েছে সব পক্ষ। এই বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্টে।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।