মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ, আবেদন করলেই প্রতি মাসে ৫০০ টাকা! পদ্ধতি দেখুন।

Girl Child Scholarship 2023, আবেদন শুরু হয়ে গেল। মাসে মাসে ৫০০ টাকার এই স্কলারশিপ পেতে হলে আবেদন করতে হবে, যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই আবেদন করলে মিলবে টানা ২ বছর তথা ২৪ মাস ধরে স্কলারশিপ এর টাকা। নতুন স্কলারশিপের আবেদন এর পাশাপাশি যারা যারা আগের বছরে আবেদন করেছিলেন, তাদের Renewal Process শুরু হচ্ছে একই সাথে। যারা ইতিমধ্যেই এই Scholarship পাচ্ছেন তাদের কাছে এই বিষয়টি বেশ ভালো ভাবেই অবগত রয়েছে। তবে যারা এখনো আবেদন করেন নি, হয়তো এই স্কলারশিপ এর ব্যাপারে নতুন করে জানতে চাইছেন, তাদের জন্যই আজকের এই প্রতিবেদন।

Single Girl Child Scholarship 2023

ভারতবর্ষে আজও এমন বহু পরিবার রয়েছে যেখানে ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা অলীক স্বপ্নের মত। বহু পড়ুয়া মেধাবী (Brilliant Student) হওয়া সত্বেও যতদূর পড়ার ইচ্ছা ঠিক ততদূর পড়তে পারেনা। আসলে আর্থিক অনটন পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের সামনে। তবে স্কুল ও কলেজে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারের তরফ থেকে বেশ কিছু স্কলারশিপ এর ব্যবস্থা রয়েছে। তেমনই একটি স্কলারশিপের ব্যাপারে আজ আমরা আপনাদের বলব। এই স্কলারশিপ সম্বন্ধে অনেকেই হয়তো জানেন না। এর দৌলতে প্রতি মাসে পেয়ে যেতে পারেন ১ হাজার ৫০০ টাকা! তাই আর দেরি না করেই শুরু করা যাক আজকের প্রতিবেদন।

অনেকেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষা লাভ করার। নিজের পছন্দ মত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করার স্বপ্ন সকলের পূরণ হয় না। ওই যে আর্থিক অনটন। যেখানে সংসার চালাতেই পকেটে টান পড়ে, সেখানে প্রতি মাসে মোটা অংকের টাকা দিয়ে পড়াশোনা চালানো সত্যিই অসম্ভব। তবে অনেকেই লোন নিয়ে সেই স্বপ্ন পূরণ করেন। আজ আমরা আপনাদের জন্য এমন এক স্কলারশিপের খবর এনেছি, যা মেধাবী ছাত্রীদের স্বপ্ন পূরণ করবে। আমরা কথা বলছি Girl Child Scholarship তথা সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এর সম্পর্কে।

ইতিমধ্যে এই স্কলারশিপে নতুন করে আবেদন প্রক্রিয়া ও রিনিউয়াল অর্থাৎ পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই দুই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপে আবেদন করার বেশ কিছু শর্ত রয়েছে। জেনে নিন সেগুলি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপে আবেদন করার শর্ত :-

  • এই স্কলারশিপে আবেদন করার জন্য বাড়ির একমাত্র মেধাবী কন্যা সন্তান হতে হবে।
  • দশম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে 60 শতাংশ মার্কস অথবা 6.2 সিজিপিএ পেতে হবে।
  • সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে।
  • আবেদনকারীর প্রতিমাসে টিউশন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা হতে হবে।

National Scholarship Portal for Single Girl Child Scholarship

এই স্কলারশিপ বিশেষতঃ কন্যা সন্তানদের জন্য চালু করা হয়েছিল। Girl Child Scholarship, বাড়ির কন্যা সন্তানদের সঠিক শিক্ষা দানের জন্য বাবা মা কে সাহায্য করতে এই স্কলারশিপ শুরু হয়। মেধাবী ছাত্রীরা যাতে পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহ প্রকাশ করতে পারে সেই কারণে সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল আর অল্প সময়ে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপের পরিমাণ :-
এই স্কলারশিপের দৌলতে ছাত্রীরা প্রতি মাসে বৃত্তি হিসেবে ৫০০ টাকা করে পাবে। যারা যারা মাধ্যমিকের পরেই আবেদন করবেন তাদের মিলবে সরাসরি ২৪ মাসের স্কলারশিপ। এই Girl Child Scholarship হিসেবে মিলবে ১২ হাজার টাকার স্কলারশিপ।

সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপে বৃত্তি পাওয়ার সময়সীমা :-
এই Girl Child Scholarship -এর দৌলতে মেধাবী ছাত্রীরা সর্বোচ্চ ২ বছরের জন্য বৃত্তি পাবে। তবে এই স্কলারশিপ একাদশের পরে দ্বাদশে উঠলে করতে হবে রিনিউয়াল। নতুন আবেদনের সাথে সাথে রিনিউয়াল করার কাজও শুরু হয়েছে একই সাথে।

সিঙ্গেল গার্লস চাইল্ড স্কলারশিপে আবেদন করার পদ্ধতি :-

এই স্কলারশিপের আবেদন করতে গেলে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা আবেদন লিংকে ক্লিক করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আবেদনপত্রের সাথে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে নিতে হবে। https://transformingindia.mygov.in/ এই লিঙ্ক অনুসারে আবেদন করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন, ঐক্যশ্রী স্কলারশিপ এর আবেদন এবারে হোয়াটস্যাপেও!

সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ তথা Girl Child Scholarship -এ আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি :-
1. পরিচয় পত্র।
2. পাসপোর্ট সাইজের ফটো।
3. শেষ পরীক্ষার মার্কশিট।
4. ভর্তি হওয়ার মানি রিসিপ্ট।

তাহলে আর দেরী না করে সঠিক পদ্ধতি মেনে আবেদন করে এই Girl Child Scholarship এর সুবিধা নিন। আরও নানা ধরণের সরকারি ও বেসরকারি স্কলারশিপ পেতে দেখতে থাকুন আমাদের পরবর্তী প্রতিবেদন। এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।