মামলার রায়ে ডেডলাইন হাইকোর্টের, টেট সার্টিফিকেট মিলবে সফলদের!

টেট সার্টিফিকেট চেয়ে কোলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। এবারে সেই মামলার চরম সিদ্ধান্ত দিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। গত ২০১৪ সালের অনুষ্ঠিত টেট পরীক্ষার সফল প্রার্থীদের দ্রুত টেট সারটিফকেট দেবার নির্দেশিকা জারি। টেট মামলায় চুড়ান্ত ডেডলাইন দিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। আগামী ২১ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এই কাজ। ২০১৪ টেট সফলদের টেট সার্টিফিকেট মিলবে।

মামলার রায়ে ডেডলাইন হাইকোর্টের

বোর্ডকে ১ লক্ষ ২৫ হাজার সার্টিফিকেট দেবার নির্দেশ দিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে বাজেয়াপ্ত করা নথির কপি বোর্ডকে দেবে সিবিআই। এর ফলে সুবিধা পাবেন টেট পরীক্ষায় পাশ করা সকল প্রার্থী।

প্রথমে বোর্ডের কাছে এই সার্টিফিকেট চায় সফল পরীক্ষার্থীরা। কিন্তু বোর্ডের কাছে নথি না থাকায় তা তাঁরা পান নি। এই তথ্য ছিল এস বসু অ্যান্ড কোম্পানি এবং সিবিআই এর কাছে। সিবিআইয়ের তরফে নিযুক্ত আইনজীবী জানান, এই সংক্রান্ত নথি প্রাথমিক শিক্ষা সংসদের কাছেই রয়েছে। ২০২৩ সালের ১ এপ্রিল ১ লক্ষ ২৫ হাজার ৭০৩ জনের তথ্য সংসদকে হস্তান্তর করেছে এস বসু রায় অ্যান্ড কোম্পানি। সেই সংক্রান্ত চালানের প্রতিলিপিও আগে আদালতে পেশ করেন সিবিআইয়ের আইনজীবী।

টেট নিয়ে সিদ্ধান্ত, দেখুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টেট পাশ করা প্রার্থীদের মিলবে টেট সার্টিফিকেট

আগামী ১৩ আগস্ট তারিখের মধ্যে এই সার্টিফিকেট দেবার নির্দেশ জারি হয়েছে। প্রার্থী থেকে শুরু করে মামলাকারীদের মিলবে এই ২০১৪ সালের টেট পাশ সার্টিফিকেট, টেট সার্টিফিকেট দেবার অর্ডার দিল মহামান্য কোলকাতা হাইকোর্ট। টেট সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার সমাধান হচ্ছে অবশেষে। এই নিয়ে আপনাদের মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। নিজেদের পরিচিতদের মাঝে এই তথ্য শেয়ার করে তাদের সুবিধা করে দিতে পারেন। ধন্যবাদ।

Post Disclaimers

'whatsupbengal.in' একটি বাংলা অনলাইন ব্লগ নিউজ পোর্টাল। এই নিবন্ধে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রদত্ত তথ্যগুলি বিশ্বাসযোগ্য, যাচাই করা এবং অন্যান্য বড় মিডিয়া হাউস থেকে নেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এই ওয়েবসাইটে দেওয়া বিষয়বস্তু শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে।
যোগাযোগ - wspbengal@gmail.com
নম্বর - 6297256750 (হোয়াটসঅ্যাপ)

আমাদের সাথে যুক্ত থাকুন

*ফেসবুক পেজ - Join Here
*হোয়াটস্যাপ চ্যানেল - Follow Us
*টেলিগ্রাম চ্যানেল - Join Here
*কু অ্যাপ - Like Us
*ট্যুইটার - Follow Us

হ্যালো প্রিয় পাঠকবৃন্দ, আমরা একটি দল হিসেবে কঠোর পরিশ্রম করছি আপনাদের জন্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বিশ্বাসযোগ্য এবং মূল্যবান কন্টেন্ট সরবরাহ করতে। আমরা শিক্ষা, সরকারি স্কিম, সরকারি কর্মচারী, প্রযুক্তি, টেলিকম, দৈনিক আপডেট, আর্থিক বিষয়, ব্যবসার ধারণা, বৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রয়োজনে আমাদের wspbengal@gmail.com ঠিকানায় লিখুন।

Leave a Comment

Home
চ্যানেল
জয়েন গ্রুপ
ফলো পেজ
নিউজ
চ্যানেল
Madhyamik Exam – মাধ্যমিক নয়ে জরুরী নির্দেশিকা প্রকাশ পোস্ট অফিসে ডাবল রিটার্ন, এভাবে টাকা জমালেই পাবেন সুযোগ! স্কুল ছুটির ঘোষণা রাজ্যে! টানা ২ দিন বন্ধ থাকছে, দেখুন।